ঢাকা ০৩ ডিসেম্বর, ২০২৫
শিরোনামঃ
সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গাজীপুরে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  পিরোজপুরে  সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের উপর অতর্কিত হামলা বাগেরহাট যুবদলের কোরান খতম ও দোয়া মাহফিল বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে সরকার সহায়তা করবে : পররাষ্ট্র উপদেষ্টা দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া : জাহিদ হোসেন এলপিজি দাম সমন্বয় করেছে সরকার

তেঁতুলিয়ায় বিএডিসি ডিলার রেশমা ও বাবু’র চিহ্নহীন ঠিকানা, আড়তের ঠিকানা মোতালেব

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ডিলার রেশমা ও বাবু’র চিহ্নহীন ঠিকানায় আড়ৎ গড়ে তুলেছেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেবের দোকানের গোডাউনে। এছাড়াও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ডিলার মেসার্স আকিব এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্বেও রয়েছেন মোতালেব।  

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে উপজেলার তিরনইহাট ইউনিয়নের তিরনইহাট বাজারে গেলে অন্যান্য বিএডিসি ডিলারের গুদাম বা দোকান দেখতে ও জানতে পারা গেলেও রেশমা ও বাবু ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের কথা অনেকেই বলতে পারেননি। অনেক খোঁজখবর নেওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানের কাছ থেকে জানতে পারা যায়, রেশমা ও বাবু ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের কার্যক্রম মোতালেব ও মোসাদ্দেকুর রহমান ওনারাই চালায়। মোসাদ্দেকুর রহমান হলেন মোতালেবের ছোট ভাই একই অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে দায়িত্বে রয়েছেন। এছাড়া মোসাদ্দেকুর রহমানের মিসেস শারমিন আক্তারও ওই অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োজিত আছেন।  
এরপর আব্দুল মোতালেবের কীটনাশক দোকানের কর্মচারীদের জিজ্ঞাসা করলে জানা যায়, আকিব এন্টারপ্রাই, রেশমা ও বাবু ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের সার ওনারাই বিক্রি করেন। তবে আকিব এন্টারপ্রাইজ সাইনবোর্ড দেখা গেলেও অন্যান্য দুটির সাইনবোর্ড টাঙ্গানো হয়নি।          

জানা যায়, উপজেলার তিরনইহাট ইউনিয়নের তিরনইহাট বাজারে অবস্থিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক অনুমোদিত মেসার্স আকিব এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হচ্ছেন হান্নান শেখ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত মেসার্স রেশমা ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হচ্ছেন মোছাঃ রেশমা খাতুন ও বাবু ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হচ্ছেন বাবু হোসেন। আরও জানা যায়, আকিব এন্টারপ্রাইজ, রেশমা ও বাবু ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের লাইসেন্সধারীরা একই পরিবারের। এতে হান্নান শেখের গভীর তথ্যে উঠে আসবে একই ব্যক্তি ভিন্ন নামে একাধিক লাইসেন্স নেওয়ার রহস্য।
বাজারে থাকা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বললে জানা যায়, তারা রেশমা ও বাবু ট্রেডার্স এসব প্রতিষ্ঠানের নাম শুনেননি এবং কথায় রয়েছে তাও তারা জানেননা। সার কথায় বিক্রি হচ্ছে কিভাবে হচ্ছে এমন প্রশ্নে অনেকে বলেন, দোকানই চিনিনা বলবো কিভাবে?    

রেশমা ও বাবু ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে থাকা হান্নান শেখের ভাগিনা রাসেল মুঠোফোনে বলেন, এগুলো মোতালেব সাহেব দেখাশোনা করেন। তিনি উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেবের সঙ্গে কথা বলতে বলেন।  

পরে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেব ওয়াটসঅ্যাপ এ ফোন দিয়ে বলেন, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে। ‘রাসেল ভাই বললেন আপনি তার প্রতিষ্ঠান গুলো দেখাশোনা করছেন এমন প্রশ্নে তিনি বলেন, নিজেকে বাঁচানোর জন্যই তিনি এসব বলছেন।’    

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ইসলাম বলেন, রেশমা ও বাবু ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানকে দেবনগড় বাজার থেকে তিরনইহাটে নিয়ে আসা হয়েছে। সাইনবোর্ড না থাকা ও গোডাউন বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, হয়তো সেভাবে গোডাউন না থাকায় সাইনবোর্ড টাঙ্গানো হয়নি। তবে তাদের নরমালি গোডাউন থাকার কথা। দেবনগড়ে তাদের ভালোভাবে গোডাউন তৈরির ব্যবস্থা চলছে, সেখানেই চলে যাবে। মোতালেবের দোকানেই চালানো হচ্ছে সেই ডিলারের সার এমন প্রশ্নে তিনি বলেন, তেমনটি নয় তাদের আলাদা গোডাউন আছে। ফেব্রুয়ারি মাসে রেশমা ও বাবু ট্রেডার্স কেমন বরাদ্দ পেয়েছিলেন এমন জিজ্ঞায় তিনি বলেন, তেমন মনে নেই তবে ডিএপি ৪২ থেকে ৪৩ বস্তা হতে পারে। মোতালেব সাহেবের কাছে এ তথ্য রয়েছে উনার কাছ থেকে জেনে নিতে পারেন। 

