ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ

#
news image

সাফ অনূর্ধ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভারতের কাছে হেরে আজ নেপালের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে নেপালকে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পুরো ম্যাচেই বাংলাদেশ দাপট দেখিয়েছে। শুরুতেই আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতিরা গোলের সুযোগ হাতছাড়া করেছেন। ১৪ মিনিটে প্রীতির প্লেসিং শট ফিস্ট করে রক্ষা করেন নেপালের গোলরক্ষর লক্ষ্মী ওলি। ৩৫ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও প্রীতির শট লক্ষ্যভ্রষ্ট হয়। 

৪১ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে থৈনু মারমা বক্সের মধ্যে কোনাকুনি শটে গোল করেন। চার মিনিট পর মধ্যমাঠ থেকে দারুন এক আক্রমণে প্রীতি নেপালের বক্সের সামনে বল পান। নেপালের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে এসেও বল ধরতে পারেননি। প্রীতি বক্সের বাইরে থেকেই দূরপাল্লার শটে বল জালে জড়ান। 

বিরতির পর নেপাল গোলের জন্য মরিয়া ছিল। মিডফিল্ডে বাংলাদেশের ভুলে বল পান নেপালের ফরোয়ার্ড সাহারা লিম্বুর। কিন্তু বক্সের ভিতর থেকে তার নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করে নেপাল ৬২ মিনিটে। বাংলাদেশের ফুটবলারদের অফ সাইড ট্র্যাপ ভেদ করে নেপালের দুই ফুটবলার বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষক ইয়ারজানকে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি। 

৭৯ মিনিটে প্রীতির শট ক্রসবারে লেগে ফেরত আসে। পাঁচ মিনিট পর থুইনুইয়ের দূরপাল্লার শটও ফিরে আসে পোস্টে লেগে। যোগ করা সময়ে প্রীতির শট পোস্টে লেগে ফিরে আসে। পরের  মিনিটেই বদলি খেলোয়াড় রিয়া দারুন ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান।

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ২৭ আগস্ট নেপালের বিপক্ষে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ।

 

নিজস্ব প্রতিবেদক :

২৫ আগস্ট, ২০২৫,  12:28 AM

news image

সাফ অনূর্ধ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভারতের কাছে হেরে আজ নেপালের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে নেপালকে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পুরো ম্যাচেই বাংলাদেশ দাপট দেখিয়েছে। শুরুতেই আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতিরা গোলের সুযোগ হাতছাড়া করেছেন। ১৪ মিনিটে প্রীতির প্লেসিং শট ফিস্ট করে রক্ষা করেন নেপালের গোলরক্ষর লক্ষ্মী ওলি। ৩৫ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও প্রীতির শট লক্ষ্যভ্রষ্ট হয়। 

৪১ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে থৈনু মারমা বক্সের মধ্যে কোনাকুনি শটে গোল করেন। চার মিনিট পর মধ্যমাঠ থেকে দারুন এক আক্রমণে প্রীতি নেপালের বক্সের সামনে বল পান। নেপালের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে এসেও বল ধরতে পারেননি। প্রীতি বক্সের বাইরে থেকেই দূরপাল্লার শটে বল জালে জড়ান। 

বিরতির পর নেপাল গোলের জন্য মরিয়া ছিল। মিডফিল্ডে বাংলাদেশের ভুলে বল পান নেপালের ফরোয়ার্ড সাহারা লিম্বুর। কিন্তু বক্সের ভিতর থেকে তার নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করে নেপাল ৬২ মিনিটে। বাংলাদেশের ফুটবলারদের অফ সাইড ট্র্যাপ ভেদ করে নেপালের দুই ফুটবলার বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষক ইয়ারজানকে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি। 

৭৯ মিনিটে প্রীতির শট ক্রসবারে লেগে ফেরত আসে। পাঁচ মিনিট পর থুইনুইয়ের দূরপাল্লার শটও ফিরে আসে পোস্টে লেগে। যোগ করা সময়ে প্রীতির শট পোস্টে লেগে ফিরে আসে। পরের  মিনিটেই বদলি খেলোয়াড় রিয়া দারুন ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান।

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ২৭ আগস্ট নেপালের বিপক্ষে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ।