রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি :
০৪ অক্টোবর, ২০২৫, 11:43 PM

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
গতকাল শনিবার(৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় উদ্বোধন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় ও রাজশাহী টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের সর্বমোট ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন ম্যানেজার অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ হতে ১৪ বালক ও ৭ বালিকা, ভারত হতে ৬ বালক ও ৪ বালিকা, দক্ষিণ কোরিয়া হতে ৪ বালক, আমেরিকা হতে ১ বালক, থাইল্যান্ড হতে ৫ বালক, জাপান হতে ১ বালক ও ১ বালিকা, চীন হতে ৪ বালিকা, মালদ্বীপ হতে ২ বালিকা, চাইনিজ তাইপে হতে ১ বালক, সিঙ্গাপুর হতে ১ বালক এবং হংকং হতে ১ জন করে বালক অংশগ্রহণ করছে। উল্লেখ্য যে ৪ অক্টোবর থেকে ৫ অক্টোবর পরজন্ত টুর্নামেন্টের কোয়ালিফাইং খেলা অনুষ্ঠিত হবে ও ৬ অক্টোবর থেকে বিরতিহীনভাবে মেইন ড্র’র খেলা অনুষ্ঠিত হবে।
বেলুন ফেষ্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। এর আগে তিনি বলেন এটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা আমাদের সাধ্য অনুযায়ী আন্তর্জাতিক মানের সব আযোজন করেছি। পদ্মা নদীর পাড়ে অবস্থিত রাজশাহী অত্যন্ত স্বাস্থকর নগরী আর পদ্মা নদীর পাড়েই আমাদের টেনিস কোর্ট।
এছাড়াও তিনি বলেন সবকিছু মিলিয়ে আন্তজার্তিকভাবে বহু বছর ধরে এই ভেণ্যুটি ব্যবহৃত হচ্ছে। এ বছরেও দেশী বিদেশী অনেক খেলোয়াড় এখানে এসেছেন। আমরা তাদের অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানাচ্ছি।
টুর্নামেন্ট পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক ও রাজস্ব) মোঃ মহিনুল হাসান, প্রাক্তন সাধারণ সম্পাদক আক্কাশ আলী, প্রাক্তন যুগ্ম-সম্পাদক মোঃ হাসিনুর রহমান টিংকু, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনসহ উর্দ্ধতন কমৃকর্তাগন উপস্থিত ছিলেন।
রাজশাহী প্রতিনিধি :
০৪ অক্টোবর, ২০২৫, 11:43 PM

রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
গতকাল শনিবার(৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় উদ্বোধন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় ও রাজশাহী টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের সর্বমোট ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন ম্যানেজার অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ হতে ১৪ বালক ও ৭ বালিকা, ভারত হতে ৬ বালক ও ৪ বালিকা, দক্ষিণ কোরিয়া হতে ৪ বালক, আমেরিকা হতে ১ বালক, থাইল্যান্ড হতে ৫ বালক, জাপান হতে ১ বালক ও ১ বালিকা, চীন হতে ৪ বালিকা, মালদ্বীপ হতে ২ বালিকা, চাইনিজ তাইপে হতে ১ বালক, সিঙ্গাপুর হতে ১ বালক এবং হংকং হতে ১ জন করে বালক অংশগ্রহণ করছে। উল্লেখ্য যে ৪ অক্টোবর থেকে ৫ অক্টোবর পরজন্ত টুর্নামেন্টের কোয়ালিফাইং খেলা অনুষ্ঠিত হবে ও ৬ অক্টোবর থেকে বিরতিহীনভাবে মেইন ড্র’র খেলা অনুষ্ঠিত হবে।
বেলুন ফেষ্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। এর আগে তিনি বলেন এটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা আমাদের সাধ্য অনুযায়ী আন্তর্জাতিক মানের সব আযোজন করেছি। পদ্মা নদীর পাড়ে অবস্থিত রাজশাহী অত্যন্ত স্বাস্থকর নগরী আর পদ্মা নদীর পাড়েই আমাদের টেনিস কোর্ট।
এছাড়াও তিনি বলেন সবকিছু মিলিয়ে আন্তজার্তিকভাবে বহু বছর ধরে এই ভেণ্যুটি ব্যবহৃত হচ্ছে। এ বছরেও দেশী বিদেশী অনেক খেলোয়াড় এখানে এসেছেন। আমরা তাদের অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানাচ্ছি।
টুর্নামেন্ট পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক ও রাজস্ব) মোঃ মহিনুল হাসান, প্রাক্তন সাধারণ সম্পাদক আক্কাশ আলী, প্রাক্তন যুগ্ম-সম্পাদক মোঃ হাসিনুর রহমান টিংকু, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনসহ উর্দ্ধতন কমৃকর্তাগন উপস্থিত ছিলেন।