ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই : মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত বিনিয়োগ আকর্ষণে দক্ষিণ কোরিয়া সফরে বিডা চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপিত গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ সালমান শাহের অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে এজহার গ্রহণের নির্দেশ ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২ নোয়াখালীতে রেকর্ডকৃত সম্পত্তি আত্মসাতের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা পিরোজপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান

বদরগঞ্জে আমার দেশ পত্রিকার প্রতিনিধিকে মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার 

#
news image

রংপুরের বদরগঞ্জে আমার দেশ পত্রিকার সাংবাদিক এম এ সালাম বিশ্বাসকে মারধরের ঘটনায় আরিফ হোসেন নামের প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ২৪ জুলাই রাত ১০ টায় মিঠাপুকুর উপজেলার ১০ নং বালুয়া মাসুমপুর ইউনিয়নের হাছিয়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। 

মামলা সূত্রে জানা যায়, ২৩ জুলাই বুধবার রাত ১০ টায় নাগেরহাট বন্দরে চায়ের দোকানে চা খাচ্ছিলেন সাংবাদিক সালাম বিশ্বাস। এ সময় পিছন থেকে এসে আরিফ হোসেন, শাহিন ওরফে (শাহিন চোর), লিমন মিয়া সহ লাঠি, লোহার রড, দা, কুরাল, ধারালো ছোরা নিয়ে পূর্ব শত্রুতা জের ধরে ১০-১২ অতর্কিতভাবে মারধর করতে থাকেন। মারধরের সময় ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক সালাম বিশ্বাসের মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ওই সাংবাদিককে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় ওই সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে প্রায় ২০ হাজার টাকা ক্ষতি করেন তারা। এছাড়াও বাড়ির ড্রয়ারে থাকা ২৮ হাজার টাকা লুট করে নিয়ে যান হামলাকারীরা। সাংবাদিক সালাম বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, সাংবাদিক সালাম বিশ্বাস বাড়ির সামনে একটি দোকানে চা খাচ্ছিলেন। আরিফ হোসেনের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ আছে। সেই সূত্র ধরে রাত ১০ টার দিকে সাংবাদিক সালাম বিশ্বাসের ওপর হামলা চালান আরিফ সহ তার লোকজন।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, সাংবাদিক সালাম বিশ্বাস কে মারধর করায় একটি মামলা হয়েছে। সেই মামলায় গতকাল রাত দশটায় মিঠাপুকুর থেকে আরিফ হাসান নামের প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে আসামি আরিফ হোসেনকে জেল হাজতে পাঠানো হয়।

সবুজ আহমেদ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 

২৬ জুলাই, ২০২৫,  9:59 PM

news image

রংপুরের বদরগঞ্জে আমার দেশ পত্রিকার সাংবাদিক এম এ সালাম বিশ্বাসকে মারধরের ঘটনায় আরিফ হোসেন নামের প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ২৪ জুলাই রাত ১০ টায় মিঠাপুকুর উপজেলার ১০ নং বালুয়া মাসুমপুর ইউনিয়নের হাছিয়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। 

মামলা সূত্রে জানা যায়, ২৩ জুলাই বুধবার রাত ১০ টায় নাগেরহাট বন্দরে চায়ের দোকানে চা খাচ্ছিলেন সাংবাদিক সালাম বিশ্বাস। এ সময় পিছন থেকে এসে আরিফ হোসেন, শাহিন ওরফে (শাহিন চোর), লিমন মিয়া সহ লাঠি, লোহার রড, দা, কুরাল, ধারালো ছোরা নিয়ে পূর্ব শত্রুতা জের ধরে ১০-১২ অতর্কিতভাবে মারধর করতে থাকেন। মারধরের সময় ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক সালাম বিশ্বাসের মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ওই সাংবাদিককে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় ওই সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে প্রায় ২০ হাজার টাকা ক্ষতি করেন তারা। এছাড়াও বাড়ির ড্রয়ারে থাকা ২৮ হাজার টাকা লুট করে নিয়ে যান হামলাকারীরা। সাংবাদিক সালাম বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, সাংবাদিক সালাম বিশ্বাস বাড়ির সামনে একটি দোকানে চা খাচ্ছিলেন। আরিফ হোসেনের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ আছে। সেই সূত্র ধরে রাত ১০ টার দিকে সাংবাদিক সালাম বিশ্বাসের ওপর হামলা চালান আরিফ সহ তার লোকজন।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, সাংবাদিক সালাম বিশ্বাস কে মারধর করায় একটি মামলা হয়েছে। সেই মামলায় গতকাল রাত দশটায় মিঠাপুকুর থেকে আরিফ হাসান নামের প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে আসামি আরিফ হোসেনকে জেল হাজতে পাঠানো হয়।