ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযান: ইলিশ নিধন বন্ধে ইঁদুর-বিড়াল খেলা ফটিকছড়িতে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাজীপুর-১ আসনে চমক ইশরাক আহমেদ সিদ্দিকী কোনবাড়িতে ছাত্রদলের উদ্যোগে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ  বানারীপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে একই ঘটনাকে থানা ও  আদালতে ভিন্ন ভিন্ন রূপে মামলা দায়ের সদরপুরে মমিন হোটেলকে দুই লাখ টাকা জরিমানা বর্তমানে কোন কোন দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদ আওয়াামী লীগের কর্মকান্ডের সাথে মিলে যাচ্ছে-কেন্দ্রীয় শিবির সভাপতি উন্নত জাতের ছাগল পালন করে সফল খামারি দুলাল খান কুষ্টিয়ায় জুলাই যোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি : মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুর্গার পর এবার শ্যামা পূজা, ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পী ও আয়োজকদের

গাজীপুরে নকল সিগারেট জব্দ, গ্রেপ্তার ১

#
news image

গাজীপুরের কোনাবাড়িতে নোবেল সিগারেটের গোডাউনে পুলিশ অভিযান চালিয়ে নকল সিগারেট জব্দ-সহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।‎‎ 
বুধবার (১০ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১১টায়  কোনাবাড়ী থানার এসআই (নিঃ) মোঃ কামরুল হাসানের নেতৃত্বে এসআই অজয় সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এতে ধূমপায়ীদের-পণ্য অবৈধ সিগারেট ব্যবসায় জড়িত একজনসহ সিগারেট বহনকৃত একটি অটোরিকশা আটক করা হয়।‎‎
 
আটককৃত আসামী হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার নলসোন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে মোঃ আশিক (২০) সে কোনাবাড়ীর জরুনের শামসুল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া।‎‎ পুলিশসুত্রে জানা যায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় একটি অবৈধ নকল সিগারেটের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল সিগারেটসহ নগদ ৫৫ হাজাট ১০টাকা (পঞ্চান্ন হাজার দশ টাকা) উদ্ধার করে কোনাবাড়ি পুলিশের সদস্যরা।
 
অভিযানে আশিক (২০) নামের ১ জনকে ও এসব অবৈধ পণ্য সিগারেট বহনকারী অটোরিকশা আটক করা হয়।‎‎ স্থানীয় লোকজন বলেন কোনাবাড়ী থানা পুলিশের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেটসহ একজনকে আটক করেছেন, এ ধরণের অবৈধ নকল পণ্য জব্দ করায় এলাকাবাসীর মনে স্বস্তির বার্তা ফিরে এসেছে। 
 
পুলিশ এমন অবৈধ নকল পণ্যের ব্যবসা বন্ধের অভিযান চালালে এলাকাবাসীও পুলিশের পাশে থাকবে বলে সংহতি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।‎‎
এবিষয়ে জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন এক বিবৃতিতে জানান, জরুন এলাকায় অভিযান চালিয়ে নকল পণ্যসহ আশিক নামের একজন কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি পণ্যবাহি অটোযান। নকল এসব সিগারেটের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত থাকবে।

গাজীপুর প্রতিনিধি :

১১ জুলাই, ২০২৫,  8:10 PM

news image

গাজীপুরের কোনাবাড়িতে নোবেল সিগারেটের গোডাউনে পুলিশ অভিযান চালিয়ে নকল সিগারেট জব্দ-সহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।‎‎ 
বুধবার (১০ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১১টায়  কোনাবাড়ী থানার এসআই (নিঃ) মোঃ কামরুল হাসানের নেতৃত্বে এসআই অজয় সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এতে ধূমপায়ীদের-পণ্য অবৈধ সিগারেট ব্যবসায় জড়িত একজনসহ সিগারেট বহনকৃত একটি অটোরিকশা আটক করা হয়।‎‎
 
আটককৃত আসামী হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার নলসোন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে মোঃ আশিক (২০) সে কোনাবাড়ীর জরুনের শামসুল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া।‎‎ পুলিশসুত্রে জানা যায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় একটি অবৈধ নকল সিগারেটের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল সিগারেটসহ নগদ ৫৫ হাজাট ১০টাকা (পঞ্চান্ন হাজার দশ টাকা) উদ্ধার করে কোনাবাড়ি পুলিশের সদস্যরা।
 
অভিযানে আশিক (২০) নামের ১ জনকে ও এসব অবৈধ পণ্য সিগারেট বহনকারী অটোরিকশা আটক করা হয়।‎‎ স্থানীয় লোকজন বলেন কোনাবাড়ী থানা পুলিশের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেটসহ একজনকে আটক করেছেন, এ ধরণের অবৈধ নকল পণ্য জব্দ করায় এলাকাবাসীর মনে স্বস্তির বার্তা ফিরে এসেছে। 
 
পুলিশ এমন অবৈধ নকল পণ্যের ব্যবসা বন্ধের অভিযান চালালে এলাকাবাসীও পুলিশের পাশে থাকবে বলে সংহতি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।‎‎
এবিষয়ে জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন এক বিবৃতিতে জানান, জরুন এলাকায় অভিযান চালিয়ে নকল পণ্যসহ আশিক নামের একজন কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি পণ্যবাহি অটোযান। নকল এসব সিগারেটের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত থাকবে।