পিরোজপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান

পিরোজপুর প্রতিনিধি :
২১ অক্টোবর, ২০২৫, 5:06 AM

পিরোজপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান
পিরোজপুর পৌরসভাধীন ০৯ নং ওয়ার্ডের বাইপাস রানীপুর এলাকায় রোববার (১৯ অক্টোবর) রাতে আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টা ৪৫ মিনিটের দিকে বাইপাস রানীপুর বাজারের দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা যায়।
অগ্নিকাণ্ডে একটি মোদি মনোহরি দোকান, একটি স্বর্ণের দোকান, একটি পোল্টি মুরগি ও মুরগির খাবারের দোকান এবং একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ যুগল বিশ্বাস জানান, আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা রয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
দূর্ঘটনার খবর শোনামাত্রই পৃথক পৃথক সময়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর এর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান,পিরোজপুর এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন,পিরোজপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ সরোয়ার হোসেন হাওলাদার,পিরোজপুর ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদি।
পিরোজপুর প্রতিনিধি :
২১ অক্টোবর, ২০২৫, 5:06 AM

পিরোজপুর পৌরসভাধীন ০৯ নং ওয়ার্ডের বাইপাস রানীপুর এলাকায় রোববার (১৯ অক্টোবর) রাতে আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টা ৪৫ মিনিটের দিকে বাইপাস রানীপুর বাজারের দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা যায়।
অগ্নিকাণ্ডে একটি মোদি মনোহরি দোকান, একটি স্বর্ণের দোকান, একটি পোল্টি মুরগি ও মুরগির খাবারের দোকান এবং একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ যুগল বিশ্বাস জানান, আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা রয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
দূর্ঘটনার খবর শোনামাত্রই পৃথক পৃথক সময়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর এর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান,পিরোজপুর এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন,পিরোজপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ সরোয়ার হোসেন হাওলাদার,পিরোজপুর ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদি।