ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

ওয়ারেছিয়া মাদ্রাসার অধ্যক্ষের নামে থানায় অভিযোগ

#
news image

রংপুরের বদরগঞ্জে ওলামা লীগের সভাপতি ও ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলিমের বিরুদ্ধে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে মাদ্রাসার নিয়োগ বাণিজ্যের ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নির্যাতিত ও শোষিত শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুর রউফ বাদী হয়ে বদরগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে অধ্যক্ষ আব্দুল আলিম প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ৪০ লাখ টাকা ও টিউশন ফির টাকা, বিগত অডিট কমিটির রিপোর্টের ভিত্তিতে ৮ লাখ ৮৯ হাজার ৬৫১ টাকা ভুয়া ভাউচারের মাধ্যমে মোট টাকা ৪৮ লাখ ৮৯ হাজার ৬৫১ টাকা আত্মসাৎ করেন। এ নিয়ে গত ২৩ মে প্রতিষ্ঠানের শিক্ষক ও কমিটির যৌথ একটি সভায় বিষটি আলোচনা হলে সব শিক্ষক অধ্যক্ষের অনিয়মের বিষয়গুলো তুলে ধরায় অধ্যক্ষ তোপের মুখে পড়েন।
এমতাবস্থায় সভাপতি দুর্নীতিবাজ অধ্যক্ষের পক্ষ নিয়ে শিক্ষকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকে অধ্যক্ষ আব্দুল আলিম, সভাপতি আব্দুল হান্নান খান ও বিগত কমিটির অভিভাবক সদস্য ও নিয়োগ কমিটির সদস্য দামোদরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ বলেন, অধ্যক্ষ আব্দুল আলিম ওলামা লীগের সভাপতি পদের দাপট দেখিয়ে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় মাদ্রাসার নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত। তিনি তৎকালীন সময় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন।
ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম বলেন, মাদ্রাসার ডোনেশনকৃত ৪০ লাখ টাকা দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ করার কথা থাকলেও প্রতিষ্ঠানের কোনো উন্নয়নমূলক কাজ না করে নিজে ওই টাকা আত্মসাৎ করেন। অভিযোগকারী উপাধ্যক্ষ আব্দুর রউফ বলেন, ওলামা লীগপন্থি অধ্যক্ষ তার অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে তদবির ও দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

০৭ জুলাই, ২০২৫,  8:51 PM

news image

রংপুরের বদরগঞ্জে ওলামা লীগের সভাপতি ও ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলিমের বিরুদ্ধে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে মাদ্রাসার নিয়োগ বাণিজ্যের ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নির্যাতিত ও শোষিত শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুর রউফ বাদী হয়ে বদরগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে অধ্যক্ষ আব্দুল আলিম প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ৪০ লাখ টাকা ও টিউশন ফির টাকা, বিগত অডিট কমিটির রিপোর্টের ভিত্তিতে ৮ লাখ ৮৯ হাজার ৬৫১ টাকা ভুয়া ভাউচারের মাধ্যমে মোট টাকা ৪৮ লাখ ৮৯ হাজার ৬৫১ টাকা আত্মসাৎ করেন। এ নিয়ে গত ২৩ মে প্রতিষ্ঠানের শিক্ষক ও কমিটির যৌথ একটি সভায় বিষটি আলোচনা হলে সব শিক্ষক অধ্যক্ষের অনিয়মের বিষয়গুলো তুলে ধরায় অধ্যক্ষ তোপের মুখে পড়েন।
এমতাবস্থায় সভাপতি দুর্নীতিবাজ অধ্যক্ষের পক্ষ নিয়ে শিক্ষকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকে অধ্যক্ষ আব্দুল আলিম, সভাপতি আব্দুল হান্নান খান ও বিগত কমিটির অভিভাবক সদস্য ও নিয়োগ কমিটির সদস্য দামোদরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ বলেন, অধ্যক্ষ আব্দুল আলিম ওলামা লীগের সভাপতি পদের দাপট দেখিয়ে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় মাদ্রাসার নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত। তিনি তৎকালীন সময় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন।
ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম বলেন, মাদ্রাসার ডোনেশনকৃত ৪০ লাখ টাকা দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ করার কথা থাকলেও প্রতিষ্ঠানের কোনো উন্নয়নমূলক কাজ না করে নিজে ওই টাকা আত্মসাৎ করেন। অভিযোগকারী উপাধ্যক্ষ আব্দুর রউফ বলেন, ওলামা লীগপন্থি অধ্যক্ষ তার অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে তদবির ও দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।