ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ফল শেখ জামালের জয়

#
news image

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ফল
শেখ জামালের জয়
২৬ জানুয়ারী-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ    প্রিমিয়ার ফুটবল লীগের তৃতীয় রাউন্ডের খেলায হোম ভেন্যুর দল ব্রাদার্স ইউনিয়ন লিঃ  ০-২ গোলে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ এর কাছে হেরে ৫ খেলায় সঞ্চয়কৃত ২ পয়েন্টে নিয়েই ঘরে ফিরতে হয়েছে। আর এদিকে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ ২-০ গোলে জয় পেয়ে ৫ খেলায় ৬ পয়েন্ট সঞ্চয় করে ঘরে ফিরে যেতে হয়েছে। গতকাল শুক্রবার(২৬ জানুয়ারী) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত  খেলায় প্রথমার্ধে  গোল শুন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আক্রমন ভিত্তিতে শেখ জামাল খেলতে শুরু করে ফলে খেলার শেসের দিকের ৭৩ মিনিটে ও ৯০+২ পয়েন্টের মাথায় দলীয় খেলোয়াড় সাজ্জাদ হোসেন জয়সুচক দুটি গোল দিয়ে খেলায় জয়লাভ নিশ্চিত করে রেফারীর শেষ বাশিঁ বাজার সাথে সাথেই মাঠ ত্যাগ করে। শেখ জামালের সাজ্জাদ হোসেন ম্যাচ সেরা মনোনীত হলে  তার হাতে ক্রেস্ট তুলে দেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাহবুব  আলম , এ সময় জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেল, নির্বাহী সদস্য মোঃ মুকিদুজ্জামান জুরাতসহ অন্য অতিথিবৃন্দরা।

 

রাজশাহী জেলা

২৬ জানুয়ারি, ২০২৪,  7:06 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ফল
শেখ জামালের জয়
২৬ জানুয়ারী-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ    প্রিমিয়ার ফুটবল লীগের তৃতীয় রাউন্ডের খেলায হোম ভেন্যুর দল ব্রাদার্স ইউনিয়ন লিঃ  ০-২ গোলে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ এর কাছে হেরে ৫ খেলায় সঞ্চয়কৃত ২ পয়েন্টে নিয়েই ঘরে ফিরতে হয়েছে। আর এদিকে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ ২-০ গোলে জয় পেয়ে ৫ খেলায় ৬ পয়েন্ট সঞ্চয় করে ঘরে ফিরে যেতে হয়েছে। গতকাল শুক্রবার(২৬ জানুয়ারী) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত  খেলায় প্রথমার্ধে  গোল শুন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আক্রমন ভিত্তিতে শেখ জামাল খেলতে শুরু করে ফলে খেলার শেসের দিকের ৭৩ মিনিটে ও ৯০+২ পয়েন্টের মাথায় দলীয় খেলোয়াড় সাজ্জাদ হোসেন জয়সুচক দুটি গোল দিয়ে খেলায় জয়লাভ নিশ্চিত করে রেফারীর শেষ বাশিঁ বাজার সাথে সাথেই মাঠ ত্যাগ করে। শেখ জামালের সাজ্জাদ হোসেন ম্যাচ সেরা মনোনীত হলে  তার হাতে ক্রেস্ট তুলে দেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাহবুব  আলম , এ সময় জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেল, নির্বাহী সদস্য মোঃ মুকিদুজ্জামান জুরাতসহ অন্য অতিথিবৃন্দরা।