ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

ফাইনালে পিএসজিকে থামাতে চায় চেলসি

#
news image

প্রথমবারের মত অনুষ্ঠিত বর্ধিত কলেবরের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে কাল মুখোমুখি হচ্ছে পিএসজি ও চেলসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী অপ্রতিরোধ্য পিএসজিকে মৌসুমের শেষ সাফল্য থেকে বিরত রাখতে হলে যেকোন মূল্যে এই ম্যাচে ইংলিশ জায়ান্ট চেলসিকে জয়ী হতে হবে। 

মে মাসের শেষে মিউনিখে ইন্টার মিলানকে ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মত ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে পিএসজি। সেই অনুভূতিকে পুঁজি করে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে খেলতে এসে ফাইনালের টিকেট পায় প্যারিসের জায়ান্টরা। ফাইনালে চেলসির বিপক্ষে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা। 

গ্রুপ পর্বে লুইস এনরিকের দল এ্যাথলেটিকো মাদ্রিদকে চার গোল দিয়েছিল। এরপর শেষ ষোলতে লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে দেয় আরো চার গোল। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও নিজেদের শক্তিমত্তার প্রমান দিয়েছে পিএসজি। শেষ চারে সাবেক তারকা কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদকেও ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে এনরিকের দল। 

ফরাশি জায়ান্টরা এখন এক অভাবনীয় অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে পারলে ২০২৪/২৫ মৌসুমে সবগুলো শিরোপা ঘরে তোলার কৃতিত্ব দেখাবে পিএসজি। ফরাশি লিগ ওয়ান ও ইউরোপীয়ান শিরোপার পাশাপাশি এখন বিশ্ব শিরোপার দ্বারপ্রান্তে রয়েছে তারা। 

সেমিফাইনালে পর কোচ লুইস এনরিকে বলেছিলেন, ‘শুরু থেকেই এই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। এই ধরনের কৃতিত্ব অর্জন করা সবসময়ই কঠিন। খুব অল্প সংখ্যক দলই এই ধরনের কৃতিত্বের ভাগীদার হয় কিংবা অর্জনের চেষ্টা করে।’

নিউ জার্সির সাড়ে ৮২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে আসার কথা রয়েছে। 

এবারের আসরে পিএসজির অন্যতম সেরা পারফর্মার ফরাশি তারকা ডিসায়ার ডুয়ে দলের সকলকে আত্মতুষ্টিতে না ভোগার আহবান জানিয়ে বলেছেন, ‘আমরা মোটেই অতি আত্মবিশ্বাসী নই। এই টুর্নামেন্টে বেশীরভাগ ম্যাচেই আমরা ফেবারিট ছিলাম। বলতে গেলে পুরো মৌসুমেই আমরা ভাল খেলেছি। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে কি হয় তা সময়ই বলে দিবে।’

এদিকে মৌসুম জুড়ে চেলসিরও সময়টা ভালই কেটেছে। উয়েফা কনফারেন্স জয়ী ব্লুজরা এখন রোববারের ফাইনাল দিয়ে শেষ হাসি হাসতে চায়। প্রিমিয়ার লিগেও চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। 

গ্রুপ পর্বে বোটাফোগোর কাছে পিএসজি পরাজিত হয়েছিল। চেলসিও ব্রাজিলিয়ান প্রতিপক্ষ ফ্ল্যামেঙ্গোর কাছে পরাজিত হয়েছিল। এরপর নক আউট পর্বে বেনফিকা ও দুই ব্রাজিলিয়ান দল পালমেইরাস ও ফ্লামিনেন্সকে হারিয়ে ফাইনালের টিকেট পায় চেলসি। 

চেলসি ডিফেন্ডার লেভাই কোলউইল বলেছেন, ‘সবাই যদি মনে করে আমরা এই ম্যাচে পরাজিত হবো তবে আমাদের সত্যিকার অর্থেই হারানোর কিছু নেই। আমরা মাঠে নামবো এবং নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করবো। নিজেদের উপর সকলের আত্মবিশ্বাস রয়েছে। আশা করছি সবাইকে বিস্মিত করতে পারবো।’

