বিপিএলের ভেণু রাজশাহীতে হতে পারে

রাজশাহী প্রতিনিধি :
১৩ অক্টোবর, ২০২৫, 7:27 PM

বিপিএলের ভেণু রাজশাহীতে হতে পারে
বিপিএলের ভেণ্যু রাজশাহীতে হতে পারে। এনসিএলের পর এবার উত্তরের জেলা রাজশাহীতে বিপিএল করতে ইচ্ছা পোষন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গত রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন বিসিবির ৩ শীর্ষ কর্মকর্তা।পওে তারা জানান বিপিএল বা অন্য কোন বড় ধরনের টুর্নামেন্ট পরিচালনা করতে প্রায় ৭০ভাগ ক্ষমতা আছে। আগামী একমাসে বাকী কাজ স্থায়ী ও অস্থায়ীভাবে করার পরিকল্পনাও রয়েছে বিবিসির।
সম্প্রতি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমাজিং দলের মধ্যকার ক্রিকেট সিরিজে দর্শকদেও উপচেপড়া ভিড় যা ছড়িয়ে পড়ে দেশে। এতে রাজশাহীতে বিপিএল করার পুরোনো আলোচনা আবারো ত্বরান্তিত হয়। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া,বিসিবি সভপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এসে মনোমুগ্ধকর পিচ,ইউটফিল্ড দেখে বিপিএল আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।
এরপর বিসিবি পরিচলনা পর্ষদেও নির্বাচন শেষে নতুন কমিটি উত্তরের এই জেলাটিদে বিপিএল আয়োজন করার অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট হন। তারই থারাবাহিকতায় রোববার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ সুযোগ সুবিধা পরিদর্শন করেন বিসিবির শীর্ষ তিন কর্মকর্তা ।
বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়াল তামিম, পরিচালক অডিট মোখলেসুর রহমান শামীম ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পরিচালক খালেদ মাসুদ পাইলট।
এদিন সকালে কর্মকর্তাগন স্টেডিয়াম ঘুওে দেখেন। তারা ১২০ জনের ধারণ সম্পন্ন ক্ষমতা প্রেস গ্যালারী, ধারা ভাষ্যকর বক্স, স্টুডিও, স্কোর রুম, দুটি রেডিও রুম, ডাউন লিংক রুম, ব্রডকাষ্ট পিসিআর রুম , ব্রডকাস্ট ও প্রেস ডাইনিং ও জায়ান্ট স্্িরকন স্থাপন করা প্রয়োজন বলে জানান। এছাড়াও ২০টি মোবাইল টয়লেটসহ গ্যালারীর টয়লেট সংস্কার, স্টেডিয়াম সার্কুলার রোডের উন্নয়ন ও পুরো স্টেডিয়ামে রং করার প্রয়োজনের কথাও উল্লেখ করেন। খেলোয়াড়দেও ড্রেসিং রুম স্থান্তান্তরিত কওে প্যাভিলিয়নের নিচ তলায় এবং ফ্লাডলাইট সংস্কার করারও সিদ্ধান্ত গ্রহন করেন তারা।
আমরা আমাদের প্রতিবেদন জমা দিবার পর আগামী সমন্বয় সভায় তা আলোচনায় আসবে। এতে ইতবাচক সাড়া পাওয়া গেলে সংস্কার ব্যয় ও কাজের সময়সুচি গ্রহন করবে জাতীয় ক্রীড়া পরিষদ। মাঠ পরিদর্শন শেষে খেলোয়াড়সহ সংশ্লিষ্টদেও থাকার জায়গা, অনুশিলনের মাঠসহ আনুষাঙ্গিক সুবিধা দেখেন বিসিবি কর্মকর্তাগন।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বিপিএলসহ আর্ন্জাতিক টুর্নামেন্ট করতে এর আগে অন্তত ৯বার আনুষ্ঠানিক পরিদর্শন করেছে বিসিবি। সে সব পরিকল্পনা আর প্রতিবেদন সামনে না এসে ফ্রিজ হয়ে যাবার কারনে আর বাস্তবায়ন হয়নি।
রাজশাহী প্রতিনিধি :
১৩ অক্টোবর, ২০২৫, 7:27 PM

