এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব দাবা ও বাস্কেটবল প্রতিযোগিতা
![logo](https://dailypollibangla.com/assets/frontend/images/logo/logo.png)
রাজশাহী থেকে বাবুল ঃ
০২ ফেব্রুয়ারি, ২০২৫, 7:05 AM
![news image](https://dailypollibangla.com/images/news/1738458335.jpg)
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব দাবা ও বাস্কেটবল প্রতিযোগিতা
এসো দেশ বদলাই প্রথিবী বদলাই তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসন,জেলা ক্রীড়া অফিস ও রাহশাহী জেলা ক্রীড়া সংস্থার ত্রীপক্ষীয় উদ্বোগে দাবা ও বাস্কেটবল প্রতিযোগিতা গতকাল শনিবার(১ফ্রেুরুয়ারী) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের হল রুমে ও জিমনেসিয়ামে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে দাবায় আরিফুল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বাসেক্টবল বালিকা বিভাগে ঈগলেটস ক্লাব ২১-১২ পয়েন্টে উপশহর ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। দিনব্যাপী অনুষ্টিত দাবা ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। এর আগে তিনি বলেন খেলাধুলার বিকল্প নাই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মন ও শরীর ভালো থাকে । তাই এ প্রজন্মের তরুনদের নিয়মিত খেলাধুলা ও নিয়মিত প্রশিক্ষন গ্রহন করতে হবে। তবেই আমরা দেশ বদলিয়ে উন্নত জাতী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে মাথা উচু করে দাড়াতে পারবো । জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার। এ সময় সাবেক হকি সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, সাবেক দাবা সভাপতি শেখ মনিরুল ইসলাম আলমগীর, সাবেক দাবা সম্পাদক মোঃ কাওসার আলী ইতি, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মোঃ খায়রুল আলম ফরহাদসহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা শেষে বিজয়ীদেও হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার #ছবি আছে#
রাজশাহী থেকে বাবুল ঃ
০২ ফেব্রুয়ারি, ২০২৫, 7:05 AM
![news image](https://dailypollibangla.com/images/news/1738458335.jpg)
এসো দেশ বদলাই প্রথিবী বদলাই তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসন,জেলা ক্রীড়া অফিস ও রাহশাহী জেলা ক্রীড়া সংস্থার ত্রীপক্ষীয় উদ্বোগে দাবা ও বাস্কেটবল প্রতিযোগিতা গতকাল শনিবার(১ফ্রেুরুয়ারী) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের হল রুমে ও জিমনেসিয়ামে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে দাবায় আরিফুল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বাসেক্টবল বালিকা বিভাগে ঈগলেটস ক্লাব ২১-১২ পয়েন্টে উপশহর ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। দিনব্যাপী অনুষ্টিত দাবা ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। এর আগে তিনি বলেন খেলাধুলার বিকল্প নাই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মন ও শরীর ভালো থাকে । তাই এ প্রজন্মের তরুনদের নিয়মিত খেলাধুলা ও নিয়মিত প্রশিক্ষন গ্রহন করতে হবে। তবেই আমরা দেশ বদলিয়ে উন্নত জাতী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে মাথা উচু করে দাড়াতে পারবো । জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার। এ সময় সাবেক হকি সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, সাবেক দাবা সভাপতি শেখ মনিরুল ইসলাম আলমগীর, সাবেক দাবা সম্পাদক মোঃ কাওসার আলী ইতি, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মোঃ খায়রুল আলম ফরহাদসহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা শেষে বিজয়ীদেও হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার #ছবি আছে#