ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযান: ইলিশ নিধন বন্ধে ইঁদুর-বিড়াল খেলা ফটিকছড়িতে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাজীপুর-১ আসনে চমক ইশরাক আহমেদ সিদ্দিকী কোনবাড়িতে ছাত্রদলের উদ্যোগে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ  বানারীপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে একই ঘটনাকে থানা ও  আদালতে ভিন্ন ভিন্ন রূপে মামলা দায়ের সদরপুরে মমিন হোটেলকে দুই লাখ টাকা জরিমানা বর্তমানে কোন কোন দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদ আওয়াামী লীগের কর্মকান্ডের সাথে মিলে যাচ্ছে-কেন্দ্রীয় শিবির সভাপতি উন্নত জাতের ছাগল পালন করে সফল খামারি দুলাল খান কুষ্টিয়ায় জুলাই যোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি : মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুর্গার পর এবার শ্যামা পূজা, ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পী ও আয়োজকদের

টঙ্গীতে জুবায়ের গ্রুপের মহাসড়ক অবরোধ ও হামলায় সাদ অনুসারী ৪ মুসল্লি আহত

#
news image

টঙ্গীতে জুবায়ের গ্রুপের মহাসড়ক অবরোধ ও
হামলায় সাদ অনুসারী ৪ মুসল্লি আহত
 
জ্যেষ্ঠ প্রতিনিধি ঃ
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় তাবলিগের মাওলানা জুবায়ের অনুসারীদের হামলায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ৪ জন মুসল্লি আহত হয়েছেন। 
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে টঙ্গী ইজতেমা ময়দান সংলগ্ন টঙ্গী-কামারপাড়া রোডের পুলিশবক্স এলাকায়। আহতরা হলেন- বশির আহমেদ (৫২), মাওলানা আতাউর রহমান (৫০) হাজী মনির উদ্দিন (৪২) ও রেজা আরিফ (৪৫)। আহতদের উত্তরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এদিকে ঘটনার পর মাওলানা জুবায়ের অনুসারি কয়েকশ উত্তেজিত মুসল্লি লাঠিসোটা নিয়ে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয়পাশ ও টঙ্গী-কামারপাড়া রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপযায়ে পুলিশ এসে জুবায়ের অনুসারীদের মহাসড়ক থেকে হটিয়ে দেয়।
 
মাওলানা সাদ কান্ধলভী অনুসারি বিশ্ব ইজতেমার সমন্বয়ক মো. সায়েম জানান, আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ৫ দিনের জোড় ইজতেমার বিষয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং শেষ করে দুপুরে বশির আহমেদ, মাওলানা আতাউর রহমান, হাজী মনির উদ্দিন ও রেজা আরিফসহ একটি প্রতিনিধিদল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের সঙ্গে (অপরাধ দক্ষিণ) দেখা করে কামারপাড়ার দিকে যাচ্ছিলেন। 
 
এসময় পুলিশবক্সের সামনের তাদের বহনকারী গাড়িতে (ঢাকা মেট্রো চ-১২-৩৬৯৯) হামলা করে জুবায়ের পন্থিরা। উত্তেজিত মুসল্লিরা তাদেরকে এলোপাথারি মারধর করে রক্তাক্ত জখম করে। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উত্তরা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মাওলানা জুবায়ের অনুসারী তাবলিগের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানাচ্ছি।
 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।প্রসঙ্গত, ২০২৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার নিয়ে তাবলিগের বিবাদমান দুই আয়োজক গ্রুপের মধ্যে বিরোধ এখনো নিস্পত্তি হয়নি। ইতোমধ্যে জুবায়েরপন্থিরা তাদের জোড় ইজতেমা সম্পন্ন করেছে। আগামী ২০ ডিসেম্বর সাদপন্থিদের জোড় ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। এই অবস্থায় জুবায়েরপন্থিরা ময়দান না ছাড়ায় সাদপন্থিরা ময়দানে আসতে পারছে না।

অনলাইন ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২৪,  7:17 PM

news image

টঙ্গীতে জুবায়ের গ্রুপের মহাসড়ক অবরোধ ও
হামলায় সাদ অনুসারী ৪ মুসল্লি আহত
 
জ্যেষ্ঠ প্রতিনিধি ঃ
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় তাবলিগের মাওলানা জুবায়ের অনুসারীদের হামলায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ৪ জন মুসল্লি আহত হয়েছেন। 
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে টঙ্গী ইজতেমা ময়দান সংলগ্ন টঙ্গী-কামারপাড়া রোডের পুলিশবক্স এলাকায়। আহতরা হলেন- বশির আহমেদ (৫২), মাওলানা আতাউর রহমান (৫০) হাজী মনির উদ্দিন (৪২) ও রেজা আরিফ (৪৫)। আহতদের উত্তরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এদিকে ঘটনার পর মাওলানা জুবায়ের অনুসারি কয়েকশ উত্তেজিত মুসল্লি লাঠিসোটা নিয়ে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয়পাশ ও টঙ্গী-কামারপাড়া রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপযায়ে পুলিশ এসে জুবায়ের অনুসারীদের মহাসড়ক থেকে হটিয়ে দেয়।
 
মাওলানা সাদ কান্ধলভী অনুসারি বিশ্ব ইজতেমার সমন্বয়ক মো. সায়েম জানান, আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ৫ দিনের জোড় ইজতেমার বিষয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং শেষ করে দুপুরে বশির আহমেদ, মাওলানা আতাউর রহমান, হাজী মনির উদ্দিন ও রেজা আরিফসহ একটি প্রতিনিধিদল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের সঙ্গে (অপরাধ দক্ষিণ) দেখা করে কামারপাড়ার দিকে যাচ্ছিলেন। 
 
এসময় পুলিশবক্সের সামনের তাদের বহনকারী গাড়িতে (ঢাকা মেট্রো চ-১২-৩৬৯৯) হামলা করে জুবায়ের পন্থিরা। উত্তেজিত মুসল্লিরা তাদেরকে এলোপাথারি মারধর করে রক্তাক্ত জখম করে। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উত্তরা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মাওলানা জুবায়ের অনুসারী তাবলিগের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানাচ্ছি।
 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।প্রসঙ্গত, ২০২৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার নিয়ে তাবলিগের বিবাদমান দুই আয়োজক গ্রুপের মধ্যে বিরোধ এখনো নিস্পত্তি হয়নি। ইতোমধ্যে জুবায়েরপন্থিরা তাদের জোড় ইজতেমা সম্পন্ন করেছে। আগামী ২০ ডিসেম্বর সাদপন্থিদের জোড় ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। এই অবস্থায় জুবায়েরপন্থিরা ময়দান না ছাড়ায় সাদপন্থিরা ময়দানে আসতে পারছে না।