ঢাকা ০১ জুলাই, ২০২৫
শিরোনামঃ
‘দ্য কোড অফ ক্রিমিনলি প্রসিডিউর (এমেনমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়া অনুমোদন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত করতে নাগরিকদের মতামত চেয়েছে ইসি নবীন প্রবীণে ছয় মুখ, লক্ষ্য সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন দুর্ঘটনায় দু’জন চিকিৎসকসহ নিহত ৪ আহত অন্তত ১৬ মসজিদ-মাদ্রাসা হুমকিতে, সুনামগঞ্জে নদীতীরে মানববন্ধন জিহ্বার রঙ বলে দেবে আপনি সুস্থ না অসুস্থ দক্ষিণ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই রাজনৈতিক মামলার বোঝা হালকা হচ্ছে, ২০ হাজার মামলা প্রত্যাহারের উদ্যোগ সুনামগঞ্জ-৫: নির্বাচনী মাঠে জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ বাগেরহাটে চারটি বিদেশী পিস্তলসহ মাইক্রোবাসে থাকা ১১জন আটক

অর্ধকোটি টাকার ব্রিজ নির্মিত হলেও নেই রাস্তা,জনদুর্ভোগ চরমে

#
news image

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ১৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রীজ। এটি ব্যাবহারের উপযোগী করার জন্য নেই রাস্তা। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ফসলের মাঠের মাঝখানে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রীজটি নির্মিত হলেও আজও এর সঙ্গে সংযোগকারী রাস্তার কোন ব্যবস্থা করা হয়নি।

ফলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চররৌহা,আকন্দপাড়া,মাজারিয়া ও খামার মাগুরা সহ সিমান্তবর্তী উপজেলার আারোও ২টি গ্রামের জনসাধারন সহ হাজারো মানুষ প্রতিদিন এ ফসলের মাঠের বাতর(আইল) রাস্তা দিয়ে দুর্ভোগের মধ্যেও চলাচল করছেন। ব্রীজটি নির্মাণের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও এটি এখনো জনগণের চলাচলের জন্য ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। ব্রিজের দুই পাশে কাদা ও অসমতল জমির কারণে শিশু,বৃদ্ধ এমনকি সাধারণ পথচারীদেরও চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।এ ছাড়াও কৃষকদের আবাদী ফসল আনা-নেওয়া বা শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্রীজটি নির্মাণের খবরে এ এলাকার জনসাধারন খুবই আশান্বিত হয়ে ভেবেছিলেন কষ্টের দিন শেষ হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্রীজটির সঙ্গে রাস্তা সংযোগ না থাকায় তা এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। 
স্থানীয় জনপ্রতিনিধি হাসানুর কবীর স্বপন জানান , ব্রীজটির দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তা নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় এলাকাবাসীর পক্ষে মাসুদ মিয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত রাস্তা নির্মাণ করে ব্রীজটি ব্যবহার উপযোগী করার জোর দাবি জানিয়েছেন ।

জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী বেলাল হোসেন জানান,“ব্রীজ নির্মাণকাজ শেষ হয়েছে। ব্রীজের সংযোগ রাস্তা নির্মাণের দায়িত্ব উপজেলা প্রশাসনের।্ এরপরেও বিষয়টি তাদের জানানো হয়েছে।”

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী শওকত জামিল জানান, ব্রীজের নির্মান কাজ শেষ হয়েছে আরোও ব্রীজ স্থাপন করা হবে। জনসাধারনের জন্য দূর্ভোগ লাঘবে মাটি কেটে রাস্তা উচু করে অতিদ্রুত সময়ের মধ্যে  ব্রীজের সাথে সংযোগ রাস্তা নির্মান করা হবে। 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

১৪ জুন, ২০২৫,  3:52 PM

news image
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামে রাস্তা ছাড়াই ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজ ব্যবহারে উপযোগী করতে অতিদ্রুত রাস্তা নির্মানের দাবি এলাকাবাসীর।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ১৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রীজ। এটি ব্যাবহারের উপযোগী করার জন্য নেই রাস্তা। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ফসলের মাঠের মাঝখানে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রীজটি নির্মিত হলেও আজও এর সঙ্গে সংযোগকারী রাস্তার কোন ব্যবস্থা করা হয়নি।

ফলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চররৌহা,আকন্দপাড়া,মাজারিয়া ও খামার মাগুরা সহ সিমান্তবর্তী উপজেলার আারোও ২টি গ্রামের জনসাধারন সহ হাজারো মানুষ প্রতিদিন এ ফসলের মাঠের বাতর(আইল) রাস্তা দিয়ে দুর্ভোগের মধ্যেও চলাচল করছেন। ব্রীজটি নির্মাণের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও এটি এখনো জনগণের চলাচলের জন্য ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। ব্রিজের দুই পাশে কাদা ও অসমতল জমির কারণে শিশু,বৃদ্ধ এমনকি সাধারণ পথচারীদেরও চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।এ ছাড়াও কৃষকদের আবাদী ফসল আনা-নেওয়া বা শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্রীজটি নির্মাণের খবরে এ এলাকার জনসাধারন খুবই আশান্বিত হয়ে ভেবেছিলেন কষ্টের দিন শেষ হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্রীজটির সঙ্গে রাস্তা সংযোগ না থাকায় তা এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। 
স্থানীয় জনপ্রতিনিধি হাসানুর কবীর স্বপন জানান , ব্রীজটির দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তা নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় এলাকাবাসীর পক্ষে মাসুদ মিয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত রাস্তা নির্মাণ করে ব্রীজটি ব্যবহার উপযোগী করার জোর দাবি জানিয়েছেন ।

জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী বেলাল হোসেন জানান,“ব্রীজ নির্মাণকাজ শেষ হয়েছে। ব্রীজের সংযোগ রাস্তা নির্মাণের দায়িত্ব উপজেলা প্রশাসনের।্ এরপরেও বিষয়টি তাদের জানানো হয়েছে।”

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী শওকত জামিল জানান, ব্রীজের নির্মান কাজ শেষ হয়েছে আরোও ব্রীজ স্থাপন করা হবে। জনসাধারনের জন্য দূর্ভোগ লাঘবে মাটি কেটে রাস্তা উচু করে অতিদ্রুত সময়ের মধ্যে  ব্রীজের সাথে সংযোগ রাস্তা নির্মান করা হবে।