নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
২২ আগস্ট, ২০২৫, 11:27 PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম ঘাট এলাকায় আবদুল আউয়াল কচির পরিত্যক্ত ঘরের সামনে থেকে আকলিমা আক্তার (৩৫) নামে এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় নিহতের কোনো স্বজন বা পারিবারিক পরিচয় এখনও পাওয়া যায়নি।
মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
২২ আগস্ট, ২০২৫, 11:27 PM

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম ঘাট এলাকায় আবদুল আউয়াল কচির পরিত্যক্ত ঘরের সামনে থেকে আকলিমা আক্তার (৩৫) নামে এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় নিহতের কোনো স্বজন বা পারিবারিক পরিচয় এখনও পাওয়া যায়নি।