ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই : মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত বিনিয়োগ আকর্ষণে দক্ষিণ কোরিয়া সফরে বিডা চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপিত গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ সালমান শাহের অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে এজহার গ্রহণের নির্দেশ ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২ নোয়াখালীতে রেকর্ডকৃত সম্পত্তি আত্মসাতের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা পিরোজপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান

কু‌ষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী খ্যাত কামিনী গ্রেপ্তার

#
news image

কু‌ষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী না‌মে খ‌্যাত কা‌মিনী‌ বেগমকে (৪৩) গ্রেপ্তার ক‌রে‌ছে সেনা‌বা‌হিনী। শ‌নিবার সকালে সদর উপ‌জেলার চৌড়হাস ফুলতলা থে‌কে তাকে গ্রেপ্তার ক‌রা হয়। তিনি একই এলাকার আজাদ সরদা‌রের স্ত্রী। এরপর সকাল সা‌ড়ে ১০টার দি‌কে কা‌মিনী‌কে ম‌ডেল থানা‌ পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়। প‌রে পু‌লিশ তাকে আদাল‌তের মাধ‌্যমে জেল হাজ‌তে পাঠি‌য়ে‌ছে। এরআগে গত বুধবার (১ মার্চ) মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর কু‌ষ্টিয়ার উপ-প‌রিদর্শক রা‌সেল ক‌বির বাদী হ‌য়ে ম‌ডেল থানায় এক‌টি মামলা ক‌রেন। সেই মামলার প্রধান আসামী হ‌য়ে তি‌নি পলাতক ছি‌লেন।
মামলার এজাহারসূ‌ত্রে জানা গে‌ছে, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গত বুধবার সন্ধ‌্যায় ক‌্যা‌প্টেন লামইয়া‌নুল ইসলামের নেতৃ‌ত্বে সেনাবা‌হিনী কু‌ষ্টিয়া ক‌্যা‌ম্পের এক‌টি দল ‌চৌড়হাস ফুলতলা এলাকায় অব‌স্থিত কা‌মিনীর মাদক বিক্রয়ের স্থান তার ডি‌মের দোকা‌নঘ‌রে অ‌ভিযান চালায়। সেনাবা‌হিনীর সাথে মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কু‌ষ্টিয়া জেলা কার্যাল‌য়ের সহকারি উপ প‌রিদর্শক সোহরাব হো‌সেনের টিম উপ‌স্থিত ছি‌লেন।
এ সময় সে‌ভেন স্টার ডিম ভান্ডার না‌মের ওই দোকানঘর তল্লাশী ক‌রে এক কে‌জি গাঁজা ও দুই বোতল ফে‌নসি‌ডিল উদ্ধার ক‌রে সেনাবা‌হিনীর আভিযা‌নিক দ‌ল। এরআগে সেনাবা‌হিনীর উপ‌স্থি‌তি টের পে‌য়ে কা‌মিনী ও তার সহ‌যো‌গি ‌মোস্তফা সরদার পা‌লি‌য়ে যায়। 
এ ঘটনার পর উপ-প‌রিদর্শক রা‌সেল ক‌বির কা‌মিনী‌ বেগম ও মোস্তফা সরদার‌কে আসামী ক‌রে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। 
এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশাররফ হো‌সেন ব‌লেন,সেনাবা‌হিনীর অ‌ভিযা‌নের পর থে‌কে কা‌মিনী পলাতক ছি‌লেন। তার বিরু‌দ্ধে মামলাও হ‌য়ে‌ছে। নিজ এলাকা থে‌কে তাকে সেনাবা‌হিনী গ্রেপ্তার ক‌রে‌ছে। পু‌লিশের কা‌ছে হস্তান্তর করার পর কা‌মিনী‌কে জেল হ‌াজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

কুষ্টিয়া প্রতিনিধি :

০৩ মে, ২০২৫,  10:49 PM

news image

কু‌ষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী না‌মে খ‌্যাত কা‌মিনী‌ বেগমকে (৪৩) গ্রেপ্তার ক‌রে‌ছে সেনা‌বা‌হিনী। শ‌নিবার সকালে সদর উপ‌জেলার চৌড়হাস ফুলতলা থে‌কে তাকে গ্রেপ্তার ক‌রা হয়। তিনি একই এলাকার আজাদ সরদা‌রের স্ত্রী। এরপর সকাল সা‌ড়ে ১০টার দি‌কে কা‌মিনী‌কে ম‌ডেল থানা‌ পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়। প‌রে পু‌লিশ তাকে আদাল‌তের মাধ‌্যমে জেল হাজ‌তে পাঠি‌য়ে‌ছে। এরআগে গত বুধবার (১ মার্চ) মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর কু‌ষ্টিয়ার উপ-প‌রিদর্শক রা‌সেল ক‌বির বাদী হ‌য়ে ম‌ডেল থানায় এক‌টি মামলা ক‌রেন। সেই মামলার প্রধান আসামী হ‌য়ে তি‌নি পলাতক ছি‌লেন।
মামলার এজাহারসূ‌ত্রে জানা গে‌ছে, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গত বুধবার সন্ধ‌্যায় ক‌্যা‌প্টেন লামইয়া‌নুল ইসলামের নেতৃ‌ত্বে সেনাবা‌হিনী কু‌ষ্টিয়া ক‌্যা‌ম্পের এক‌টি দল ‌চৌড়হাস ফুলতলা এলাকায় অব‌স্থিত কা‌মিনীর মাদক বিক্রয়ের স্থান তার ডি‌মের দোকা‌নঘ‌রে অ‌ভিযান চালায়। সেনাবা‌হিনীর সাথে মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কু‌ষ্টিয়া জেলা কার্যাল‌য়ের সহকারি উপ প‌রিদর্শক সোহরাব হো‌সেনের টিম উপ‌স্থিত ছি‌লেন।
এ সময় সে‌ভেন স্টার ডিম ভান্ডার না‌মের ওই দোকানঘর তল্লাশী ক‌রে এক কে‌জি গাঁজা ও দুই বোতল ফে‌নসি‌ডিল উদ্ধার ক‌রে সেনাবা‌হিনীর আভিযা‌নিক দ‌ল। এরআগে সেনাবা‌হিনীর উপ‌স্থি‌তি টের পে‌য়ে কা‌মিনী ও তার সহ‌যো‌গি ‌মোস্তফা সরদার পা‌লি‌য়ে যায়। 
এ ঘটনার পর উপ-প‌রিদর্শক রা‌সেল ক‌বির কা‌মিনী‌ বেগম ও মোস্তফা সরদার‌কে আসামী ক‌রে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। 
এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশাররফ হো‌সেন ব‌লেন,সেনাবা‌হিনীর অ‌ভিযা‌নের পর থে‌কে কা‌মিনী পলাতক ছি‌লেন। তার বিরু‌দ্ধে মামলাও হ‌য়ে‌ছে। নিজ এলাকা থে‌কে তাকে সেনাবা‌হিনী গ্রেপ্তার ক‌রে‌ছে। পু‌লিশের কা‌ছে হস্তান্তর করার পর কা‌মিনী‌কে জেল হ‌াজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।