ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযান: ইলিশ নিধন বন্ধে ইঁদুর-বিড়াল খেলা ফটিকছড়িতে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাজীপুর-১ আসনে চমক ইশরাক আহমেদ সিদ্দিকী কোনবাড়িতে ছাত্রদলের উদ্যোগে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ  বানারীপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে একই ঘটনাকে থানা ও  আদালতে ভিন্ন ভিন্ন রূপে মামলা দায়ের সদরপুরে মমিন হোটেলকে দুই লাখ টাকা জরিমানা বর্তমানে কোন কোন দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদ আওয়াামী লীগের কর্মকান্ডের সাথে মিলে যাচ্ছে-কেন্দ্রীয় শিবির সভাপতি উন্নত জাতের ছাগল পালন করে সফল খামারি দুলাল খান কুষ্টিয়ায় জুলাই যোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি : মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুর্গার পর এবার শ্যামা পূজা, ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পী ও আয়োজকদের

কক্সবাজার কারাগারে ‘মধুমাস’ উদযাপন, মৌসুমি ফল পেয়ে উচ্ছ্বসিত বন্দিরা

#
news image

বন্দিদের মানসিক প্রশান্তি ও মৌসুমি আনন্দে সামিল করতে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা কারাগার কর্তৃপক্ষ। বুধবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে কারা প্রাঙ্গণে আয়োজিত হয় ‘মধুমাস’ উদযাপন। এই আয়োজনে বন্দিদের মাঝে মৌসুমি ফল — রসাল আম ও সুস্বাদু কাঁঠাল — বিতরণ করা হয়।

এদিন ২,৪৮৪ জন বন্দির মাঝে বিতরণ করা হয় প্রায় ১,০০০ কেজি আম ও ১০০টি কাঁঠাল। তাদের সঙ্গে ছিলেন ১৪০ জন কারা কর্মকর্তা ও কর্মচারী। আয়োজনটি একদিকে যেমন স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের একটি প্রয়াস, তেমনি ছিল মানসিক প্রশান্তিরও উৎস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার জাবেদ মেহেদী, জেলার আবু মুছা এবং ডেপুটি জেলার নোবেল দেব। তারা বন্দিদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন এবং তাঁদের খোঁজখবর নেন।

কারা কর্তৃপক্ষ জানায়,“বন্দিদের মানবিক মর্যাদা ও মানসিক স্বাস্থ্যের দিক বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কেবল একটি উৎসব নয়, বরং তাদের মাঝে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই ব্যতিক্রমী আয়োজনটি বন্দিদের মাঝে ভিন্নরকম উচ্ছ্বাস তৈরি করে। অনেকেই বলেন, দীর্ঘদিন পর এমন আনন্দ উপভোগ করতে পেরে তারা কৃতজ্ঞ।

সংশ্লিষ্টরা ও সমাজের সচেতন মহল কক্সবাজার কারাগার কর্তৃপক্ষের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে,

“একটি ছোট্ট মানবিক আয়োজনও একজন মানুষকে বদলে দিতে পারে। কক্সবাজার কারাগারের এই উদ্যোগ হোক দেশের অন্যান্য কারাগারের জন্য অনুকরণীয় উদাহরণ।”
মানবিকতা আর সম্মানের ছোঁয়ায় বদলে যাক সংশোধনাগার — এই হোক নতুন শ্লোগান।
বন্দিরাও মানুষ — তাদেরও আছে হাসার, ভালোবাসার, বাঁচার অধিকার।

কক্সবাজার প্রতিনিধি :

০৫ জুলাই, ২০২৫,  6:19 PM

news image

বন্দিদের মানসিক প্রশান্তি ও মৌসুমি আনন্দে সামিল করতে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা কারাগার কর্তৃপক্ষ। বুধবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে কারা প্রাঙ্গণে আয়োজিত হয় ‘মধুমাস’ উদযাপন। এই আয়োজনে বন্দিদের মাঝে মৌসুমি ফল — রসাল আম ও সুস্বাদু কাঁঠাল — বিতরণ করা হয়।

এদিন ২,৪৮৪ জন বন্দির মাঝে বিতরণ করা হয় প্রায় ১,০০০ কেজি আম ও ১০০টি কাঁঠাল। তাদের সঙ্গে ছিলেন ১৪০ জন কারা কর্মকর্তা ও কর্মচারী। আয়োজনটি একদিকে যেমন স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের একটি প্রয়াস, তেমনি ছিল মানসিক প্রশান্তিরও উৎস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার জাবেদ মেহেদী, জেলার আবু মুছা এবং ডেপুটি জেলার নোবেল দেব। তারা বন্দিদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন এবং তাঁদের খোঁজখবর নেন।

কারা কর্তৃপক্ষ জানায়,“বন্দিদের মানবিক মর্যাদা ও মানসিক স্বাস্থ্যের দিক বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কেবল একটি উৎসব নয়, বরং তাদের মাঝে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই ব্যতিক্রমী আয়োজনটি বন্দিদের মাঝে ভিন্নরকম উচ্ছ্বাস তৈরি করে। অনেকেই বলেন, দীর্ঘদিন পর এমন আনন্দ উপভোগ করতে পেরে তারা কৃতজ্ঞ।

সংশ্লিষ্টরা ও সমাজের সচেতন মহল কক্সবাজার কারাগার কর্তৃপক্ষের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে,

“একটি ছোট্ট মানবিক আয়োজনও একজন মানুষকে বদলে দিতে পারে। কক্সবাজার কারাগারের এই উদ্যোগ হোক দেশের অন্যান্য কারাগারের জন্য অনুকরণীয় উদাহরণ।”
মানবিকতা আর সম্মানের ছোঁয়ায় বদলে যাক সংশোধনাগার — এই হোক নতুন শ্লোগান।
বন্দিরাও মানুষ — তাদেরও আছে হাসার, ভালোবাসার, বাঁচার অধিকার।