শিশু ধর্ষণের আসামি গ্রেফতার

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :
২৭ জুলাই, ২০২৫, 12:44 AM

শিশু ধর্ষণের আসামি গ্রেফতার
নেত্রকোনার বারহাট্টায় সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার বিকালে বারহাট্টা উপজেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান।
গ্রেফতার হওয়া আসামি শান্ত দাস উপজেলার সদরের মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে শান্ত দাস (১৬) শিশুটিকে তাঁদের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মা ও পরিবারের সবাইকে বলে যে, শান্ত ভাই আমার সাথে খারাপ কাজ করেছে। পরবর্তীতে শিশুটির মা ও এলাকাবাসী দ্রুত শিশুটিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিশাল আলোচনায় আসে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, "আমরা ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফা অভিযান পরিচালনা করি। এরপর শুক্রবার বিকালে অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হই। আজই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :
২৭ জুলাই, ২০২৫, 12:44 AM

নেত্রকোনার বারহাট্টায় সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার বিকালে বারহাট্টা উপজেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান।
গ্রেফতার হওয়া আসামি শান্ত দাস উপজেলার সদরের মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে শান্ত দাস (১৬) শিশুটিকে তাঁদের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মা ও পরিবারের সবাইকে বলে যে, শান্ত ভাই আমার সাথে খারাপ কাজ করেছে। পরবর্তীতে শিশুটির মা ও এলাকাবাসী দ্রুত শিশুটিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিশাল আলোচনায় আসে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, "আমরা ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফা অভিযান পরিচালনা করি। এরপর শুক্রবার বিকালে অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হই। আজই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"