ঢাকা ১০ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
নেত্রকোনায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান আওয়ামী লীগ নেতার স্ত্রী সহ ৩ সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা সাংবাদিককে আইনজীবীর হুমকি, ভূমিদস্যু-জালিয়াত চক্রের দৌরাত্ম্য শেষ কোথায় ? ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন শিবপুরে স্টার সিএনজি স্টেশনের নামে মিথ্যা অপপ্রচার এবং চাঁদা দাবি আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের সীমান্ত থেকে গাঁজা এনে রাজশাহীতে সরবরাহ: ‘বিবিজান’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ঢাবিতে আগামীকাল শুরু হচ্ছে ২ দিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব’

#
news image

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘এস.এন.বসু জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৫’। 

বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চাকে অনুপ্রেরণা জোগাতে ‘বিজ্ঞান আড্ডা’ নামে শিক্ষার্থীদের একটি প্লাটফর্মের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার প্লাটফর্মটির অন্যতম সংগঠক উমামা ফাতেমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উৎসব সম্পর্কে জানা যায়।

এতে বলা হয়, শনিবার (২৪ মে) সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. এনামুল হক, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. উপমা কবির প্রমুখ। শনি ও রোববার সকাল ১০টায় উৎসব শুরু হবে।

‘বিজ্ঞান আড্ডা’ প্লাটফর্মটি ছাড়াও এ উৎসবে সহ-আয়োজক হিসেবে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সোসাইটি, গবেষণা সোসাইটি, কুইজ সোসাইটি এবং দাবা ক্লাব।

উৎসবে আইটি হ্যাকাথন, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক সাধারণ জ্ঞান কুইজ, বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা, পোস্টার প্রেজেন্টেশন, উদ্ভাবন ও প্রদর্শন, দাবা ও রুবিক’স কিউব ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে।

এ ছাড়াও কার্জন হল প্রাঙ্গণে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান ও প্রকাশনার সমন্বয়ে ৩০টি স্টল বসবে। রাজধানী ঢাকার সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে স্টলগুলো প্রদর্শন করবে। স্টলগুলোতে দর্শনার্থীরা দেশের নানাবিধ উদ্ভাবনী প্রযুক্তি পরিদর্শন করতে পারবে।

এ উৎসবে আরও থাকবে বিজ্ঞানভিত্তিক টকশো, পলিসি ডায়ালগ, বিজ্ঞান জাদুঘরের মিউজিয়াম বাস ও টেলিস্কোপের মাধ্যমে নক্ষত্রবিক্ষণের সুযোগ। এ উপলক্ষে দর্শনার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের সত্যেন বোস জাদুঘরটি খুলে দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ প্রদর্শনীরও ব্যবস্থা থাকবে।

 

নিজস্ব প্রতিবেদক :

২৪ মে, ২০২৫,  2:00 AM

news image

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘এস.এন.বসু জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৫’। 

বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চাকে অনুপ্রেরণা জোগাতে ‘বিজ্ঞান আড্ডা’ নামে শিক্ষার্থীদের একটি প্লাটফর্মের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার প্লাটফর্মটির অন্যতম সংগঠক উমামা ফাতেমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উৎসব সম্পর্কে জানা যায়।

এতে বলা হয়, শনিবার (২৪ মে) সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. এনামুল হক, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. উপমা কবির প্রমুখ। শনি ও রোববার সকাল ১০টায় উৎসব শুরু হবে।

‘বিজ্ঞান আড্ডা’ প্লাটফর্মটি ছাড়াও এ উৎসবে সহ-আয়োজক হিসেবে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সোসাইটি, গবেষণা সোসাইটি, কুইজ সোসাইটি এবং দাবা ক্লাব।

উৎসবে আইটি হ্যাকাথন, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক সাধারণ জ্ঞান কুইজ, বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা, পোস্টার প্রেজেন্টেশন, উদ্ভাবন ও প্রদর্শন, দাবা ও রুবিক’স কিউব ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে।

এ ছাড়াও কার্জন হল প্রাঙ্গণে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান ও প্রকাশনার সমন্বয়ে ৩০টি স্টল বসবে। রাজধানী ঢাকার সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে স্টলগুলো প্রদর্শন করবে। স্টলগুলোতে দর্শনার্থীরা দেশের নানাবিধ উদ্ভাবনী প্রযুক্তি পরিদর্শন করতে পারবে।

এ উৎসবে আরও থাকবে বিজ্ঞানভিত্তিক টকশো, পলিসি ডায়ালগ, বিজ্ঞান জাদুঘরের মিউজিয়াম বাস ও টেলিস্কোপের মাধ্যমে নক্ষত্রবিক্ষণের সুযোগ। এ উপলক্ষে দর্শনার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের সত্যেন বোস জাদুঘরটি খুলে দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ প্রদর্শনীরও ব্যবস্থা থাকবে।