শেখ রাসেল দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
![logo](https://dailypollibangla.com/assets/frontend/images/logo/logo.png)
জেলা প্রতিনিধি
০২ জুন, ২০২৪, 11:40 PM
![news image](https://dailypollibangla.com/images/news/1717350035.jpg)
শেখ রাসেল দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
শেখ রাসেল দ্বিতীয় বিভাগ
ক্রিকেট টুর্নামেন্ট শুরু
০২ জুন-২৪,রাাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার
ব্যবস্থাপনায় শেখ রাসেল দ্বিতীয় বিভাগ উন্মুক্ত ক্রিকেট
টুর্নামেন্ট বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে।
গতকাল রোববার (২জুন) উদ্বোধনী দিনে আপ্যায়ন স্পোর্টস ৪
উইকেটে হারায় মোহনপুর ক্রিকেট একাডেমীকে । টস জয়ী
মোহনপুর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে
সংগ্রহ করে ১১৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ রানা ৩৬ রান করেন।
বিপক্ষে ইসরাফিল ৩০রানে ৩টি ও মুক্তাদির ১৬ রানে ২টি উইকেট
নেন। জবাবে আপ্যায়ন ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৬ উইকেট
হারিয়ে সংগ্রহ করে ১১৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ বাপ্পি ৪৪ রান
করেন। বিপক্ষে সাগর ২৬ রানে ২টি উইকেট নেন।
দিনের অন্য খেলায় ইয়াং পেগাসাস ১০ উইকেটে হারায়
রাজশাহী স্ম্যাসারকে। টসে হেরে রাজশাহী স্ম্যাসার ব্যাট করতে
নেমে ১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫০ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ইরান ১০ রান করেন। বিপক্ষে সিয়াম ১৮ রানে
৫টি উইকেট নেন। জবাবে ইয়াং পেগাসাস ব্যাট করতে নেমে ৪.৫
ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করে ৫২ রান। দলের পক্ষে
সর্বোচ্চ মাহিন ২৯ রান করেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয়
ক্রিকেটার ও বিভাগীয় কোচ শাহনেওয়াজ শহীদ শানু। এ সময়
টুর্নামেন্টে সভাপতি মোঃ ফারুক উদ্দিন, হকি সম্পাদক মোঃ
তৌফিকুর রহমান রতনসহ অন্য
জেলা প্রতিনিধি
০২ জুন, ২০২৪, 11:40 PM
![news image](https://dailypollibangla.com/images/news/1717350035.jpg)
শেখ রাসেল দ্বিতীয় বিভাগ
ক্রিকেট টুর্নামেন্ট শুরু
০২ জুন-২৪,রাাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার
ব্যবস্থাপনায় শেখ রাসেল দ্বিতীয় বিভাগ উন্মুক্ত ক্রিকেট
টুর্নামেন্ট বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে।
গতকাল রোববার (২জুন) উদ্বোধনী দিনে আপ্যায়ন স্পোর্টস ৪
উইকেটে হারায় মোহনপুর ক্রিকেট একাডেমীকে । টস জয়ী
মোহনপুর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে
সংগ্রহ করে ১১৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ রানা ৩৬ রান করেন।
বিপক্ষে ইসরাফিল ৩০রানে ৩টি ও মুক্তাদির ১৬ রানে ২টি উইকেট
নেন। জবাবে আপ্যায়ন ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৬ উইকেট
হারিয়ে সংগ্রহ করে ১১৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ বাপ্পি ৪৪ রান
করেন। বিপক্ষে সাগর ২৬ রানে ২টি উইকেট নেন।
দিনের অন্য খেলায় ইয়াং পেগাসাস ১০ উইকেটে হারায়
রাজশাহী স্ম্যাসারকে। টসে হেরে রাজশাহী স্ম্যাসার ব্যাট করতে
নেমে ১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫০ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ইরান ১০ রান করেন। বিপক্ষে সিয়াম ১৮ রানে
৫টি উইকেট নেন। জবাবে ইয়াং পেগাসাস ব্যাট করতে নেমে ৪.৫
ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করে ৫২ রান। দলের পক্ষে
সর্বোচ্চ মাহিন ২৯ রান করেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয়
ক্রিকেটার ও বিভাগীয় কোচ শাহনেওয়াজ শহীদ শানু। এ সময়
টুর্নামেন্টে সভাপতি মোঃ ফারুক উদ্দিন, হকি সম্পাদক মোঃ
তৌফিকুর রহমান রতনসহ অন্য