জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার ফল পাইনুমা মারমার হ্যাট্রিক ফাইনালে রাজশাহী রাঙ্গামাটি
জেলা প্রতিনিধি
১০ জুন, ২০২৪, 11:36 PM
জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার ফল পাইনুমা মারমার হ্যাট্রিক ফাইনালে রাজশাহী রাঙ্গামাটি
জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল
প্রতিযোগিতার ফল
পাইনুমা মারমার হ্যাট্রিক ফাইনালে রাজশাহী রাঙ্গামাটি
১০ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে
অনুষ্টিত জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার দুটি
সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার (১০জুন) সকালে
অনুষ্টিত সেমিফাইনাল খেলায় পাইনুমা মারমার হ্যাট্রিকের সুবাদে
সফররত রাঙ্গামাটি জেলা ৪-২ গোলে দিনাজপুর জেলাকে হারিয়ে
ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে পাইনুমা মারমা একাই ৪টি গোল করে।
বিজিত দলের পক্ষে শিউলি ও বর্না ১টি করে গোল করে। দিনের অন্য খেলায়
স্বাগতিক রাজশাহী জেলা ৪-০ গোলে সফররত মাগুরা জেলাকে হারিয়ে
ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে মিরা, জোতি, তিথি ও বর্ষা ১টি করে
গোল করে। আজ ফাইনালে সফররত রাঙ্গামাটি জেলা ও স্বাগতিক রাজশাহী
জেলা অংশ নেবে। রেফারীর দায়িত্ব পালন করেন সোহানা খাতুন ও আলেয়া।
তাদের সহযোগিতা করেন শাহীন, শ্রাবন্তী, উর্মি বর্মন, মাহফুজা
রাহাত ও আখিমুনি। ছবি ধারন করেন বাফুফের এএইচ আওয়াল
হোসেন।
শেখ রাসেল দ্বিতীয় বিভাগ
ক্রিকেট টুর্নামেন্টের ফল
১০ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া
কমপ্লেক্স মাঠে অনুষ্টিত শেখ রাসেল ২য় বিভাগ উন্মুক্ত ক্রিকেট
টুর্নামেন্টে গতকাল সোমবার (১০জুন) দুটি খেলা অনুষ্টিত
হয়েছে। প্রথম খেলায় নওদাপাড়া ২৬ রানে হারায় মেট্রো ক্লাবকে।
টস জয়ী নওদাপাড়া ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬
উইকেটে হারিয়ে তোলে ১৮০ রান। দলের পক্ষে সর্বোচ্চ গালিব ৪৩,
মাসরাফি ২৭ ও রকি ২৫ রান করেন। বিপক্ষে সোহাগ ১৯ রানে ৩টি
উইকেট নেন। জবাবে মেট্রো ব্যাট করতে নেমে নির্ধারিত ২০
ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৫৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ
তাসফান ৩৭, ফয়সাল ৩৩ ও আয়েন ৩২ রান করেন। বিপক্ষে সাব্বির ১৯
রানে ৩টি উইকেট নেন। দিনের অন্য খেলায় নর্থবেঙ্গল ৬৪ রানে
হারায় রাজশাহী ক্রিকেট ক্লাবকে। টসে জিতে নর্থবেঙ্গল ব্যাট
করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইেেকট হারিয়ে তোলে ১৩৬
রান। দলের পক্ষে সর্বোচ্চ মনির ৩৮ ও সবুজ ৩১ রান করে। বিপক্ষে ওনকার
১১ রানে ৩টি, রাজন ৩৫ ও নাফিস ৩১ রানে ২টি করে উইকেট নেন।
জবাবে রাজশাহী ক্রিকেট ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯
উইেেকট হারিয়ে তোলে ১১৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ সিয়াম ২৯
ও জুবায়ের ২৬ রান করে। বিপক্ষে জুনায়ের ১৭, তাসনিম ৩৬ ও সান্ত
১৬ রানে ২টি করে উইকেটে েেনন।
জেলা প্রতিনিধি
১০ জুন, ২০২৪, 11:36 PM
জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল
প্রতিযোগিতার ফল
পাইনুমা মারমার হ্যাট্রিক ফাইনালে রাজশাহী রাঙ্গামাটি
১০ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে
অনুষ্টিত জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার দুটি
সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার (১০জুন) সকালে
অনুষ্টিত সেমিফাইনাল খেলায় পাইনুমা মারমার হ্যাট্রিকের সুবাদে
সফররত রাঙ্গামাটি জেলা ৪-২ গোলে দিনাজপুর জেলাকে হারিয়ে
ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে পাইনুমা মারমা একাই ৪টি গোল করে।
বিজিত দলের পক্ষে শিউলি ও বর্না ১টি করে গোল করে। দিনের অন্য খেলায়
স্বাগতিক রাজশাহী জেলা ৪-০ গোলে সফররত মাগুরা জেলাকে হারিয়ে
ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে মিরা, জোতি, তিথি ও বর্ষা ১টি করে
গোল করে। আজ ফাইনালে সফররত রাঙ্গামাটি জেলা ও স্বাগতিক রাজশাহী
জেলা অংশ নেবে। রেফারীর দায়িত্ব পালন করেন সোহানা খাতুন ও আলেয়া।
তাদের সহযোগিতা করেন শাহীন, শ্রাবন্তী, উর্মি বর্মন, মাহফুজা
রাহাত ও আখিমুনি। ছবি ধারন করেন বাফুফের এএইচ আওয়াল
হোসেন।
শেখ রাসেল দ্বিতীয় বিভাগ
ক্রিকেট টুর্নামেন্টের ফল
১০ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া
কমপ্লেক্স মাঠে অনুষ্টিত শেখ রাসেল ২য় বিভাগ উন্মুক্ত ক্রিকেট
টুর্নামেন্টে গতকাল সোমবার (১০জুন) দুটি খেলা অনুষ্টিত
হয়েছে। প্রথম খেলায় নওদাপাড়া ২৬ রানে হারায় মেট্রো ক্লাবকে।
টস জয়ী নওদাপাড়া ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬
উইকেটে হারিয়ে তোলে ১৮০ রান। দলের পক্ষে সর্বোচ্চ গালিব ৪৩,
মাসরাফি ২৭ ও রকি ২৫ রান করেন। বিপক্ষে সোহাগ ১৯ রানে ৩টি
উইকেট নেন। জবাবে মেট্রো ব্যাট করতে নেমে নির্ধারিত ২০
ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৫৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ
তাসফান ৩৭, ফয়সাল ৩৩ ও আয়েন ৩২ রান করেন। বিপক্ষে সাব্বির ১৯
রানে ৩টি উইকেট নেন। দিনের অন্য খেলায় নর্থবেঙ্গল ৬৪ রানে
হারায় রাজশাহী ক্রিকেট ক্লাবকে। টসে জিতে নর্থবেঙ্গল ব্যাট
করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইেেকট হারিয়ে তোলে ১৩৬
রান। দলের পক্ষে সর্বোচ্চ মনির ৩৮ ও সবুজ ৩১ রান করে। বিপক্ষে ওনকার
১১ রানে ৩টি, রাজন ৩৫ ও নাফিস ৩১ রানে ২টি করে উইকেট নেন।
জবাবে রাজশাহী ক্রিকেট ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯
উইেেকট হারিয়ে তোলে ১১৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ সিয়াম ২৯
ও জুবায়ের ২৬ রান করে। বিপক্ষে জুনায়ের ১৭, তাসনিম ৩৬ ও সান্ত
১৬ রানে ২টি করে উইকেটে েেনন।