রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রীকে শারীরিক হেনস্তা

রাজশাহী থেকে বাবুল ঃ
১৪ মার্চ, ২০২৫, 6:45 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রীকে শারীরিক হেনস্তা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শারীরিক হেনস্তা ও মারধর করার অভিযোগে বহিরাগত ২ যুবককে আটক করেছে আরএমপির মতিহার থানা পুলিশ।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান আটককৃতরা হলেন মতিহার থানার ধরমপুর এলাকার মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ তন্ময়(২৮) ও একুই এলকার মোঃ ইন্তাজের ছেলে মিলন(৩৮)। গত ১২ মার্চ রাবির শিক্ষার্থী মোঃ ফারহান মাহমুদ ও তার বান্ধবি কাজলা গেটে ইফতারের জন্য বাজার করছিল।
এ সময় বহিরাগত যুবক তার বান্ধবিকে ইভটিজিং করে। এ ঘটনায় বান্ধবি প্রতিবাদ করলে তন্ময় নামক যুবক ও তার সহযোগি তাদের উপর চড়াও হয় ফরহানের বিভিন্ন স্থানে আঘাত করে ও তার বান্ধবিকেও শারীরিকভাবে হেনস্তা করে। ফলে ফরহান মতিহার থানায় অভিযোগ করলে মতিহার থানার উপ-পুলিশ কমিশনার মোঃ মমিনুল করিমের নির্দেশে পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে অভিযুক্তদেও সনাক্ত করে ও গত বৃহস্প্রতিবার( ১৩ মার্চ ) দুপুরে গোপন তথ্যের উপর ভিতি করে রাজপাড়া থানার হটিকালচার এলাকা থেকে তাদেও আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাজশাহী থেকে বাবুল ঃ
১৪ মার্চ, ২০২৫, 6:45 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শারীরিক হেনস্তা ও মারধর করার অভিযোগে বহিরাগত ২ যুবককে আটক করেছে আরএমপির মতিহার থানা পুলিশ।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান আটককৃতরা হলেন মতিহার থানার ধরমপুর এলাকার মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ তন্ময়(২৮) ও একুই এলকার মোঃ ইন্তাজের ছেলে মিলন(৩৮)। গত ১২ মার্চ রাবির শিক্ষার্থী মোঃ ফারহান মাহমুদ ও তার বান্ধবি কাজলা গেটে ইফতারের জন্য বাজার করছিল।
এ সময় বহিরাগত যুবক তার বান্ধবিকে ইভটিজিং করে। এ ঘটনায় বান্ধবি প্রতিবাদ করলে তন্ময় নামক যুবক ও তার সহযোগি তাদের উপর চড়াও হয় ফরহানের বিভিন্ন স্থানে আঘাত করে ও তার বান্ধবিকেও শারীরিকভাবে হেনস্তা করে। ফলে ফরহান মতিহার থানায় অভিযোগ করলে মতিহার থানার উপ-পুলিশ কমিশনার মোঃ মমিনুল করিমের নির্দেশে পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে অভিযুক্তদেও সনাক্ত করে ও গত বৃহস্প্রতিবার( ১৩ মার্চ ) দুপুরে গোপন তথ্যের উপর ভিতি করে রাজপাড়া থানার হটিকালচার এলাকা থেকে তাদেও আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।