২০২৫ সালে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে পিএসজির রেকর্ড দেখলেই বোঝা যাবে চেলসির সামনে কি ধরনের চ্যালেঞ্জ অপেক্ষায় করছে। ফরাশি চ্যাম্পিয়নরা এবার চ্যাম্পিয়ন্স লিগে প্রিমিয়ার লিগের চার দল ম্যানচেস্টার সিটি, লিভারপুল, এ্যাস্টন ভিলা ও আর্সেনালের মুখোমুখি হয়ে চারটিতেই জয়ী হয়েছে। 

ইতোমধ্যেই মাসব্যাপী এই টুর্নামেন্টকে সর্বাত্মক সফল হিসেবে দাবী জানিয়েছে ফিফা। তবে ফাইনালে যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীণ প্রচন্ড গরমের বিষয়টি সবাইকে চিন্তিত করে তুলেছে। চেলসি বস এনজো ফার্নান্দেজ বলেছেন এই গরমে দুপুরে খেলাটা খুবই বিপদজনক। ফাইনাল ম্যাচটি স্থানীয় সময় ৩টায় শুরু হবে। 

ফাইনালে যে দলই জয়ী হোক না কেন আর্থিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে অংশগ্রহণকারী দলগুলো দারুনভাবে উপকৃত হয়েছে। 

প্রাইজমানি হিসেবে চেলসি ও পিএসজি উভয় দলই ১০০ মিলিয়নের উপর বাড়ি নিয়ে যাচ্ছে। ফাইনালে পর চূড়ান্ত অর্থের পরিমান স্পষ্ট হবে। সম্প্রতি উয়েফার আর্থিক আইন ভঙ্গের কারনে জরিমানার কবলে পড়া চেলসির জন্য এই অর্থ বেশ সহযোগিতা করবে বলেই সকলের বিশ্বাস।

অনলাইন ডেক্স :

১২ জুলাই, ২০২৫,  9:25 PM

news image

প্রথমবারের মত অনুষ্ঠিত বর্ধিত কলেবরের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে কাল মুখোমুখি হচ্ছে পিএসজি ও চেলসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী অপ্রতিরোধ্য পিএসজিকে মৌসুমের শেষ সাফল্য থেকে বিরত রাখতে হলে যেকোন মূল্যে এই ম্যাচে ইংলিশ জায়ান্ট চেলসিকে জয়ী হতে হবে। 

মে মাসের শেষে মিউনিখে ইন্টার মিলানকে ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মত ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে পিএসজি। সেই অনুভূতিকে পুঁজি করে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে খেলতে এসে ফাইনালের টিকেট পায় প্যারিসের জায়ান্টরা। ফাইনালে চেলসির বিপক্ষে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা। 

গ্রুপ পর্বে লুইস এনরিকের দল এ্যাথলেটিকো মাদ্রিদকে চার গোল দিয়েছিল। এরপর শেষ ষোলতে লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে দেয় আরো চার গোল। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও নিজেদের শক্তিমত্তার প্রমান দিয়েছে পিএসজি। শেষ চারে সাবেক তারকা কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদকেও ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে এনরিকের দল। 

ফরাশি জায়ান্টরা এখন এক অভাবনীয় অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে পারলে ২০২৪/২৫ মৌসুমে সবগুলো শিরোপা ঘরে তোলার কৃতিত্ব দেখাবে পিএসজি। ফরাশি লিগ ওয়ান ও ইউরোপীয়ান শিরোপার পাশাপাশি এখন বিশ্ব শিরোপার দ্বারপ্রান্তে রয়েছে তারা। 

সেমিফাইনালে পর কোচ লুইস এনরিকে বলেছিলেন, ‘শুরু থেকেই এই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। এই ধরনের কৃতিত্ব অর্জন করা সবসময়ই কঠিন। খুব অল্প সংখ্যক দলই এই ধরনের কৃতিত্বের ভাগীদার হয় কিংবা অর্জনের চেষ্টা করে।’

