পোশাক শিল্প শ্রমিকদের উদ্দেশ্যে গাজীপুরে পুলিশ প্রধানের ব্রিফিং

গাজীপুর প্রতিনিধি :
১৪ মার্চ, ২০২৫, 4:00 AM

পোশাক শিল্প শ্রমিকদের উদ্দেশ্যে গাজীপুরে পুলিশ প্রধানের ব্রিফিং
শিল্প কারখানার শ্রমিকদেরকে কোন প্রকার গুজবে কান দিতে বারণ করেছেন বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) বাহারুল আলম।
বৃহস্পতিবার (১৩মার্চ) সকালে তিনি গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস মোগরখাল এলাকায় শিল্প পুলিশ-২ এর কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় আইজিপি আরো বলেন, শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা ও ঈদ বোনাস ২০ মার্চের মধ্যে প্রদান করতে পূর্ববর্তী প্রতিশ্রুতি মোতাবেক সংশ্লিষ্ট মালিকদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, গুজব ছড়িয়ে কারখানা ভাঙচুর কার্যক্রমে অংশ নিলে সেসব ক্ষেত্রে যারা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনণগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই রাস্তা অবরোধ করার মত জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনোধরনের কাজকর্ম করা যাবে না বলেও শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন ওই ব্রীফিংকালে।
একইসাথে কারখানা সংশ্লিষ্ট এবং স্থানীয় অধিবাসীরা কারখানার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশকে সহযোগিতা করবেন বলেও আইজিপি আশাবাদ ব্যাক্ত করেন।
ঈদের ছুটিতে শ্রমজীবী মানুষেরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন সেজন্য শিল্প, জেলা ও মহানগর পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দাবি আদায়ের জন্য শ্রমিকদেরকে রাস্তা না আটকানো এবং জনগণের উৎসব আয়োজনে বিঘ্ন হয়ে না দাঁড়াতে অনুরোধ করেন আইজিপি। এসব কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিবগাতুল্লা'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি ইসরাইল হাওলাদার ও শিল্পাঞ্চল পুলিশের সদস্যসহ গাজীপুরে কর্মরত সাংবাদিকরা।
গাজীপুর প্রতিনিধি :
১৪ মার্চ, ২০২৫, 4:00 AM

শিল্প কারখানার শ্রমিকদেরকে কোন প্রকার গুজবে কান দিতে বারণ করেছেন বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) বাহারুল আলম।
বৃহস্পতিবার (১৩মার্চ) সকালে তিনি গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস মোগরখাল এলাকায় শিল্প পুলিশ-২ এর কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় আইজিপি আরো বলেন, শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা ও ঈদ বোনাস ২০ মার্চের মধ্যে প্রদান করতে পূর্ববর্তী প্রতিশ্রুতি মোতাবেক সংশ্লিষ্ট মালিকদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, গুজব ছড়িয়ে কারখানা ভাঙচুর কার্যক্রমে অংশ নিলে সেসব ক্ষেত্রে যারা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনণগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই রাস্তা অবরোধ করার মত জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনোধরনের কাজকর্ম করা যাবে না বলেও শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন ওই ব্রীফিংকালে।
একইসাথে কারখানা সংশ্লিষ্ট এবং স্থানীয় অধিবাসীরা কারখানার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশকে সহযোগিতা করবেন বলেও আইজিপি আশাবাদ ব্যাক্ত করেন।
ঈদের ছুটিতে শ্রমজীবী মানুষেরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন সেজন্য শিল্প, জেলা ও মহানগর পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দাবি আদায়ের জন্য শ্রমিকদেরকে রাস্তা না আটকানো এবং জনগণের উৎসব আয়োজনে বিঘ্ন হয়ে না দাঁড়াতে অনুরোধ করেন আইজিপি। এসব কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিবগাতুল্লা'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি ইসরাইল হাওলাদার ও শিল্পাঞ্চল পুলিশের সদস্যসহ গাজীপুরে কর্মরত সাংবাদিকরা।
সম্পর্কিত