রাজশাহীতে জেএফএ অনুর্ধ-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার ফল

রাজশাহী প্রতিনিধি :
১৮ আগস্ট, ২০২৫, 9:54 PM
রাজশাহীতে জেএফএ অনুর্ধ-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার ফল
জেএফএ অনুর্ধ-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের খেলা গতকাল সোমবার (১৮আগস্ট) দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত হয়।
খেলায় সফররত জয়পুরহাট ২-০ গোলে নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে পুজারানী ৬ ও ৩৪ মিনিটে ১টি করে গোল করেন। দিনের অন্য খেলায় সিরাজগঞ্জ ও নঁওগা জেলা ১-১ গোলে ড্র করে। সিরাজগঞ্জের পক্ষে অনিতা ৩০ মিনিটে ১টি গোল করেন ও নঁওগার জেলার পক্ষে সুতিরানী ৩৪ মিনিটে ১টি গোল পরিশোধ করলে খেলা ড্র হয়। আজ মঙ্গলবার ফাইনালে স্বাগতিক রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা অংশ নেবে বলে বাফুফের ওমেন্স কমিটির প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম জানান
রাজশাহী প্রতিনিধি :
১৮ আগস্ট, ২০২৫, 9:54 PM
জেএফএ অনুর্ধ-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের খেলা গতকাল সোমবার (১৮আগস্ট) দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত হয়।
খেলায় সফররত জয়পুরহাট ২-০ গোলে নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে পুজারানী ৬ ও ৩৪ মিনিটে ১টি করে গোল করেন। দিনের অন্য খেলায় সিরাজগঞ্জ ও নঁওগা জেলা ১-১ গোলে ড্র করে। সিরাজগঞ্জের পক্ষে অনিতা ৩০ মিনিটে ১টি গোল করেন ও নঁওগার জেলার পক্ষে সুতিরানী ৩৪ মিনিটে ১টি গোল পরিশোধ করলে খেলা ড্র হয়। আজ মঙ্গলবার ফাইনালে স্বাগতিক রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা অংশ নেবে বলে বাফুফের ওমেন্স কমিটির প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম জানান