নিউ জার্সির সাড়ে ৮২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে আসার কথা রয়েছে। 

এবারের আসরে পিএসজির অন্যতম সেরা পারফর্মার ফরাশি তারকা ডিসায়ার ডুয়ে দলের সকলকে আত্মতুষ্টিতে না ভোগার আহবান জানিয়ে বলেছেন, ‘আমরা মোটেই অতি আত্মবিশ্বাসী নই। এই টুর্নামেন্টে বেশীরভাগ ম্যাচেই আমরা ফেবারিট ছিলাম। বলতে গেলে পুরো মৌসুমেই আমরা ভাল খেলেছি। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে কি হয় তা সময়ই বলে দিবে।’

এদিকে মৌসুম জুড়ে চেলসিরও সময়টা ভালই কেটেছে। উয়েফা কনফারেন্স জয়ী ব্লুজরা এখন রোববারের ফাইনাল দিয়ে শেষ হাসি হাসতে চায়। প্রিমিয়ার লিগেও চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। 

গ্রুপ পর্বে বোটাফোগোর কাছে পিএসজি পরাজিত হয়েছিল। চেলসিও ব্রাজিলিয়ান প্রতিপক্ষ ফ্ল্যামেঙ্গোর কাছে পরাজিত হয়েছিল। এরপর নক আউট পর্বে বেনফিকা ও দুই ব্রাজিলিয়ান দল পালমেইরাস ও ফ্লামিনেন্সকে হারিয়ে ফাইনালের টিকেট পায় চেলসি। 

চেলসি ডিফেন্ডার লেভাই কোলউইল বলেছেন, ‘সবাই যদি মনে করে আমরা এই ম্যাচে পরাজিত হবো তবে আমাদের সত্যিকার অর্থেই হারানোর কিছু নেই। আমরা মাঠে নামবো এবং নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করবো। নিজেদের উপর সকলের আত্মবিশ্বাস রয়েছে। আশা করছি সবাইকে বিস্মিত করতে পারবো।’

২০২৫ সালে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে পিএসজির রেকর্ড দেখলেই বোঝা যাবে চেলসির সামনে কি ধরনের চ্যালেঞ্জ অপেক্ষায় করছে। ফরাশি চ্যাম্পিয়নরা এবার চ্যাম্পিয়ন্স লিগে প্রিমিয়ার লিগের চার দল ম্যানচেস্টার সিটি, লিভারপুল, এ্যাস্টন ভিলা ও আর্সেনালের মুখোমুখি হয়ে চারটিতেই জয়ী হয়েছে। 

ইতোমধ্যেই মাসব্যাপী এই টুর্নামেন্টকে সর্বাত্মক সফল হিসেবে দাবী জানিয়েছে ফিফা। তবে ফাইনালে যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীণ প্রচন্ড গরমের বিষয়টি সবাইকে চিন্তিত করে তুলেছে। চেলসি বস এনজো ফার্নান্দেজ বলেছেন এই গরমে দুপুরে খেলাটা খুবই বিপদজনক। ফাইনাল ম্যাচটি স্থানীয় সময় ৩টায় শুরু হবে। 

ফাইনালে যে দলই জয়ী হোক না কেন আর্থিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে অংশগ্রহণকারী দলগুলো দারুনভাবে উপকৃত হয়েছে। 

প্রাইজমানি হিসেবে চেলসি ও পিএসজি উভয় দলই ১০০ মিলিয়নের উপর বাড়ি নিয়ে যাচ্ছে। ফাইনালে পর চূড়ান্ত অর্থের পরিমান স্পষ্ট হবে। সম্প্রতি উয়েফার আর্থিক আইন ভঙ্গের কারনে জরিমানার কবলে পড়া চেলসির জন্য এই অর্থ বেশ সহযোগিতা করবে বলেই সকলের বিশ্বাস।