ঢাকা ১০ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
নেত্রকোনায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান আওয়ামী লীগ নেতার স্ত্রী সহ ৩ সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা সাংবাদিককে আইনজীবীর হুমকি, ভূমিদস্যু-জালিয়াত চক্রের দৌরাত্ম্য শেষ কোথায় ? ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন শিবপুরে স্টার সিএনজি স্টেশনের নামে মিথ্যা অপপ্রচার এবং চাঁদা দাবি আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের সীমান্ত থেকে গাঁজা এনে রাজশাহীতে সরবরাহ: ‘বিবিজান’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ভারতে যুবককে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার : বাংলাফ্যাক্ট

#
news image

ভারতে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবি করে ইন্টারনেটে ছড়ানো অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, সহিংসতার ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিও ছড়িয়ে বলা হচ্ছে, এটি বাংলাদেশের ঘটনা। সেখানে দেখা যায়, রাস্তার গলিতে এক ব্যক্তি তরবারি সদৃশ ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে আঘাত করছে। আহত যুবক বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলা বন্ধ হয়নি। এ সময় আরেক যুবক পাশেই চেয়ার হাতে দাঁড়িয়ে ছিলেন।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান দল যাচাই করে দেখেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়। ভারতের মুম্বাইয়ের ওয়াডালা (পূর্ব) এলাকায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। সেই ঘটনার ভিডিও এটি।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া দাবিটি যাচাইয়ের পর বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতের বেসরকারি গণমাধ্যম টাইমস নাউ-এর ওয়েবসাইটে গত ৩ জুলাই প্রকাশিত ভিডিওর দৃশ্যের সঙ্গে মিল পাওয়া গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২ জুলাই মুম্বাইয়ের ওয়াডালা (পূর্ব) এলাকায় জুনায়েদ মুন্নু খান নামের এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে শাহরুখ নামের যুবককে কুপিয়ে আহত করেন। পরে পুলিশ আহত শাহরুখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলেও গণমাধ্যমে জানানো হয়েছে। অভিযুক্ত জুনায়েদ মুন্নু খান পরবর্তীতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ঘটনার আসল কারণ উদঘাটনে তদন্ত চলছে। ভারতের একাধিক গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভারতের এই ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার একেবারেই বিভ্রান্তিকর।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।

নিজস্ব প্রতিবেদক :

০৯ জুলাই, ২০২৫,  9:32 PM

news image

ভারতে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবি করে ইন্টারনেটে ছড়ানো অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, সহিংসতার ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিও ছড়িয়ে বলা হচ্ছে, এটি বাংলাদেশের ঘটনা। সেখানে দেখা যায়, রাস্তার গলিতে এক ব্যক্তি তরবারি সদৃশ ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে আঘাত করছে। আহত যুবক বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলা বন্ধ হয়নি। এ সময় আরেক যুবক পাশেই চেয়ার হাতে দাঁড়িয়ে ছিলেন।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান দল যাচাই করে দেখেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়। ভারতের মুম্বাইয়ের ওয়াডালা (পূর্ব) এলাকায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। সেই ঘটনার ভিডিও এটি।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া দাবিটি যাচাইয়ের পর বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতের বেসরকারি গণমাধ্যম টাইমস নাউ-এর ওয়েবসাইটে গত ৩ জুলাই প্রকাশিত ভিডিওর দৃশ্যের সঙ্গে মিল পাওয়া গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২ জুলাই মুম্বাইয়ের ওয়াডালা (পূর্ব) এলাকায় জুনায়েদ মুন্নু খান নামের এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে শাহরুখ নামের যুবককে কুপিয়ে আহত করেন। পরে পুলিশ আহত শাহরুখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলেও গণমাধ্যমে জানানো হয়েছে। অভিযুক্ত জুনায়েদ মুন্নু খান পরবর্তীতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ঘটনার আসল কারণ উদঘাটনে তদন্ত চলছে। ভারতের একাধিক গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভারতের এই ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার একেবারেই বিভ্রান্তিকর।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।