ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

রোনালদোর হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে বড় জয় আল নাসরের

#
news image

ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে দাপুটে জয় পেয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। 

আজ পর্তুগালের আলগারভে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আল নাসর ৪-০ গোলে হারিয়েছে রিও অ্যাভেকে। 

ম্যাচের ১৫ মিনিটে মোহামেদ সিমাকানের গোলে এগিয়ে যায় আল-নাসর। ৪৪ মিনিটে আল নাসরকে দ্বিতীয় গোল এনে দেন রোনালদো। দারুণ শটে গোলরক্ষক সেজারি মিসটাকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। 

২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় রোনালদোর আল নাসর। বিরতির পর আল নাসরকে তৃতীয় গোল এনে দেন রোনালদো। 

দ্বিতীয়াধের্র ১৮ মিনিটে আল-নাসরকে তৃতীয় গোল এনে দেন রোনালদো। নিজের দ্বিতীয় গোলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রোনালদো।

পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয়ে মাঠ ছাড়ে আল নাসর। 

আগামী রোববার আলমেরিয়ার বিপক্ষে স্পেনে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে আল নাসর। এর আগে গত সপ্তাহে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল তারা।  ম্যাচে  আল নাসরের হয়ে এক গোল করেছিলেন রোনালদো।

অনলাইন ডেক্স :

০৯ আগস্ট, ২০২৫,  4:43 AM

news image

ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে দাপুটে জয় পেয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। 

আজ পর্তুগালের আলগারভে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আল নাসর ৪-০ গোলে হারিয়েছে রিও অ্যাভেকে। 

ম্যাচের ১৫ মিনিটে মোহামেদ সিমাকানের গোলে এগিয়ে যায় আল-নাসর। ৪৪ মিনিটে আল নাসরকে দ্বিতীয় গোল এনে দেন রোনালদো। দারুণ শটে গোলরক্ষক সেজারি মিসটাকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। 

২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় রোনালদোর আল নাসর। বিরতির পর আল নাসরকে তৃতীয় গোল এনে দেন রোনালদো। 

দ্বিতীয়াধের্র ১৮ মিনিটে আল-নাসরকে তৃতীয় গোল এনে দেন রোনালদো। নিজের দ্বিতীয় গোলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রোনালদো।

পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয়ে মাঠ ছাড়ে আল নাসর। 

আগামী রোববার আলমেরিয়ার বিপক্ষে স্পেনে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে আল নাসর। এর আগে গত সপ্তাহে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল তারা।  ম্যাচে  আল নাসরের হয়ে এক গোল করেছিলেন রোনালদো।