ঢাকা ০৬ মে, ২০২৫
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গাড়ি পার্কিং সংক্রান্ত ডিএমপির নির্দেশনা বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার দেশের পথে বেগম খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ: সিইসি বিনা নোটিশে কোনো সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সুযোগ নেই : মাহফুজ আলম ঢাবি শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধির বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ এলএনজি মূল্য পরিশোধের জন্য পেট্রোবাংলা ও কৃষি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফ্রান্সিসের ‘পোপমোবাইল’ গাজার শিশুদের জন্য ক্লিনিকে রুপান্তরিত হচ্ছে সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ গুচ্ছের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, গ্রেপ্তার-৫৪

#
news image

গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লার উপর হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এর মধ্যে সদর থানায় - ৫জন, বাসন থানায় - ১২জন, কোনাবাড়ী থানায় - ৬জন, কাশিমপুর থানা - ২জন, গাছা থানা - ৪জন, পূবাইল থানা - ৫জন, টঙ্গী পূর্ব থানা - ১জন, টঙ্গী পশ্চিম থানা - ৩জন, ডিবি উত্তর - ৯জন ও ডিবি দক্ষিণ - ৭জন আটক করে। 
তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। জিএমপি'র সিটিএসবি'র সি আই ও-১ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৫মে) বেলা সোয়া ১২টার দিকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলার ঘটনায় নগরীর বিভিন্ন থানায় চিরুনি অভিযানে ৫৪জন'কে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। তবে আটককৃতদের নাম পরিচয় জানায়নি পুলিশ।
এর আগে রবিবার (৪মে) গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে মুখোশধারীদের হামলার ঘটনা ঘটে। এই হামলায় তার ব্যবহৃত গাড়ির কাচ ভেঙে যায় এবং তার হাতে ক্ষতসহ শারীরিক রক্তাক্ত আহত হন।
জানা গেছে, হামলার পর নিরাপত্তা নিশ্চিত করতে হাসনাত আব্দুল্লাহকে তাৎক্ষণিকভাবে বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি (আইইউটি) ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। পরে রাতেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি টিম তাকে ঢাকায় নিয়ে যায়। জিএমপির এক সূত্র নিরাপত্তা জোড়দার করে ঢাকায় নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সূত্রের মতে জিএমপি কমিশনারের নির্দেশে পুলিশের একটি দল হাসনাতকে ঢাকায় পৌঁছে দেয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান গহমাধ্যমকে বলেন, 'রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়। এতে কাঁচ ভেঙে তার ডান হাতে জখম হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তাকে পুলিশ প্রহরায় ঢাকা পাঠিয়ে দেয়া হয়েছে।'
এনসিপি নেতাদের ভাষ্য মতে, হাসনাত আব্দুল্লাহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালনা এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন। তখন মোটরসাইকেলে আসা কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত পরিকল্পিতভাবে তার গাড়ির গতিরোধ করে এবং ইট-পাটকেল ছুঁড়ে হামলা চালায়। গাড়ির কাচ ভেঙে গেলে আহত হন তিনি। গাড়িতে আরও দুজন আরোহী থাকলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি।
হামলার খবর ছড়িয়ে পড়লে এনসিপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। রাতেই চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার ও বাইপাস মোড় এলাকায় এনসিপির নেতাকর্মী ও ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। রাত ৯টায় চান্দনা চৌরাস্তা মোড়ে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেয়া হয়। দলটি জানিয়েছে, সোমবার হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
এনসিপির গাজীপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “এই বর্বরোচিত হামলা আওয়ামী লীগের ছত্রছায়ায় সংঘটিত। আমরা বিশ্বাস করি ছাত্রলীগ ও যুবলীগ এর সঙ্গে জড়িত। হামলাকারীদের আড়াল করা হলে রাজপথেই জবাব দেওয়া হবে।”
এদিকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন মুখোশধারী হামলা চালিয়েছে। কাঁচ ভেঙেছে, হাত রক্তাক্ত হয়েছে। যারা কাছাকাছি আছেন, অনুগ্রহ করে তাকে নিরাপত্তা দিন।”
এই ঘটনার পর তাৎক্ষণিক পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতেও দেখা গেছে। এছারা নগরীর বাহিরে ও অন্যান্য জেলা পর্যায়েও রাতেই বিক্ষোভের খবর পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি :

