ঢাকা ০৯ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
নেত্রকোনায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান আওয়ামী লীগ নেতার স্ত্রী সহ ৩ সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা সাংবাদিককে আইনজীবীর হুমকি, ভূমিদস্যু-জালিয়াত চক্রের দৌরাত্ম্য শেষ কোথায় ? ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন শিবপুরে স্টার সিএনজি স্টেশনের নামে মিথ্যা অপপ্রচার এবং চাঁদা দাবি আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের সীমান্ত থেকে গাঁজা এনে রাজশাহীতে সরবরাহ: ‘বিবিজান’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

২০২৬ ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করলো ফিফা

#
news image

২০২৬ বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ম্যাচ বল আজ সকলের সামনে উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। তিনটি সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ঐক্যকে একত্রিত করে উচ্চ প্রযুক্তির পরিমার্জন ও নকশা এতে সমন্বিত করা হয়েছে। 

বলটির নাম দেয়া হয়েছে ‘ট্রাইওন্ডা।’ ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের অফিসিয়াল বল সরবরাহকারী জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাস আরো একবার এই বল নকশা করার সুযোগ পেয়েছে। 

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো নিউ ইয়র্কে আগামী বছরের বিশ্বকাপ ফুটবলের বল উন্মোচন অনুষ্ঠানে বলেছেন, ‘ট্রাইওন্ডাকে সবার সামনে উপস্থাপন করতে পেরে আমি দারুন আনন্দিত ও গর্বিত।’

প্রথমবারের মত তিন দেশে যৌথভাবে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। বর্ধিত কলেবরের এই বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নিবে। 

ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ‘ট্রাই’ ও ‘ওন্ডা’। ‘ট্রাই’ অর্থ তিন আর ওন্ডা মানে ঢেউ। বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো- এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আধুনিক প্রযুক্তি।

বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও আছে। যুক্তরাষ্ট্রের জন্য তারা, কানাডার জন্য ম্যাপল পাতা এবং মেক্সিকোর জন্য ঈগল। বলের ওপর এসব প্রতীক গ্রাফিকস আকারে খোদাই করা হয়েছে। বলটিতে সোনালি রঙের ছোঁয়াও আছে। এর মাধ্যমে বিশ্বকাপ ট্রফির প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে এবং মনে করিয়ে দেওয়া হয়েছে, এই বল ফুটবলের সর্ববৃহৎ মঞ্চের জন্য তৈরী।

সবচেয়ে বড় নতুনত্ব হলো এডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি। বলের ভেতরে একপাশে থাকা ৫০০ হার্জ সেন্সর ভিএআর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল-টাইম তথ্য দেবে। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড ধরা যাবে। এ ছাড়া হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজেই চিহ্নিত করা যাবে।

নিজস্ব প্রতিবেদক :

০৩ অক্টোবর, ২০২৫,  8:13 PM

news image

২০২৬ বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ম্যাচ বল আজ সকলের সামনে উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। তিনটি সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ঐক্যকে একত্রিত করে উচ্চ প্রযুক্তির পরিমার্জন ও নকশা এতে সমন্বিত করা হয়েছে। 

বলটির নাম দেয়া হয়েছে ‘ট্রাইওন্ডা।’ ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের অফিসিয়াল বল সরবরাহকারী জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাস আরো একবার এই বল নকশা করার সুযোগ পেয়েছে। 

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো নিউ ইয়র্কে আগামী বছরের বিশ্বকাপ ফুটবলের বল উন্মোচন অনুষ্ঠানে বলেছেন, ‘ট্রাইওন্ডাকে সবার সামনে উপস্থাপন করতে পেরে আমি দারুন আনন্দিত ও গর্বিত।’

প্রথমবারের মত তিন দেশে যৌথভাবে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। বর্ধিত কলেবরের এই বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নিবে। 

ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ‘ট্রাই’ ও ‘ওন্ডা’। ‘ট্রাই’ অর্থ তিন আর ওন্ডা মানে ঢেউ। বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো- এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আধুনিক প্রযুক্তি।

বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও আছে। যুক্তরাষ্ট্রের জন্য তারা, কানাডার জন্য ম্যাপল পাতা এবং মেক্সিকোর জন্য ঈগল। বলের ওপর এসব প্রতীক গ্রাফিকস আকারে খোদাই করা হয়েছে। বলটিতে সোনালি রঙের ছোঁয়াও আছে। এর মাধ্যমে বিশ্বকাপ ট্রফির প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে এবং মনে করিয়ে দেওয়া হয়েছে, এই বল ফুটবলের সর্ববৃহৎ মঞ্চের জন্য তৈরী।

সবচেয়ে বড় নতুনত্ব হলো এডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি। বলের ভেতরে একপাশে থাকা ৫০০ হার্জ সেন্সর ভিএআর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল-টাইম তথ্য দেবে। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড ধরা যাবে। এ ছাড়া হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজেই চিহ্নিত করা যাবে।