ঢাকা ০১ জুলাই, ২০২৫
শিরোনামঃ
‘দ্য কোড অফ ক্রিমিনলি প্রসিডিউর (এমেনমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়া অনুমোদন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত করতে নাগরিকদের মতামত চেয়েছে ইসি নবীন প্রবীণে ছয় মুখ, লক্ষ্য সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন দুর্ঘটনায় দু’জন চিকিৎসকসহ নিহত ৪ আহত অন্তত ১৬ মসজিদ-মাদ্রাসা হুমকিতে, সুনামগঞ্জে নদীতীরে মানববন্ধন জিহ্বার রঙ বলে দেবে আপনি সুস্থ না অসুস্থ দক্ষিণ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই রাজনৈতিক মামলার বোঝা হালকা হচ্ছে, ২০ হাজার মামলা প্রত্যাহারের উদ্যোগ সুনামগঞ্জ-৫: নির্বাচনী মাঠে জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ বাগেরহাটে চারটি বিদেশী পিস্তলসহ মাইক্রোবাসে থাকা ১১জন আটক

ফকিরহাটে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন

#
news image

"সবুজে বাঁচি, সবুজ গড়ি" এই প্রতিপাদ্যে বাগেরহাটের ফকিরহাটে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫। এ উপলক্ষ্যে শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সুমনা আইরিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ গোলাম মোস্তফা।

পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ

উদ্বোধনী বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, "সবুজ বাংলাদেশ গঠনে জাতীয় বৃক্ষরোপণ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি ভূমিগুলোতে বনায়ন করে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার নিরলসভাবে কাজ করছে। এই উদ্যোগ সফল করতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা অত্যন্ত জরুরি।"

তিনি আরও বলেন, বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়—জীবন, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার অন্যতম প্রধান হাতিয়ার। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের সামাজিক ও নৈতিক দায়িত্ব রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অনন্য উদ্যোগ

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

কলেজ কর্তৃপক্ষ জানান, তারা শুধু বৃক্ষরোপণ নয়, বরং নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি টেকসই সবুজ পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।

সাধারণ মানুষের প্রশংসা

এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ বিষয়ে সচেতনতা ছড়িয়ে পড়বে বলে মনে করছেন অনেকে।

বাংলাদেশের পরিবেশ আন্দোলন ও সরকারি উদ্যোগের সঙ্গে একাত্ম হয়ে এমন কার্যক্রম সারা দেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করা যায়।

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট প্রতিনিধি :

২৫ জুন, ২০২৫,  8:28 PM

news image

"সবুজে বাঁচি, সবুজ গড়ি" এই প্রতিপাদ্যে বাগেরহাটের ফকিরহাটে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫। এ উপলক্ষ্যে শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সুমনা আইরিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ গোলাম মোস্তফা।

পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ

উদ্বোধনী বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, "সবুজ বাংলাদেশ গঠনে জাতীয় বৃক্ষরোপণ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি ভূমিগুলোতে বনায়ন করে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার নিরলসভাবে কাজ করছে। এই উদ্যোগ সফল করতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা অত্যন্ত জরুরি।"

তিনি আরও বলেন, বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়—জীবন, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার অন্যতম প্রধান হাতিয়ার। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের সামাজিক ও নৈতিক দায়িত্ব রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অনন্য উদ্যোগ

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

কলেজ কর্তৃপক্ষ জানান, তারা শুধু বৃক্ষরোপণ নয়, বরং নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি টেকসই সবুজ পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।

সাধারণ মানুষের প্রশংসা

এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ বিষয়ে সচেতনতা ছড়িয়ে পড়বে বলে মনে করছেন অনেকে।

বাংলাদেশের পরিবেশ আন্দোলন ও সরকারি উদ্যোগের সঙ্গে একাত্ম হয়ে এমন কার্যক্রম সারা দেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করা যায়।