খুলনার ফুলতলায় মরা মুরগির হাজী বিরানি ৭০ টাকা অফারে
খুলনা প্রতিনিধি :
২৭ মে, ২০২৫, 8:34 AM
খুলনার ফুলতলায় মরা মুরগির হাজী বিরানি ৭০ টাকা অফারে
খুলনা জেলার, ফুলতলা উপজেলার, ফুলতলা বাস স্ট্যান্ড (বাস স্ট্যান্ডের পশ্চিমে) সংলগ্ন বিশ্বাস সুপার মার্কেটে “হাজী বিরিয়ানি হাউজ” খাবার হোটেল মুরগির খামার ও বাজার থেকে মরা মুরগি মাত্র ৫০ টাকা কেজি দরে ক্রয় করে, চিকেন বিরানি ৭০ টাকা প্লেট অফারে বিক্রয় করছে। শুধুমাত্র মরা মুরগির বিরানি বিক্রয় করেই দিনে লাভ করছে ২০ হাজার টাকার ন্যায়। এছাড়া হোটেলটি অসুস্থ গরু ও ছাগলের মাংস কম দামে ক্রয় করে বিক্রি করে থাকে। হোটেলের মালিক খুব কৌশলী হওয়ায় বাজার থেকে দু-এক টা জীবিত মুরগি ক্রয় করে বেশি মুরগি ক্রয়ের মেমো সংগ্রহ করে।
এ সকল খাবার খেয়ে জনসাধারণ অসুস্থ হয়ে পড়ছে, মরা মাংস খাওয়ানো ধর্মীয়ভাবে নিষিদ্ধ। মালিক শরিয়াতুল্লাহ দিনের পর দিন তার হোটেলটিকে রমরমা করে যাচ্ছে। এ ধরণের হোটেল ব্যবসায়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি।
খুলনা প্রতিনিধি :
২৭ মে, ২০২৫, 8:34 AM
খুলনা জেলার, ফুলতলা উপজেলার, ফুলতলা বাস স্ট্যান্ড (বাস স্ট্যান্ডের পশ্চিমে) সংলগ্ন বিশ্বাস সুপার মার্কেটে “হাজী বিরিয়ানি হাউজ” খাবার হোটেল মুরগির খামার ও বাজার থেকে মরা মুরগি মাত্র ৫০ টাকা কেজি দরে ক্রয় করে, চিকেন বিরানি ৭০ টাকা প্লেট অফারে বিক্রয় করছে। শুধুমাত্র মরা মুরগির বিরানি বিক্রয় করেই দিনে লাভ করছে ২০ হাজার টাকার ন্যায়। এছাড়া হোটেলটি অসুস্থ গরু ও ছাগলের মাংস কম দামে ক্রয় করে বিক্রি করে থাকে। হোটেলের মালিক খুব কৌশলী হওয়ায় বাজার থেকে দু-এক টা জীবিত মুরগি ক্রয় করে বেশি মুরগি ক্রয়ের মেমো সংগ্রহ করে।
এ সকল খাবার খেয়ে জনসাধারণ অসুস্থ হয়ে পড়ছে, মরা মাংস খাওয়ানো ধর্মীয়ভাবে নিষিদ্ধ। মালিক শরিয়াতুল্লাহ দিনের পর দিন তার হোটেলটিকে রমরমা করে যাচ্ছে। এ ধরণের হোটেল ব্যবসায়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি।