মুন্সীগঞ্জে বালুমহালের আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সুটার মান্নান নিহত

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :
২৯ জুলাই, ২০২৫, 9:03 PM

মুন্সীগঞ্জে বালুমহালের আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সুটার মান্নান নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালাপুরা এলকার কাছে মেঘনা নদীতে বালু মহালের আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সুটার মান্নান নিহত এবং হৃদয় বাঘ গুলিবিদ্ধ ৪ জন আহত হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ জানান, বালুর চাঁদা নিয়ে নয়ন পিয়াস গ্রুপের সাথে লালু বাহিনীর বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।
নিহত আব্দুল মান্নান ওরফে সুটার মান্নান ও গুলিবিদ্ধ হৃদয় বাঘ লালু বাহিনীর নেতৃত্ব দিত।
সোমবাব সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ১৬ জুলাই ষোলআনী বালুমহালে চাঁদা আদায় করতে গিয়ে তিনজন চাঁদাবাজ আটক হয়। এ ঘটনায় বালুমহালের ক্যাশিয়ার জান্নাত হোসেন বাদী হয়ে হোগলাকান্দি গ্রামের হৃদয় বাঘকে এক নম্বর আসামি করে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর হৃদয় বাঘ আত্মগোপনে থাকলেও ১৭ জুলাই রাতে এলাকায় ফিরে এসে শুটার মান্নানসহ তার অনুসারীদের নিয়ে মহড়া দেয়। ককটেল বিস্ফোরণ ও গুলি ঘটনাও ঘটে। এসব ঘটনার জেরে সোমবারে ঘটনা ঘটে।
আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :
২৯ জুলাই, ২০২৫, 9:03 PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালাপুরা এলকার কাছে মেঘনা নদীতে বালু মহালের আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সুটার মান্নান নিহত এবং হৃদয় বাঘ গুলিবিদ্ধ ৪ জন আহত হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ জানান, বালুর চাঁদা নিয়ে নয়ন পিয়াস গ্রুপের সাথে লালু বাহিনীর বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।
নিহত আব্দুল মান্নান ওরফে সুটার মান্নান ও গুলিবিদ্ধ হৃদয় বাঘ লালু বাহিনীর নেতৃত্ব দিত।
সোমবাব সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ১৬ জুলাই ষোলআনী বালুমহালে চাঁদা আদায় করতে গিয়ে তিনজন চাঁদাবাজ আটক হয়। এ ঘটনায় বালুমহালের ক্যাশিয়ার জান্নাত হোসেন বাদী হয়ে হোগলাকান্দি গ্রামের হৃদয় বাঘকে এক নম্বর আসামি করে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর হৃদয় বাঘ আত্মগোপনে থাকলেও ১৭ জুলাই রাতে এলাকায় ফিরে এসে শুটার মান্নানসহ তার অনুসারীদের নিয়ে মহড়া দেয়। ককটেল বিস্ফোরণ ও গুলি ঘটনাও ঘটে। এসব ঘটনার জেরে সোমবারে ঘটনা ঘটে।