সোনার দামে নতুন রেকর্ড : প্রতি ট্রয় আউন্স ৩,৪০০ ডলার ছাড়িয়ে

অনলাইন ডেক্স :
২১ এপ্রিল, ২০২৫, 11:47 PM

সোনার দামে নতুন রেকর্ড : প্রতি ট্রয় আউন্স ৩,৪০০ ডলার ছাড়িয়ে
সোমবার কমেক্স এক্সচেঞ্জে (নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের একটি বিভাগ) লেনদেনের সময় চলতি বছরের জুন মাসে ডেলিভারির জন্য সোনার ভবিষ্য চুক্তির দাম প্রতি ট্রয় আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) ৩ হাজার ৪০০ ডলার ছাড়িয়ে রেকর্ড করেছে। মস্কো থেকে এএফপি এ তথ্য জানায়।
মস্কোর সময় সকাল ৯টা ০৯ মিনিট পর্যন্ত সোনার দাম দশমিক ১৯ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৪০০ দশমিক ৫ ডলারে দাঁড়িয়েছে।
মস্কোর সময় সকাল ৯টা ২৪ মিনিট পর্যন্ত সোনার দাম দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৪০১ দশমিক ২ ডলারে লেনদেন হয়েছে।
ইতোমধ্যে লন্ডনের আইসিইতে চলতি বছরের জুনে ডেলিভারির জন্য ব্রেন্ট ভবিষ্য চুক্তির দাম দশমিক ০৩ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৭ দশমিক ০৪ ডলার হয়েছে।
চলতি বছরের জুনে ডেলিভারির জন্য ডব্লিউটিআই অপরিশোধিত তেলের ভবিষ্য চুক্তির দাম দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৬৩ দশমিক ১ ডলার হয়েছে।
অনলাইন ডেক্স :
২১ এপ্রিল, ২০২৫, 11:47 PM

সোমবার কমেক্স এক্সচেঞ্জে (নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের একটি বিভাগ) লেনদেনের সময় চলতি বছরের জুন মাসে ডেলিভারির জন্য সোনার ভবিষ্য চুক্তির দাম প্রতি ট্রয় আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) ৩ হাজার ৪০০ ডলার ছাড়িয়ে রেকর্ড করেছে। মস্কো থেকে এএফপি এ তথ্য জানায়।
মস্কোর সময় সকাল ৯টা ০৯ মিনিট পর্যন্ত সোনার দাম দশমিক ১৯ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৪০০ দশমিক ৫ ডলারে দাঁড়িয়েছে।
মস্কোর সময় সকাল ৯টা ২৪ মিনিট পর্যন্ত সোনার দাম দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৪০১ দশমিক ২ ডলারে লেনদেন হয়েছে।
ইতোমধ্যে লন্ডনের আইসিইতে চলতি বছরের জুনে ডেলিভারির জন্য ব্রেন্ট ভবিষ্য চুক্তির দাম দশমিক ০৩ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৭ দশমিক ০৪ ডলার হয়েছে।
চলতি বছরের জুনে ডেলিভারির জন্য ডব্লিউটিআই অপরিশোধিত তেলের ভবিষ্য চুক্তির দাম দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৬৩ দশমিক ১ ডলার হয়েছে।