বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ফল মোহামেডানের জয়
স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৪, 7:24 PM
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ফল মোহামেডানের জয়
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ফল
মোহামেডানের জয়
১২জানুয়ারী-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ প্রিমিয়ার ফুটবল লীগের তৃতীয় রাউন্ডের খেলায় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল শুক্রবার(১২ জানুয়ারী) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে হোম ভেণ্যুর ব্রাদার্স ইউনিয়ানকে হারায়। খেলার প্রথমার্ধে একটি অপ্রিতিকর ঘটনাকে কেন্দ্র করে রেফারী পেনাল্টি দিলে ২৮ মিনিটের মাথায় মোহামেডানের মালির ফুটবলার সৌলিমেন দিয়াবেত গোলটি করেন। উজবেকিস্তানের ফুটবলার মুজাফ্ফারিজন মুজাফ্ফারো ৫০ মিনিটে গোল করলে তারা ২-০ গোলে এগিয়ে যায়। পরবর্ততে নাইজেরিয়ান ফুটবলার চুকুমিকা ইমামুল সানডে ৬০ ও ৬৬ মিনিটে গোল করলে ৪-০ গোলে এগিয়ে যায়। পরখনেই মালির ফুটবলার সৌলিমেন দিয়াবেত ৬৮ মিনিটে আরো ১টি গোল করলে ৫-০ গোলে এগিয়ে থাকে। এদিকে ব্রার্দাসের আকমল হোসেন নয়ন খেলার শের্ষ মুহুর্তের ৭৮মিনিটে ১টি গোল পরিশোধ করলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে জয়লাভ করে । বিজয়ী দলের চুকুমিকা ইমামুল সানডে ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে ক্রেষ্ট তুলে দেন র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্ণেল মুনীব ফেরদৌস এসজিপি পিএসসি। এ সময় রাজশাহী ফুটবল এসাসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী, ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য মেরাজুল ইসলাম,ম্যাচ কমিশনার কে এম মোসাদ্দেকুল কুদ্দূস সিদ্দিকী সেলিম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) রাসেল জামান । উপস্থিত ছিলেন।
স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৪, 7:24 PM
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ফল
মোহামেডানের জয়
১২জানুয়ারী-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ প্রিমিয়ার ফুটবল লীগের তৃতীয় রাউন্ডের খেলায় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল শুক্রবার(১২ জানুয়ারী) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে হোম ভেণ্যুর ব্রাদার্স ইউনিয়ানকে হারায়। খেলার প্রথমার্ধে একটি অপ্রিতিকর ঘটনাকে কেন্দ্র করে রেফারী পেনাল্টি দিলে ২৮ মিনিটের মাথায় মোহামেডানের মালির ফুটবলার সৌলিমেন দিয়াবেত গোলটি করেন। উজবেকিস্তানের ফুটবলার মুজাফ্ফারিজন মুজাফ্ফারো ৫০ মিনিটে গোল করলে তারা ২-০ গোলে এগিয়ে যায়। পরবর্ততে নাইজেরিয়ান ফুটবলার চুকুমিকা ইমামুল সানডে ৬০ ও ৬৬ মিনিটে গোল করলে ৪-০ গোলে এগিয়ে যায়। পরখনেই মালির ফুটবলার সৌলিমেন দিয়াবেত ৬৮ মিনিটে আরো ১টি গোল করলে ৫-০ গোলে এগিয়ে থাকে। এদিকে ব্রার্দাসের আকমল হোসেন নয়ন খেলার শের্ষ মুহুর্তের ৭৮মিনিটে ১টি গোল পরিশোধ করলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে জয়লাভ করে । বিজয়ী দলের চুকুমিকা ইমামুল সানডে ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে ক্রেষ্ট তুলে দেন র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্ণেল মুনীব ফেরদৌস এসজিপি পিএসসি। এ সময় রাজশাহী ফুটবল এসাসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী, ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য মেরাজুল ইসলাম,ম্যাচ কমিশনার কে এম মোসাদ্দেকুল কুদ্দূস সিদ্দিকী সেলিম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) রাসেল জামান । উপস্থিত ছিলেন।