২য় উম্মুক্ত গোজু রিউ ই কাতা প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম রানার আপ
নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর, ২০২৪, 4:47 PM
২য় উম্মুক্ত গোজু রিউ ই কাতা প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম রানার আপ
প্রতিযোগিতার তারিখ : ০৯/১০/২০২৪ খ্রিস্টাব্দ ০৫(পাঁচ) দিনব্যাপী রাজশাহী শিক্ষা বোর্ডের টিমের পদকপ্রাপ্ত খেলোয়াড়দের নামের তালিকা ০১। শেখ মাহমুুদুন নবী তুষার- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০২। মো. ফরিদ হোসেন- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৩। মো. রুবেল খান- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৪। মোসা. ফাতেমা- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৫। মোসা. সোমা খাতুন- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৬। নুর মোহাম্মদ সাদ- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৭। অনিরুদ্ধ ঘোষ অনি- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৮। মো. জীবন রানা- রৌপ্য পদক (খেলোয়াড়), ০৯। মো. পারভেজ হোসেন- তাম্র পদক (খেলোয়াড়), ১০। অরিদম ঘোষ রূদ্ধ- তাম্র পদক (খেলোয়াড়), ১১। তন্ময় ঘোষ সুজন- সহকারী কোচ, ১২। শেখ মাহমুুদুন নবী তুষার- কোচ।
০৯/১০/২০২৪ তারিখে অনুষ্ঠিত ২য় গোজু রিউ ই কাতা প্রতিযোগিতায় ২০(বিশ)টি দেশ অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম অংশগ্রহণ করে সাফল্যের সাথে ০৭(সাত)টি স্বর্ণ, ০১(এক)টি রৌপ্য ও ০২(দুই)টি তাম্র পদক অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। যা আন্তর্জাতিক মহলে রাজশাহী শিক্ষা বোর্ডের নাম স্বর্ণ অক্ষরে স্মরণীয়। আমরা কৃতজ্ঞতা জানাই আয়োজক কমিটিকে এবং বাংলাদেশের আয়োজক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নুরু উদ্দীন চৌধুরী রানা ভাইকে। উক্ত খেলার রানার আপ ট্রফি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম ও সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীরসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণের হাতে বিজয় ট্রফি তুলে দেন ক্রীড়া অফিসার জনাব মো. ওয়ালিদ হোসেন, সহকারী ক্রীড়া অফিসার জনাব মো. হাসান আলী, কোচ শেখ মাহমুদুন নবী তুষার ও তন্ময় ঘোষ সুজনসহ খেলোয়াড়বৃন্দ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক জনাব মো, এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক, সিনিয়র সিষ্টেম এনালিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) জনাব মো. মুঞ্জুর রহমান খান, উপ-সচিব (ভান্ডার) মোহা. দুরুল হোদা, উপ-কলেজ পদির্শক জনাব লিটন সরকার, উপ-বিদ্যালয় পরিদর্শক জনাব মো. ফরিদ হাসান, রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক জনাব মো. মাহাবুব আলী।
নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর, ২০২৪, 4:47 PM
প্রতিযোগিতার তারিখ : ০৯/১০/২০২৪ খ্রিস্টাব্দ ০৫(পাঁচ) দিনব্যাপী রাজশাহী শিক্ষা বোর্ডের টিমের পদকপ্রাপ্ত খেলোয়াড়দের নামের তালিকা ০১। শেখ মাহমুুদুন নবী তুষার- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০২। মো. ফরিদ হোসেন- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৩। মো. রুবেল খান- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৪। মোসা. ফাতেমা- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৫। মোসা. সোমা খাতুন- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৬। নুর মোহাম্মদ সাদ- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৭। অনিরুদ্ধ ঘোষ অনি- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৮। মো. জীবন রানা- রৌপ্য পদক (খেলোয়াড়), ০৯। মো. পারভেজ হোসেন- তাম্র পদক (খেলোয়াড়), ১০। অরিদম ঘোষ রূদ্ধ- তাম্র পদক (খেলোয়াড়), ১১। তন্ময় ঘোষ সুজন- সহকারী কোচ, ১২। শেখ মাহমুুদুন নবী তুষার- কোচ।
০৯/১০/২০২৪ তারিখে অনুষ্ঠিত ২য় গোজু রিউ ই কাতা প্রতিযোগিতায় ২০(বিশ)টি দেশ অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম অংশগ্রহণ করে সাফল্যের সাথে ০৭(সাত)টি স্বর্ণ, ০১(এক)টি রৌপ্য ও ০২(দুই)টি তাম্র পদক অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। যা আন্তর্জাতিক মহলে রাজশাহী শিক্ষা বোর্ডের নাম স্বর্ণ অক্ষরে স্মরণীয়। আমরা কৃতজ্ঞতা জানাই আয়োজক কমিটিকে এবং বাংলাদেশের আয়োজক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নুরু উদ্দীন চৌধুরী রানা ভাইকে। উক্ত খেলার রানার আপ ট্রফি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম ও সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীরসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণের হাতে বিজয় ট্রফি তুলে দেন ক্রীড়া অফিসার জনাব মো. ওয়ালিদ হোসেন, সহকারী ক্রীড়া অফিসার জনাব মো. হাসান আলী, কোচ শেখ মাহমুদুন নবী তুষার ও তন্ময় ঘোষ সুজনসহ খেলোয়াড়বৃন্দ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক জনাব মো, এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক, সিনিয়র সিষ্টেম এনালিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) জনাব মো. মুঞ্জুর রহমান খান, উপ-সচিব (ভান্ডার) মোহা. দুরুল হোদা, উপ-কলেজ পদির্শক জনাব লিটন সরকার, উপ-বিদ্যালয় পরিদর্শক জনাব মো. ফরিদ হাসান, রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক জনাব মো. মাহাবুব আলী।