০৫ মে, ২০২৫,  4:27 PM

news image

গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লার উপর হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এর মধ্যে সদর থানায় - ৫জন, বাসন থানায় - ১২জন, কোনাবাড়ী থানায় - ৬জন, কাশিমপুর থানা - ২জন, গাছা থানা - ৪জন, পূবাইল থানা - ৫জন, টঙ্গী পূর্ব থানা - ১জন, টঙ্গী পশ্চিম থানা - ৩জন, ডিবি উত্তর - ৯জন ও ডিবি দক্ষিণ - ৭জন আটক করে। 
তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। জিএমপি'র সিটিএসবি'র সি আই ও-১ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৫মে) বেলা সোয়া ১২টার দিকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলার ঘটনায় নগরীর বিভিন্ন থানায় চিরুনি অভিযানে ৫৪জন'কে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। তবে আটককৃতদের নাম পরিচয় জানায়নি পুলিশ।
এর আগে রবিবার (৪মে) গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে মুখোশধারীদের হামলার ঘটনা ঘটে। এই হামলায় তার ব্যবহৃত গাড়ির কাচ ভেঙে যায় এবং তার হাতে ক্ষতসহ শারীরিক রক্তাক্ত আহত হন।
জানা গেছে, হামলার পর নিরাপত্তা নিশ্চিত করতে হাসনাত আব্দুল্লাহকে তাৎক্ষণিকভাবে বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি (আইইউটি) ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। পরে রাতেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি টিম তাকে ঢাকায় নিয়ে যায়। জিএমপির এক সূত্র নিরাপত্তা জোড়দার করে ঢাকায় নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সূত্রের মতে জিএমপি কমিশনারের নির্দেশে পুলিশের একটি দল হাসনাতকে ঢাকায় পৌঁছে দেয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান গহমাধ্যমকে বলেন, 'রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়। এতে কাঁচ ভেঙে তার ডান হাতে জখম হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তাকে পুলিশ প্রহরায় ঢাকা পাঠিয়ে দেয়া হয়েছে।'
এনসিপি নেতাদের ভাষ্য মতে, হাসনাত আব্দুল্লাহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালনা এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন। তখন মোটরসাইকেলে আসা কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত পরিকল্পিতভাবে তার গাড়ির গতিরোধ করে এবং ইট-পাটকেল ছুঁড়ে হামলা চালায়। গাড়ির কাচ ভেঙে গেলে আহত হন তিনি। গাড়িতে আরও দুজন আরোহী থাকলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি।
হামলার খবর ছড়িয়ে পড়লে এনসিপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। রাতেই চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার ও বাইপাস মোড় এলাকায় এনসিপির নেতাকর্মী ও ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। রাত ৯টায় চান্দনা চৌরাস্তা মোড়ে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেয়া হয়। দলটি জানিয়েছে, সোমবার হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
এনসিপির গাজীপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “এই বর্বরোচিত হামলা আওয়ামী লীগের ছত্রছায়ায় সংঘটিত। আমরা বিশ্বাস করি ছাত্রলীগ ও যুবলীগ এর সঙ্গে জড়িত। হামলাকারীদের আড়াল করা হলে রাজপথেই জবাব দেওয়া হবে।”
এদিকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন মুখোশধারী হামলা চালিয়েছে। কাঁচ ভেঙেছে, হাত রক্তাক্ত হয়েছে। যারা কাছাকাছি আছেন, অনুগ্রহ করে তাকে নিরাপত্তা দিন।”
এই ঘটনার পর তাৎক্ষণিক পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতেও দেখা গেছে। এছারা নগরীর বাহিরে ও অন্যান্য জেলা পর্যায়েও রাতেই বিক্ষোভের খবর পাওয়া গেছে।