টঙ্গীতে উদ্ধার হওয়া মাথাবিহীন খণ্ডিত লাশে পরিচয় শনাক্ত

মোঃনজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
০৯ আগস্ট, ২০২৫, 4:24 AM

টঙ্গীতে উদ্ধার হওয়া মাথাবিহীন খণ্ডিত লাশে পরিচয় শনাক্ত
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ১৪ ঘণ্টা পর এবার টঙ্গীর স্টেশন রোড এলাকায় পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত
এক ব্যক্তির (পুরুষ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ তিন টুকরো করে ট্রাভেল ব্যাগের ভেতর রেখে কালো পলিথিনে ব্যাগটি ভরে রাখে।
উদ্ধার হওয়া মাথাবিহীন খণ্ডিত লাশে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। লাশে আঙ্গুলের ছাপ থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট তার পরিচয় নিশ্চিত করে। নিহত যুবকের নাম মো. অলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের শুক্কুর আলী মাস্টারের বাড়ির সুরুজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে স্টেশন রোড এলাকা থেকে অজ্ঞাত যুবকের মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশের বিশেষ শাখা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আঙ্গুলের ছাপ থেকে লাশের পরিচয় শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক তদন্ত আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মোঃনজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
০৯ আগস্ট, ২০২৫, 4:24 AM

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ১৪ ঘণ্টা পর এবার টঙ্গীর স্টেশন রোড এলাকায় পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত
এক ব্যক্তির (পুরুষ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ তিন টুকরো করে ট্রাভেল ব্যাগের ভেতর রেখে কালো পলিথিনে ব্যাগটি ভরে রাখে।
উদ্ধার হওয়া মাথাবিহীন খণ্ডিত লাশে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। লাশে আঙ্গুলের ছাপ থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট তার পরিচয় নিশ্চিত করে। নিহত যুবকের নাম মো. অলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের শুক্কুর আলী মাস্টারের বাড়ির সুরুজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে স্টেশন রোড এলাকা থেকে অজ্ঞাত যুবকের মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশের বিশেষ শাখা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আঙ্গুলের ছাপ থেকে লাশের পরিচয় শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক তদন্ত আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।