ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
শিরোনামঃ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার : তৌহিদ পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি ঢাবিতে বিভিন্ন ভাষার এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আগামীকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু খনিজ চুক্তি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে ‘উপযুক্ত টেস্ট উইকেট’ চান সিমন্স সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার সরকারি গাড়িতে পার্কে ঘুরতে যাওয়ার মিথ্যা সংবাদ প্রকাশ করে ইউএনও'কে বিভ্রান্ত করার চেষ্টা

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৬ হাজার ৯২৮, বহিষ্কার ২২ পরীক্ষার্থী

#
news image

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথম দিনেই পরীক্ষায় সব বোর্ডে মোট অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছেন ২২ জন পরীক্ষার্থী।

আজ বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের প্রধান সমন্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বাসসকে বলেন, প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম সেটা পূরণ হয়েছে। কোথাও কোনো প্রকারের সমস্যা ছাড়া প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। সামনের পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে শেষ হবে বলে আশা করছি।

এ বছর ১১ টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ২৭ হাজার ৭৭৮ জন। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী।

এ বছর এসএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা বোর্ডের অধীনে ৪৩৮টি কেন্দ্রে ৩ লাখ ৪২ হাজার ৯৫৪ জন অংশ নেয়ার কথা থাকলেও ৩ লাখ ৩৯ হাজার ৪৫৮ পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম দিনের পরীক্ষায় ৩ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২১৯ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার ৪৪৪ জনের মধ্যে ১ লাখ ২৩ হাজার ২৭১ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ১৭৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের ২৬৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৬২ হাজার ৬৭৯ জনের মধ্যে ১ লাখ ৬১ হাজার ৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৬২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বরিশাল শিক্ষা বোর্ডের ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৭৮ হাজার ১৭৮ জনের মধ্যে ৭৭ হাজার ১৪৫ পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের ১৫৪টি পরীক্ষা কেন্দ্রে ৮২ হাজার ৯৯২ জনের মধ্যে ৮২ হাজার ১১৪ পরীক্ষার্থী অংশ নেয়। ৮৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৬৭ হাজার ৬০৬ জনের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ২৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৩৪১ জন অনুপস্থিত ছিল।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৭৩ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ২ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৫৬টি পরীক্ষা কেন্দ্রে ৯২ হাজার ৮১০ জনের মধ্যে ৯১ হাজার ৯৬৮ শিক্ষার্থী উপস্থিত ছিল। ৮৪২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের ২৯৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৩৩ হাজার ৩৭৯ জনের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৫৭৯ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৭২৫টি পরীক্ষা কেন্দ্রে ২ লাখ ৬১ হাজার ৯১২ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২ লাখ ৫২ হাজার ২৮৯ জন। মোট ৯ হাজার ৬২৩ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ৩ দশমিক ৬৭ শতাংশ। এ বোর্ডে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ৬৯৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৩১ হাজার ২৩৬ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ২৮ হাজার ৬৬৯ জন। মোট অনুপস্থিত ২ হাজার ৫৬৭ পরীক্ষার্থী। এ বোর্ডে ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রথম দিন কোন পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক :

১০ এপ্রিল, ২০২৫,  11:38 PM

news image

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথম দিনেই পরীক্ষায় সব বোর্ডে মোট অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছেন ২২ জন পরীক্ষার্থী।

আজ বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের প্রধান সমন্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বাসসকে বলেন, প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম সেটা পূরণ হয়েছে। কোথাও কোনো প্রকারের সমস্যা ছাড়া প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। সামনের পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে শেষ হবে বলে আশা করছি।

এ বছর ১১ টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ২৭ হাজার ৭৭৮ জন। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী।

এ বছর এসএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা বোর্ডের অধীনে ৪৩৮টি কেন্দ্রে ৩ লাখ ৪২ হাজার ৯৫৪ জন অংশ নেয়ার কথা থাকলেও ৩ লাখ ৩৯ হাজার ৪৫৮ পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম দিনের পরীক্ষায় ৩ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২১৯ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার ৪৪৪ জনের মধ্যে ১ লাখ ২৩ হাজার ২৭১ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ১৭৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের ২৬৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৬২ হাজার ৬৭৯ জনের মধ্যে ১ লাখ ৬১ হাজার ৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৬২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বরিশাল শিক্ষা বোর্ডের ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৭৮ হাজার ১৭৮ জনের মধ্যে ৭৭ হাজার ১৪৫ পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের ১৫৪টি পরীক্ষা কেন্দ্রে ৮২ হাজার ৯৯২ জনের মধ্যে ৮২ হাজার ১১৪ পরীক্ষার্থী অংশ নেয়। ৮৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৬৭ হাজার ৬০৬ জনের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ২৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৩৪১ জন অনুপস্থিত ছিল।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৭৩ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ২ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৫৬টি পরীক্ষা কেন্দ্রে ৯২ হাজার ৮১০ জনের মধ্যে ৯১ হাজার ৯৬৮ শিক্ষার্থী উপস্থিত ছিল। ৮৪২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের ২৯৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৩৩ হাজার ৩৭৯ জনের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৫৭৯ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৭২৫টি পরীক্ষা কেন্দ্রে ২ লাখ ৬১ হাজার ৯১২ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২ লাখ ৫২ হাজার ২৮৯ জন। মোট ৯ হাজার ৬২৩ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ৩ দশমিক ৬৭ শতাংশ। এ বোর্ডে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ৬৯৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৩১ হাজার ২৩৬ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ২৮ হাজার ৬৬৯ জন। মোট অনুপস্থিত ২ হাজার ৫৬৭ পরীক্ষার্থী। এ বোর্ডে ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রথম দিন কোন পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।