ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

কালিয়াকৈরে সামাজিক বনায়নের আকাশমনি গাছের  লাকড়ি সহ গাড়ি আটক 

#
news image

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচি ঘাটা রেঞ্জের কাচি ঘাটা সদর বিট এলাকা হইতে সামাজিক বনায়নের আকাশমনি গাছের চারা কেটে (ডোম) লাকড়ি প্রস্তুতকরে প্রচার কালে লাকড়ি সহ (ট্রাক) গাড়ি আটক করেছে একাধিক দায়িত্বে থাকা বিট কর্মকর্তা শরীফুর রহমান চৌধুরীখান।

এ বিষয়ে বিট কর্মকর্তা শরিফুর রহমান চৌধুরী খান দৈনিক পল্লিবাংলা কে  জানান, যে অত্র বিটের ফইজার চালা  এলাকায় একদল বনদস্যু রাতের আঁধারে আকাশমনি গাছ ও চারা কেটে লাকড়ি (ডোম)  বানিয়ে বাড়ি পরিবহনে প্রাচার করছে এমন তথ্যের ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় অত্র বিটের স্টাফদের সাথে নিয়ে  ২২/১/২০২৫ইং রাত ১১:০০টার সময় ফইজার চালা এলাকা থেকে লাকড়ি সহ ঢাকা মেট্রো- ড ১৪-৬২৩৫ নাম্বারের  মাল বাহি গাড়িটি আটক করা হয়েছে আটকৃত মালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে,সেই সাথে  ঘটনার সাথে যুক্ত অপরাধীদের চিহ্নিত করে অতি শীঘ্রই এর ব্যবস্থা নেওয়া হবে।

মো: মাসুদুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর) :

২৩ জানুয়ারি, ২০২৫,  5:24 PM

news image

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচি ঘাটা রেঞ্জের কাচি ঘাটা সদর বিট এলাকা হইতে সামাজিক বনায়নের আকাশমনি গাছের চারা কেটে (ডোম) লাকড়ি প্রস্তুতকরে প্রচার কালে লাকড়ি সহ (ট্রাক) গাড়ি আটক করেছে একাধিক দায়িত্বে থাকা বিট কর্মকর্তা শরীফুর রহমান চৌধুরীখান।

এ বিষয়ে বিট কর্মকর্তা শরিফুর রহমান চৌধুরী খান দৈনিক পল্লিবাংলা কে  জানান, যে অত্র বিটের ফইজার চালা  এলাকায় একদল বনদস্যু রাতের আঁধারে আকাশমনি গাছ ও চারা কেটে লাকড়ি (ডোম)  বানিয়ে বাড়ি পরিবহনে প্রাচার করছে এমন তথ্যের ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় অত্র বিটের স্টাফদের সাথে নিয়ে  ২২/১/২০২৫ইং রাত ১১:০০টার সময় ফইজার চালা এলাকা থেকে লাকড়ি সহ ঢাকা মেট্রো- ড ১৪-৬২৩৫ নাম্বারের  মাল বাহি গাড়িটি আটক করা হয়েছে আটকৃত মালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে,সেই সাথে  ঘটনার সাথে যুক্ত অপরাধীদের চিহ্নিত করে অতি শীঘ্রই এর ব্যবস্থা নেওয়া হবে।