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ

২৮ ফেব্রুয়ারি, ২০২৫,  5:06 AM

news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ডিলার রেশমা ও বাবু’র চিহ্নহীন ঠিকানায় আড়ৎ গড়ে তুলেছেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেবের দোকানের গোডাউনে। এছাড়াও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ডিলার মেসার্স আকিব এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্বেও রয়েছেন মোতালেব।  

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে উপজেলার তিরনইহাট ইউনিয়নের তিরনইহাট বাজারে গেলে অন্যান্য বিএডিসি ডিলারের গুদাম বা দোকান দেখতে ও জানতে পারা গেলেও রেশমা ও বাবু ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের কথা অনেকেই বলতে পারেননি। অনেক খোঁজখবর নেওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানের কাছ থেকে জানতে পারা যায়, রেশমা ও বাবু ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের কার্যক্রম মোতালেব ও মোসাদ্দেকুর রহমান ওনারাই চালায়। মোসাদ্দেকুর রহমান হলেন মোতালেবের ছোট ভাই একই অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে দায়িত্বে রয়েছেন। এছাড়া মোসাদ্দেকুর রহমানের মিসেস শারমিন আক্তারও ওই অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োজিত আছেন।  
এরপর আব্দুল মোতালেবের কীটনাশক দোকানের কর্মচারীদের জিজ্ঞাসা করলে জানা যায়, আকিব এন্টারপ্রাই, রেশমা ও বাবু ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের সার ওনারাই বিক্রি করেন। তবে আকিব এন্টারপ্রাইজ সাইনবোর্ড দেখা গেলেও অন্যান্য দুটির সাইনবোর্ড টাঙ্গানো হয়নি।          

জানা যায়, উপজেলার তিরনইহাট ইউনিয়নের তিরনইহাট বাজারে অবস্থিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক অনুমোদিত মেসার্স আকিব এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হচ্ছেন হান্নান শেখ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত মেসার্স রেশমা ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হচ্ছেন মোছাঃ রেশমা খাতুন ও বাবু ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হচ্ছেন বাবু হোসেন। আরও জানা যায়, আকিব এন্টারপ্রাইজ, রেশমা ও বাবু ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের লাইসেন্সধারীরা একই পরিবারের। এতে হান্নান শেখের গভীর তথ্যে উঠে আসবে একই ব্যক্তি ভিন্ন নামে একাধিক লাইসেন্স নেওয়ার রহস্য।
বাজারে থাকা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বললে জানা যায়, তারা রেশমা ও বাবু ট্রেডার্স এসব প্রতিষ্ঠানের নাম শুনেননি এবং কথায় রয়েছে তাও তারা জানেননা। সার কথায় বিক্রি হচ্ছে কিভাবে হচ্ছে এমন প্রশ্নে অনেকে বলেন, দোকানই চিনিনা বলবো কিভাবে?    

রেশমা ও বাবু ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে থাকা হান্নান শেখের ভাগিনা রাসেল মুঠোফোনে বলেন, এগুলো মোতালেব সাহেব দেখাশোনা করেন। তিনি উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেবের সঙ্গে কথা বলতে বলেন।  

পরে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেব ওয়াটসঅ্যাপ এ ফোন দিয়ে বলেন, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে। ‘রাসেল ভাই বললেন আপনি তার প্রতিষ্ঠান গুলো দেখাশোনা করছেন এমন প্রশ্নে তিনি বলেন, নিজেকে বাঁচানোর জন্যই তিনি এসব বলছেন।’    

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ইসলাম বলেন, রেশমা ও বাবু ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানকে দেবনগড় বাজার থেকে তিরনইহাটে নিয়ে আসা হয়েছে। সাইনবোর্ড না থাকা ও গোডাউন বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, হয়তো সেভাবে গোডাউন না থাকায় সাইনবোর্ড টাঙ্গানো হয়নি। তবে তাদের নরমালি গোডাউন থাকার কথা। দেবনগড়ে তাদের ভালোভাবে গোডাউন তৈরির ব্যবস্থা চলছে, সেখানেই চলে যাবে। মোতালেবের দোকানেই চালানো হচ্ছে সেই ডিলারের সার এমন প্রশ্নে তিনি বলেন, তেমনটি নয় তাদের আলাদা গোডাউন আছে। ফেব্রুয়ারি মাসে রেশমা ও বাবু ট্রেডার্স কেমন বরাদ্দ পেয়েছিলেন এমন জিজ্ঞায় তিনি বলেন, তেমন মনে নেই তবে ডিএপি ৪২ থেকে ৪৩ বস্তা হতে পারে। মোতালেব সাহেবের কাছে এ তথ্য রয়েছে উনার কাছ থেকে জেনে নিতে পারেন।