ছাতকে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার:০৯

সুনামগঞ্জ প্রতিনিধি:
১২ ফেব্রুয়ারি, ২০২৫, 3:41 PM

ছাতকে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার:০৯
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় ০১ জন, ওয়ারেন্ট ভুক্ত ০৬ জন, নিয়মিত মামলা ০১ জন এবং মাদকদ্রব্য মামলায় ০১ জনসহ মোট ০৯ জন আসামী গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার থানার এসআই(নি:)/মো: আব্দুস ছত্তার এর নেতৃত্বে এসআই(নি:)/মো: সিকন্দর আলী, এসআই(নি:)/সারোয়ার,এসআই(নি:)/মো: সাদেক, এএসআই(নি:)/তাইজ উদ্দিন, এএসআই(নি:)/মো: মাসুদ মিয়া, এএসআই(নি:)/তোলা মিয়া, এএসআই(নি:)/শওকত আলীসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, ছাতক থানার মামলা নং-১৫(০২)২৫ এর তদন্তে সন্ধিগ্ধ আসামী জানে আলম (২৮) (সভাপতি, ১নং ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগ), পিতা-মৃত ফরিদ উদ্দিন, সাং-নোয়াগাঁও (গনেশপুর), ১নং ইসলামপুর ইউপি, এবং ননজিআর-১২৮/২৪ (ছাতক) এর পরোয়ানা ভূক্ত আসামী সমর আলী (৬০) পিতা-মৃত রুসন আলী, আব্দুল্লাহ (৫৮) পিতা-মৃত আলমাছ আলী, তনছর আলী (৫৩) পিতা-সমর আলী, নরুজ্জাজ্জামান লাকী (৩৩) পিতা-সমর আলী, আব্দুল গফুর (৪৮) পিতা-মৃত মখলিছ আলী, আব্দুল কাদির (৪২), পিতা-মৃত মখলিছ আলী, সর্বসাং-কাড়ইলগাঁও, ও ছাতক থানার মামলা নং-১৪(০২)২৫ এর আসামী রাসেল (৩২), পিতা-রহমত আলী, সাং-কামরাঙ্গী, ইউপি-চরমহল্লা, ছাতক থানার মামলা নং-১৬(০২)২৫ এর আসামী আব্দুস সালাম(৫৩) পিতা-মৃত তাহির আলী, মাতা-সুনাবান বিবি, সাং-হাবিদপুর, ওয়ার্ড নং-৮, জাউয়াবাজার ইউপি। এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার পূর্বক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সুনামগঞ্জ প্রতিনিধি:
১২ ফেব্রুয়ারি, ২০২৫, 3:41 PM

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় ০১ জন, ওয়ারেন্ট ভুক্ত ০৬ জন, নিয়মিত মামলা ০১ জন এবং মাদকদ্রব্য মামলায় ০১ জনসহ মোট ০৯ জন আসামী গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার থানার এসআই(নি:)/মো: আব্দুস ছত্তার এর নেতৃত্বে এসআই(নি:)/মো: সিকন্দর আলী, এসআই(নি:)/সারোয়ার,এসআই(নি:)/মো: সাদেক, এএসআই(নি:)/তাইজ উদ্দিন, এএসআই(নি:)/মো: মাসুদ মিয়া, এএসআই(নি:)/তোলা মিয়া, এএসআই(নি:)/শওকত আলীসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, ছাতক থানার মামলা নং-১৫(০২)২৫ এর তদন্তে সন্ধিগ্ধ আসামী জানে আলম (২৮) (সভাপতি, ১নং ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগ), পিতা-মৃত ফরিদ উদ্দিন, সাং-নোয়াগাঁও (গনেশপুর), ১নং ইসলামপুর ইউপি, এবং ননজিআর-১২৮/২৪ (ছাতক) এর পরোয়ানা ভূক্ত আসামী সমর আলী (৬০) পিতা-মৃত রুসন আলী, আব্দুল্লাহ (৫৮) পিতা-মৃত আলমাছ আলী, তনছর আলী (৫৩) পিতা-সমর আলী, নরুজ্জাজ্জামান লাকী (৩৩) পিতা-সমর আলী, আব্দুল গফুর (৪৮) পিতা-মৃত মখলিছ আলী, আব্দুল কাদির (৪২), পিতা-মৃত মখলিছ আলী, সর্বসাং-কাড়ইলগাঁও, ও ছাতক থানার মামলা নং-১৪(০২)২৫ এর আসামী রাসেল (৩২), পিতা-রহমত আলী, সাং-কামরাঙ্গী, ইউপি-চরমহল্লা, ছাতক থানার মামলা নং-১৬(০২)২৫ এর আসামী আব্দুস সালাম(৫৩) পিতা-মৃত তাহির আলী, মাতা-সুনাবান বিবি, সাং-হাবিদপুর, ওয়ার্ড নং-৮, জাউয়াবাজার ইউপি। এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার পূর্বক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।