গভীর রাতে বনবিভাগ উখিয়া রেঞ্জের অভিযান বাগানের কাটভর্তি ডাম্পার আটক

নুরুল বশর, উখিয়া :
১২ মার্চ, ২০২৫, 6:36 AM

গভীর রাতে বনবিভাগ উখিয়া রেঞ্জের অভিযান বাগানের কাটভর্তি ডাম্পার আটক
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়ার রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশের নেতৃত্বে মোছারখোলা-বটতলী সড়কের ব্রীজ এলাকায় বনায়ন থেকে অবৈধভাবে কর্তনকৃত এক ডাম্প ট্রাক বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করেছে।
১২ মার্চ রাত দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।এ সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাড়ীর মালিক ও চালক কৌশলে পালিয়ে যায়।
থাইংখালীর বন বিট কর্মকর্তা বিকাশ দাশের সঙ্গীয় স্টাফসহ সংরক্ষিত বনভূমির মোছারখোলা ২০১৯-২০ আর্থিক সনের সুফল প্রকল্পের বিভিন্ন প্রজাতির সল্প মেয়াদি সৃজিত বাগানের অবৈধভাবে সদ্য কর্তনকৃত গাছ ভর্তি একটি ড্রাম-ট্রাক ( গাড়ি নং-চট্র মেট্রো-ড-১১-০৩৮৭) জব্দ করে এবং রেঞ্জ অফিস, উখিয়া সরকারি হেফাজতে নেওয়া হয় জব্দকৃত বাগানের চাতিয়ান,জাম ও আকাশমনি গাছ প্রায় ৮০.০ ঘনফুট হবে।
আটককৃত গাড়ির মালিক থাইংখালী রহমতের বিল এলাকার ৩নং ওয়ার্ডের মৃত রশিদ আহাম্মদের ছেলে মো: শামশুল আলম(৪২) এবং ড্রাইভার চোরাখোলা ৩নং ওয়ার্ডের শহরমুল্লুকের ছেলে মো: আব্দুল্লাহ (২৮) বলে জানা যায়।
আসামী আমাদের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। প্রচলিত ১৯২৭ সনের(যাহা ২০০০ সনে সংশোধিত) বন আইনে মামলা হবে বলে জানান উখিয়া রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক শাহিনুর রহমান শাহিন।
নুরুল বশর, উখিয়া :
১২ মার্চ, ২০২৫, 6:36 AM

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়ার রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশের নেতৃত্বে মোছারখোলা-বটতলী সড়কের ব্রীজ এলাকায় বনায়ন থেকে অবৈধভাবে কর্তনকৃত এক ডাম্প ট্রাক বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করেছে।
১২ মার্চ রাত দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।এ সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাড়ীর মালিক ও চালক কৌশলে পালিয়ে যায়।
থাইংখালীর বন বিট কর্মকর্তা বিকাশ দাশের সঙ্গীয় স্টাফসহ সংরক্ষিত বনভূমির মোছারখোলা ২০১৯-২০ আর্থিক সনের সুফল প্রকল্পের বিভিন্ন প্রজাতির সল্প মেয়াদি সৃজিত বাগানের অবৈধভাবে সদ্য কর্তনকৃত গাছ ভর্তি একটি ড্রাম-ট্রাক ( গাড়ি নং-চট্র মেট্রো-ড-১১-০৩৮৭) জব্দ করে এবং রেঞ্জ অফিস, উখিয়া সরকারি হেফাজতে নেওয়া হয় জব্দকৃত বাগানের চাতিয়ান,জাম ও আকাশমনি গাছ প্রায় ৮০.০ ঘনফুট হবে।
আটককৃত গাড়ির মালিক থাইংখালী রহমতের বিল এলাকার ৩নং ওয়ার্ডের মৃত রশিদ আহাম্মদের ছেলে মো: শামশুল আলম(৪২) এবং ড্রাইভার চোরাখোলা ৩নং ওয়ার্ডের শহরমুল্লুকের ছেলে মো: আব্দুল্লাহ (২৮) বলে জানা যায়।
আসামী আমাদের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। প্রচলিত ১৯২৭ সনের(যাহা ২০০০ সনে সংশোধিত) বন আইনে মামলা হবে বলে জানান উখিয়া রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক শাহিনুর রহমান শাহিন।