ঢাকা ০১ জুলাই, ২০২৫
শিরোনামঃ
‘দ্য কোড অফ ক্রিমিনলি প্রসিডিউর (এমেনমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়া অনুমোদন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত করতে নাগরিকদের মতামত চেয়েছে ইসি নবীন প্রবীণে ছয় মুখ, লক্ষ্য সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন দুর্ঘটনায় দু’জন চিকিৎসকসহ নিহত ৪ আহত অন্তত ১৬ মসজিদ-মাদ্রাসা হুমকিতে, সুনামগঞ্জে নদীতীরে মানববন্ধন জিহ্বার রঙ বলে দেবে আপনি সুস্থ না অসুস্থ দক্ষিণ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই রাজনৈতিক মামলার বোঝা হালকা হচ্ছে, ২০ হাজার মামলা প্রত্যাহারের উদ্যোগ সুনামগঞ্জ-৫: নির্বাচনী মাঠে জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ বাগেরহাটে চারটি বিদেশী পিস্তলসহ মাইক্রোবাসে থাকা ১১জন আটক

ইসলামী ব্যাংকের টাকা ছিনতাই ১০ মাস পর এক আসামি আটক

#
news image

রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ১০ লাখ ৭২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ১০ মাস পর এক আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি ইমন, কাটাখালি থানার নওদাপাড়া গ্রামের এমদাদের ছেলে।

গতকাল সোমবার (১৬ জুন) সকালে রাজশাহীর নওদাপাড়া মোড়ে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে কাটাখালি থানা পুলিশ। পরে জানা যায়, সে ২০২৪ সালের ১ আগস্ট ইসলামী ব্যাংকের ১০ লাখ ৭২ হাজার টাকা ছিনতাই মামলারও সন্দেহভাজন আসামি।

বিষয়টি নিশ্চিত করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, “আটক ইমনকে অটো ছিনতাই মামলায় থানায় আনা হয়। পরে জানা যায়, সে পূর্বের একটি গুরুত্বপূর্ণ ছিনতাই মামলার সাথেও জড়িত। যেহেতু ওই মামলাটি মতিহার থানায়, তাই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে কাটাখালি ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মোঃ হাসানুল বান্না একটি কালো ব্যাগে গ্রাহকদের জমাকৃত ১০,৭২,০০০ টাকা নিয়ে বিনোদপুর শাখায় যাচ্ছিলেন। পথে আইবিএ ভবনের সামনে পৌঁছালে দুইটি মোটরসাইকেলযোগে আসা চারজন ব্যক্তি তার অটোরিকশার গতিরোধ করে। তারা চাকু দেখিয়ে তাকে নামিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

ওই ঘটনার পরে দিন ব্যাংকের শাখা ইনচার্জ ও প্রোপাইটর মুহাম্মদ ওবায়েদুর রহমান বাদী হয়ে মতিহার থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, “বাদী আমাদের মৌখিকভাবে অবগত করেছেন। আমরা আদালতে তাকে আটক দেখানোর আবেদন করেছি। আদালতের আদেশ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অসিত কুমার জানান, “আজ ইমন নামের এক আসামি আটক হওয়ার খবর পেয়ে আমি রাত ২টা পর্যন্ত বাদীর সঙ্গে কাটাখালি থানায় উপস্থিত ছিলাম। তাকে মামলায় জড়িত থাকা বিষয়ে যাচাই করে আদালতের মাধ্যমে আটক দেখানোর জন্য আবেদন জানানো হয়েছে। শুনানি শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রয়োজন হলে ইমনের রিমান্ড চাওয়া হবে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আরও বিস্তারিত জানা যাবে।

খন্দকার মোহাম্মাদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ :

১৬ জুন, ২০২৫,  6:55 PM

news image

রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ১০ লাখ ৭২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ১০ মাস পর এক আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি ইমন, কাটাখালি থানার নওদাপাড়া গ্রামের এমদাদের ছেলে।

গতকাল সোমবার (১৬ জুন) সকালে রাজশাহীর নওদাপাড়া মোড়ে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে কাটাখালি থানা পুলিশ। পরে জানা যায়, সে ২০২৪ সালের ১ আগস্ট ইসলামী ব্যাংকের ১০ লাখ ৭২ হাজার টাকা ছিনতাই মামলারও সন্দেহভাজন আসামি।

বিষয়টি নিশ্চিত করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, “আটক ইমনকে অটো ছিনতাই মামলায় থানায় আনা হয়। পরে জানা যায়, সে পূর্বের একটি গুরুত্বপূর্ণ ছিনতাই মামলার সাথেও জড়িত। যেহেতু ওই মামলাটি মতিহার থানায়, তাই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে কাটাখালি ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মোঃ হাসানুল বান্না একটি কালো ব্যাগে গ্রাহকদের জমাকৃত ১০,৭২,০০০ টাকা নিয়ে বিনোদপুর শাখায় যাচ্ছিলেন। পথে আইবিএ ভবনের সামনে পৌঁছালে দুইটি মোটরসাইকেলযোগে আসা চারজন ব্যক্তি তার অটোরিকশার গতিরোধ করে। তারা চাকু দেখিয়ে তাকে নামিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

ওই ঘটনার পরে দিন ব্যাংকের শাখা ইনচার্জ ও প্রোপাইটর মুহাম্মদ ওবায়েদুর রহমান বাদী হয়ে মতিহার থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, “বাদী আমাদের মৌখিকভাবে অবগত করেছেন। আমরা আদালতে তাকে আটক দেখানোর আবেদন করেছি। আদালতের আদেশ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অসিত কুমার জানান, “আজ ইমন নামের এক আসামি আটক হওয়ার খবর পেয়ে আমি রাত ২টা পর্যন্ত বাদীর সঙ্গে কাটাখালি থানায় উপস্থিত ছিলাম। তাকে মামলায় জড়িত থাকা বিষয়ে যাচাই করে আদালতের মাধ্যমে আটক দেখানোর জন্য আবেদন জানানো হয়েছে। শুনানি শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রয়োজন হলে ইমনের রিমান্ড চাওয়া হবে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আরও বিস্তারিত জানা যাবে।