বিপিএলের ভেণ্যু রাজশাহীতে হতে পারে। এনসিএলের পর এবার উত্তরের জেলা রাজশাহীতে বিপিএল করতে ইচ্ছা পোষন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গত রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন বিসিবির ৩ শীর্ষ কর্মকর্তা।পওে তারা জানান বিপিএল বা অন্য কোন বড় ধরনের টুর্নামেন্ট পরিচালনা করতে প্রায় ৭০ভাগ ক্ষমতা আছে। আগামী একমাসে বাকী কাজ স্থায়ী ও অস্থায়ীভাবে করার পরিকল্পনাও রয়েছে বিবিসির।
সম্প্রতি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমাজিং দলের মধ্যকার ক্রিকেট সিরিজে দর্শকদেও উপচেপড়া ভিড় যা ছড়িয়ে পড়ে দেশে। এতে রাজশাহীতে বিপিএল করার পুরোনো আলোচনা আবারো ত্বরান্তিত হয়। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া,বিসিবি সভপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এসে মনোমুগ্ধকর পিচ,ইউটফিল্ড দেখে বিপিএল আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।
এরপর বিসিবি পরিচলনা পর্ষদেও নির্বাচন শেষে নতুন কমিটি উত্তরের এই জেলাটিদে বিপিএল আয়োজন করার অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট হন। তারই থারাবাহিকতায় রোববার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ সুযোগ সুবিধা পরিদর্শন করেন বিসিবির শীর্ষ তিন কর্মকর্তা ।
বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়াল তামিম, পরিচালক অডিট মোখলেসুর রহমান শামীম ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পরিচালক খালেদ মাসুদ পাইলট।
এদিন সকালে কর্মকর্তাগন স্টেডিয়াম ঘুওে দেখেন। তারা ১২০ জনের ধারণ সম্পন্ন ক্ষমতা প্রেস গ্যালারী, ধারা ভাষ্যকর বক্স, স্টুডিও, স্কোর রুম, দুটি রেডিও রুম, ডাউন লিংক রুম, ব্রডকাষ্ট পিসিআর রুম , ব্রডকাস্ট ও প্রেস ডাইনিং ও জায়ান্ট স্্িরকন স্থাপন করা প্রয়োজন বলে জানান। এছাড়াও ২০টি মোবাইল টয়লেটসহ গ্যালারীর টয়লেট সংস্কার, স্টেডিয়াম সার্কুলার রোডের উন্নয়ন ও পুরো স্টেডিয়ামে রং করার প্রয়োজনের কথাও উল্লেখ করেন। খেলোয়াড়দেও ড্রেসিং রুম স্থান্তান্তরিত কওে প্যাভিলিয়নের নিচ তলায় এবং ফ্লাডলাইট সংস্কার করারও সিদ্ধান্ত গ্রহন করেন তারা।
আমরা আমাদের প্রতিবেদন জমা দিবার পর আগামী সমন্বয় সভায় তা আলোচনায় আসবে। এতে ইতবাচক সাড়া পাওয়া গেলে সংস্কার ব্যয় ও কাজের সময়সুচি গ্রহন করবে জাতীয় ক্রীড়া পরিষদ। মাঠ পরিদর্শন শেষে খেলোয়াড়সহ সংশ্লিষ্টদেও থাকার জায়গা, অনুশিলনের মাঠসহ আনুষাঙ্গিক সুবিধা দেখেন বিসিবি কর্মকর্তাগন।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বিপিএলসহ আর্ন্জাতিক টুর্নামেন্ট করতে এর আগে অন্তত ৯বার আনুষ্ঠানিক পরিদর্শন করেছে বিসিবি। সে সব পরিকল্পনা আর প্রতিবেদন সামনে না এসে ফ্রিজ হয়ে যাবার কারনে আর বাস্তবায়ন হয়নি।