ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনতে সমন্বিত সংস্কারে অগ্রগতি নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বাংলাদেশ ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি : তারেক রহমান এনসিপি'র ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ২৮ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫০.৬ শতাংশ বৃদ্ধি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব এরদোয়ানের ডেঙ্গুতে আরও ২৫ জন হাসপাতালে ভর্তি এসএসসি পরীক্ষক নিয়োগে ভুল তথ্য দিলে কঠোর ব্যবস্থা : ঢাকা শিক্ষা বোর্ড

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য বাংলাদেশের

#
news image

জয় দিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য নিয়ে আগামীকাল সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। এ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে। 

হারারেতে সুপার সিক্স গ্রুপ-২এ বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।  

‘বি’ গ্রুপে ভারতের কাছে হারের পর বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় বাংলাদেশকে। তবে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে তারা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ। এই গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্সে উঠেছে। তাই ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া পয়েন্ট সুপার সিক্সে যোগ হয় বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করায় ১ পয়েন্ট নিয়ে সুপার সিক্স খেলতে নামে বাংলাদেশ।

সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। কারণ ৩ ম্যাচে ১ পয়েন্ট থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারবে না বাংলাদেশের যুবারা। ৩ ম্যাচ করে খেলে ভারত ও ইংল্যান্ডের ৬ এবং পাকিস্তানের ৪ পয়েন্ট রয়েছে।

সুপার সিক্স থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ায়, শেষ ম্যাচে জয় দিয়ে এবারের আসর শেষ করার লক্ষ্য থাকবে তাদের। 

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিন আসরের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

নিজস্ব প্রতিবেদক :

৩০ জানুয়ারি, ২০২৬,  8:23 PM

news image

জয় দিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য নিয়ে আগামীকাল সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। এ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে। 

হারারেতে সুপার সিক্স গ্রুপ-২এ বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।  

‘বি’ গ্রুপে ভারতের কাছে হারের পর বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় বাংলাদেশকে। তবে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে তারা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ। এই গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্সে উঠেছে। তাই ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া পয়েন্ট সুপার সিক্সে যোগ হয় বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করায় ১ পয়েন্ট নিয়ে সুপার সিক্স খেলতে নামে বাংলাদেশ।

সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। কারণ ৩ ম্যাচে ১ পয়েন্ট থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারবে না বাংলাদেশের যুবারা। ৩ ম্যাচ করে খেলে ভারত ও ইংল্যান্ডের ৬ এবং পাকিস্তানের ৪ পয়েন্ট রয়েছে।

সুপার সিক্স থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ায়, শেষ ম্যাচে জয় দিয়ে এবারের আসর শেষ করার লক্ষ্য থাকবে তাদের। 

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিন আসরের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।