চট্টগ্রামের বোয়ালখালীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

আবুল হাসেম, চট্টগ্রাম:
২৩ মার্চ, ২০২৫, 7:22 AM

চট্টগ্রামের বোয়ালখালীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
জেলার বোয়ালখালী উপজেলার তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দিদারুল আলম (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দিদারুল আলম বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড চরখিদিরপুর গ্রামের নবাব আলী সওদাগর বাড়ির মৃত গোলাম নবীর ছেলে। শিশুর মা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে জমি থেকে মেয়েকে শাক আনার জন্য পাঠিয়েছিলাম।
সে শাক না চেনায় সেখানে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করে। সে শাক দেখিয়ে দেওয়ার কথা বলে একটি ঘরে নিয়ে গিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোর করে কাপড় খুলে ফেলে।
এসময় ওই লোক হাত-পা বাঁধতে চাইলে মেয়ে ভয়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে এবং এ ঘটনা খুলে বলে।
তিনি বলেন, মেয়ে অসুস্থ।
গত মাসে তাকে ক্লিনিকে ভর্তি করাতে হয়েছিল। ওই লোকটি আমার মেয়েকে মেরে ফেলতো। আমি এ ঘটনার বিচার চাই।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত দিদারুল আলমকে শনাক্ত করা হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন, এ ব্যাপারে শিশুর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। তাকে শনিবার (২২ মার্চ) আদালতে পাঠানো হয়েছে।
আবুল হাসেম, চট্টগ্রাম:
২৩ মার্চ, ২০২৫, 7:22 AM

জেলার বোয়ালখালী উপজেলার তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দিদারুল আলম (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দিদারুল আলম বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড চরখিদিরপুর গ্রামের নবাব আলী সওদাগর বাড়ির মৃত গোলাম নবীর ছেলে। শিশুর মা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে জমি থেকে মেয়েকে শাক আনার জন্য পাঠিয়েছিলাম।
সে শাক না চেনায় সেখানে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করে। সে শাক দেখিয়ে দেওয়ার কথা বলে একটি ঘরে নিয়ে গিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোর করে কাপড় খুলে ফেলে।
এসময় ওই লোক হাত-পা বাঁধতে চাইলে মেয়ে ভয়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে এবং এ ঘটনা খুলে বলে।
তিনি বলেন, মেয়ে অসুস্থ।
গত মাসে তাকে ক্লিনিকে ভর্তি করাতে হয়েছিল। ওই লোকটি আমার মেয়েকে মেরে ফেলতো। আমি এ ঘটনার বিচার চাই।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত দিদারুল আলমকে শনাক্ত করা হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন, এ ব্যাপারে শিশুর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। তাকে শনিবার (২২ মার্চ) আদালতে পাঠানো হয়েছে।