ঢাকা ০১ জুলাই, ২০২৫
শিরোনামঃ
‘দ্য কোড অফ ক্রিমিনলি প্রসিডিউর (এমেনমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়া অনুমোদন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত করতে নাগরিকদের মতামত চেয়েছে ইসি নবীন প্রবীণে ছয় মুখ, লক্ষ্য সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন দুর্ঘটনায় দু’জন চিকিৎসকসহ নিহত ৪ আহত অন্তত ১৬ মসজিদ-মাদ্রাসা হুমকিতে, সুনামগঞ্জে নদীতীরে মানববন্ধন জিহ্বার রঙ বলে দেবে আপনি সুস্থ না অসুস্থ দক্ষিণ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই রাজনৈতিক মামলার বোঝা হালকা হচ্ছে, ২০ হাজার মামলা প্রত্যাহারের উদ্যোগ সুনামগঞ্জ-৫: নির্বাচনী মাঠে জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ বাগেরহাটে চারটি বিদেশী পিস্তলসহ মাইক্রোবাসে থাকা ১১জন আটক

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত

#
news image

সারাদেশের ন্যায় রাজশাহীতেও গতকাল বুধবার (২৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হয়েছে। এ বছর ৫ জুন ঈদ-উল-আযহার ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বুধবার দিবসটি উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। এ উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে। 
দিবসটি উপলক্ষ্যে সকাল দশটায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ম-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান। 
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে আমরা বিভিন্ন ধরনের দূষণে নিমজ্জিত হয়েছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। পরিবেশ বিষয়ে ভালো অভ্যাস দূরে ঠেলে দিলে আমরা কিছু শিখবোনা। আমরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলি কিন্তু কখনো চিন্তা করি না এর ভবিষ্যত কী। প্লাস্টিকের কারণে আমাদের নানা ধরনের ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং পৃথিবীর ওজন স্তর ক্ষয় হচ্ছে। এখান থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে। চোখে দেখা ময়লা আবর্জনা ও প্লাস্টিক দূষণ দূর করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়াও তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং এর বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। সুপার শপগুলোতে এর ব্যবহার ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের সকলকে আরও সচেতন হতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে ভবিষ্যৎপ্রজন্মকে আমরা একটি সুস্থ ও সবুজ পৃথিবী উপহার দিতে পারব।
এসময় তিনি পরিবেশ সুরক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. গোলাম মোস্তফা।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং উপস্থিত সকলকে গাছের চারা উপহার দেয়া হয়।

রাজশাহী প্রতিনিধি :

২৫ জুন, ২০২৫,  7:07 PM

news image

সারাদেশের ন্যায় রাজশাহীতেও গতকাল বুধবার (২৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হয়েছে। এ বছর ৫ জুন ঈদ-উল-আযহার ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বুধবার দিবসটি উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। এ উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে। 
দিবসটি উপলক্ষ্যে সকাল দশটায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ম-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান। 
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে আমরা বিভিন্ন ধরনের দূষণে নিমজ্জিত হয়েছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। পরিবেশ বিষয়ে ভালো অভ্যাস দূরে ঠেলে দিলে আমরা কিছু শিখবোনা। আমরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলি কিন্তু কখনো চিন্তা করি না এর ভবিষ্যত কী। প্লাস্টিকের কারণে আমাদের নানা ধরনের ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং পৃথিবীর ওজন স্তর ক্ষয় হচ্ছে। এখান থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে। চোখে দেখা ময়লা আবর্জনা ও প্লাস্টিক দূষণ দূর করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়াও তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং এর বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। সুপার শপগুলোতে এর ব্যবহার ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের সকলকে আরও সচেতন হতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে ভবিষ্যৎপ্রজন্মকে আমরা একটি সুস্থ ও সবুজ পৃথিবী উপহার দিতে পারব।
এসময় তিনি পরিবেশ সুরক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. গোলাম মোস্তফা।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং উপস্থিত সকলকে গাছের চারা উপহার দেয়া হয়।