ঢাকা ০৭ জুলাই, ২০২৫
শিরোনামঃ
শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না : কুমিল্লায় শফিকুর রহমান আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধে অনলাইনে ‘এ চালান’ সেবা চালু করল এনবিআর জুলাই-আগস্টে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প তুরস্কে আরও তিন বিরোধীদলীয় মেয়র গ্রেপ্তার জুলাই যোদ্ধার বিরুদ্ধে বিভ্রান্তিকর ভিডিও দিয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পেল ৮০ শিক্ষার্থী ফটিকছড়ির প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আরো দু'ভাইয়ের

ফতেপুর এমআই সিনিয়র মাদ্রাসার সভাপতি নির্বাচিত  হলেন মো. সোহেল

#
news image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর মঞ্জুরুল ইসলার ম সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সোহেল। বুধবার (২ জুলাই) মাদ্রাসা কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা সভায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন শিক্ষক ও কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাকের হোসেন চেয়ারম্যান, অধ্যক্ষ ও সচিব মাওলানা মুফতি আব্দুল আউয়াল আল কাদেরি, শিক্ষক প্রতিনিধি মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান আল কাদেরি, কমিটির সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মুহাম্মদ হারুন চৌধুরী এবং আরবি প্রভাষক মাওলানা মুফতি জামাল উদ্দিন আল কাদেরি।
সভায় বক্তারা নতুন সভাপতির প্রতি শুভকামনা জানিয়ে# বলেন, মাদ্রাসার শিক্ষা, পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এ কমিটি। একইসাথে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোরও আহ্বান জানানো হয়। নবনির্বাচিত সভাপতি মো. সোহেল বলেন, “এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের বিষয়। আমি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ। সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, ভালো ফলাফল এবং সার্বিক অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “আমি ২০০৫ সালে এই মাদ্রাসা থেকেই দাখিল পরীক্ষায় সর্বপ্রথম A+ অর্জন করি। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করি। শিক্ষা ও নৈতিকতায় গড়ে উঠা একটি মডেল মাদ্রাসা গড়াই আমাদের লক্ষ্য।”

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  10:30 PM

news image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর মঞ্জুরুল ইসলার ম সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সোহেল। বুধবার (২ জুলাই) মাদ্রাসা কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা সভায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন শিক্ষক ও কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাকের হোসেন চেয়ারম্যান, অধ্যক্ষ ও সচিব মাওলানা মুফতি আব্দুল আউয়াল আল কাদেরি, শিক্ষক প্রতিনিধি মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান আল কাদেরি, কমিটির সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মুহাম্মদ হারুন চৌধুরী এবং আরবি প্রভাষক মাওলানা মুফতি জামাল উদ্দিন আল কাদেরি।
সভায় বক্তারা নতুন সভাপতির প্রতি শুভকামনা জানিয়ে# বলেন, মাদ্রাসার শিক্ষা, পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এ কমিটি। একইসাথে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোরও আহ্বান জানানো হয়। নবনির্বাচিত সভাপতি মো. সোহেল বলেন, “এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের বিষয়। আমি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ। সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, ভালো ফলাফল এবং সার্বিক অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “আমি ২০০৫ সালে এই মাদ্রাসা থেকেই দাখিল পরীক্ষায় সর্বপ্রথম A+ অর্জন করি। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করি। শিক্ষা ও নৈতিকতায় গড়ে উঠা একটি মডেল মাদ্রাসা গড়াই আমাদের লক্ষ্য।”