ঢাবি ও আইডিইএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক :
০১ মে, ২০২৫, 12:08 AM

ঢাবি ও আইডিইএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
যৌথ গবেষণা ও শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ)’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার উপাচার্য অফিস সংলগ্ন সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম এবং আইডিইএ’র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং সংস্থার পক্ষে এতে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, গণতান্ত্রিক কাঠামোকে সংজ্ঞায়িতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইডিইএ যৌথভাবে কাজ করবে।
এছাড়া এই দুই প্রতিষ্ঠান টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণ ও তরুণীদের সম্পৃক্ত করতে উৎসাহ প্রদান এবং গণতান্ত্রিক সংস্কারে তাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য কাজ করবে। এবং ইয়ুথ ডেমোক্রেসি একাডেমির মাধ্যমে গণতন্ত্র বিষয়ক শিক্ষা ও গবেষণার উন্নয়নে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।
নিজস্ব প্রতিবেদক :
০১ মে, ২০২৫, 12:08 AM

যৌথ গবেষণা ও শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ)’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার উপাচার্য অফিস সংলগ্ন সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম এবং আইডিইএ’র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং সংস্থার পক্ষে এতে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, গণতান্ত্রিক কাঠামোকে সংজ্ঞায়িতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইডিইএ যৌথভাবে কাজ করবে।
এছাড়া এই দুই প্রতিষ্ঠান টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণ ও তরুণীদের সম্পৃক্ত করতে উৎসাহ প্রদান এবং গণতান্ত্রিক সংস্কারে তাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য কাজ করবে। এবং ইয়ুথ ডেমোক্রেসি একাডেমির মাধ্যমে গণতন্ত্র বিষয়ক শিক্ষা ও গবেষণার উন্নয়নে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।