ঢাকা ০৯ জুলাই, ২০২৫
শিরোনামঃ
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে: নাহিদ ইসলাম জুলাই বিপ্লব চলাকালে ৩ বার অপহরণ চেষ্টা থেকে রক্ষা পেয়েছি: আদীব সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ মাননীয় কথাটা থেকেই সমস্ত স্বৈরতন্ত্রের জন্ম হয় : মির্জা ফখরুল দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি : ফয়জুল করিম অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন চট্টগ্রাম বন্দরে ফেলে রাখা পণ্য সরাতে কাস্টমসে বিশেষ কমিটি গঠন চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়েছেন ৩১৫ আইনজীবী

দুই পরীক্ষায় একই কলেজের মোট ১৩ পরীক্ষার্থী বহিষ্কার

#
news image

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে নকল করার অভিযোগে নেত্রকোনার বারহাট্টায় ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ভেন্যু কেন্দ্রে সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে নকল করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই বারহাট্টা সরকারি কলেজের ছাত্র। সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৩ জন শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন নিয়ে এসেছিলেন এবং মুঠোফোন দেখে নকল করছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে কক্ষ পরিদর্শনে আসেন সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ। এ সময় তার কাছে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের বিষয়টি ধরা পড়ে। পরে তিনি ৩ পরীক্ষার্থীর মুঠোফোন জব্দ করে তাদের বহিষ্কার করেন।

সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ বলেন, একই কেন্দ্র থেকে গত (৩ জুলাই) বৃহস্পতিবার ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার ও ৬ জন শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আজকের ৩ জন নিয়ে দুই দিনে মোট ১৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা এই বছর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবে না। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০৯ জুলাই, ২০২৫,  6:09 AM

news image

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে নকল করার অভিযোগে নেত্রকোনার বারহাট্টায় ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ভেন্যু কেন্দ্রে সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে নকল করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই বারহাট্টা সরকারি কলেজের ছাত্র। সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৩ জন শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন নিয়ে এসেছিলেন এবং মুঠোফোন দেখে নকল করছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে কক্ষ পরিদর্শনে আসেন সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ। এ সময় তার কাছে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের বিষয়টি ধরা পড়ে। পরে তিনি ৩ পরীক্ষার্থীর মুঠোফোন জব্দ করে তাদের বহিষ্কার করেন।

সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ বলেন, একই কেন্দ্র থেকে গত (৩ জুলাই) বৃহস্পতিবার ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার ও ৬ জন শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আজকের ৩ জন নিয়ে দুই দিনে মোট ১৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা এই বছর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবে না। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।