গাজীপুরে হাসনাত আবদুল্লার ওপর হামলা, দুইদিনে গ্রেফতার- ৮৭

গাজীপুর প্রতিনিধি :
০৭ মে, ২০২৫, 2:39 AM

গাজীপুরে হাসনাত আবদুল্লার ওপর হামলা, দুইদিনে গ্রেফতার- ৮৭
হাসনাত আব্দুল্লার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে নতুন করে আরো ৪৪ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আভিযানিক দলের সদস্যরা। এ নিয়ে দু'দিনে গ্রেফতারের সংখ্যা দাড়ালো মোট ৮৭ জনে।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লার ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার দ্বিতীয় দিনে ৪৪জনকে আটকের পর গ্রেফতার দেখানো হয়। এর আগে গত কাল সোমবার একই মামলায় ৫৪জনকে আটকের পর ৪৩ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছিলো, বাকি ১১জনকে ভিন্ন মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। পরে সকল গ্রেফতারদের আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় বলে জানা গেছে।
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর মটরসাইকেল যোগে হামলার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন'র (জিএমপি) বাসন থানায় মামলাটি দায়ের করেন এনসিপির এক নেতা আল-আমিন। আজ মঙ্গলবার মামলায় অভিযুক্ত আরো ৪৪ জনকে নতুন করে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
অন্যদিকে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছিলো দলটির (এনসিপির) নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যা ৭টার পর গাজীপুর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য খন্দকার আল আমিন বাদী হয়ে ১'শ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো বেশকিছু আসামি করে নগরীর বাসন থানায় মামলাটি রুজু করেন বলে নিশ্চিত করেন ক্ষোদ এনসিপির এই নেতা আলামিন নিজেই।
জিএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) রবিউল হাসান জানান, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়ীতে হামলার ঘটনায় ওই দলের একজন বাদী হয়ে মামলা করেছেন। আসামীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
এর আগে সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সিটিএসবি অ্যান্ড প্রটেকশন বিভাগের সিআইওর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার রাত থেকে পরদিনব্যাপী অভিযানে ৫৪ জনকে আটকের কথা জানানো হয়েছিল গণমাধ্যমকে।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িবহরে হামলা করেছিল দুর্বৃত্তরা। গাজীপুরের সালনা থেকে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছলে জ্যামে আটকে থাকা অবস্থায় মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এদিকে হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার পর প্রতিবাদে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গাজীপুরসহ বিভিন্ন জেলায়-জেলায় বিক্ষোভ মিছিল করে দেষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।
গাজীপুর প্রতিনিধি :
০৭ মে, ২০২৫, 2:39 AM

হাসনাত আব্দুল্লার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে নতুন করে আরো ৪৪ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আভিযানিক দলের সদস্যরা। এ নিয়ে দু'দিনে গ্রেফতারের সংখ্যা দাড়ালো মোট ৮৭ জনে।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লার ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার দ্বিতীয় দিনে ৪৪জনকে আটকের পর গ্রেফতার দেখানো হয়। এর আগে গত কাল সোমবার একই মামলায় ৫৪জনকে আটকের পর ৪৩ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছিলো, বাকি ১১জনকে ভিন্ন মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। পরে সকল গ্রেফতারদের আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় বলে জানা গেছে।
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর মটরসাইকেল যোগে হামলার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন'র (জিএমপি) বাসন থানায় মামলাটি দায়ের করেন এনসিপির এক নেতা আল-আমিন। আজ মঙ্গলবার মামলায় অভিযুক্ত আরো ৪৪ জনকে নতুন করে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
অন্যদিকে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছিলো দলটির (এনসিপির) নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যা ৭টার পর গাজীপুর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য খন্দকার আল আমিন বাদী হয়ে ১'শ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো বেশকিছু আসামি করে নগরীর বাসন থানায় মামলাটি রুজু করেন বলে নিশ্চিত করেন ক্ষোদ এনসিপির এই নেতা আলামিন নিজেই।
জিএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) রবিউল হাসান জানান, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়ীতে হামলার ঘটনায় ওই দলের একজন বাদী হয়ে মামলা করেছেন। আসামীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
এর আগে সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সিটিএসবি অ্যান্ড প্রটেকশন বিভাগের সিআইওর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার রাত থেকে পরদিনব্যাপী অভিযানে ৫৪ জনকে আটকের কথা জানানো হয়েছিল গণমাধ্যমকে।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িবহরে হামলা করেছিল দুর্বৃত্তরা। গাজীপুরের সালনা থেকে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছলে জ্যামে আটকে থাকা অবস্থায় মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এদিকে হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার পর প্রতিবাদে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গাজীপুরসহ বিভিন্ন জেলায়-জেলায় বিক্ষোভ মিছিল করে দেষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।
সম্পর্কিত