ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী ‎আজমিরীগঞ্জে শতাধিক মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত বড়লেখায় পতিত জমিতে সরিষার সমাহার, কৃষকের মুখে হাসি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫ মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা বিপিএলের ফাইনালে রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

উখিয়ায় ৯৪ হাজার ইয়াবা উদ্ধার মামলায় দুই আসামির যাবজ্জীবন

#
news image

কক্সবাজারের উখিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের একটি আলোচিত মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ জুন) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর মাননীয় বিচারক জনাবা নিশাত সুলতানা এই রায় ঘোষণা করেন।

রায় অনুযায়ী, আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মো: সাহাব উদ্দিন, পিতা: মৃত আফলাতুন, সেই পালংখালী ৭নং ওয়ার্ডের বাসিন্দা, সরোয়ার আলম, পিতা: মৃত শামশুল আলম,পালংখালী পশ্চিম ফারির বিল, ৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।

মো: সাহাব উদ্দিনের কাছ থেকে ৮৭,৯৯৩ পিস ইয়াবা এবং সরোয়ার আলমের কাছ থেকে ৬,৬৫৭ পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বমোট ৯৪,৬৫০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করে মামলা করা হয়।

ঘটনার সূত্র ধরে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি উখিয়া থানায় মামলা নম্বর-৩৮ হিসেবে একটি মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে এটি জি.আর মামলা নং-১৭৩/২০২২ এবং এস.টি মামলা নং-২৯৩/২০২৪ হিসেবে আদালতে বিচারাধীন ছিল।

১নং আসামি সাহাব উদ্দিন ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। অন্যদিকে ২নং আসামি সরোয়ার আলম জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক।

রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায় সমাজে মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে।”

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

১৮ জুন, ২০২৫,  2:11 AM

news image

কক্সবাজারের উখিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের একটি আলোচিত মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ জুন) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর মাননীয় বিচারক জনাবা নিশাত সুলতানা এই রায় ঘোষণা করেন।

রায় অনুযায়ী, আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মো: সাহাব উদ্দিন, পিতা: মৃত আফলাতুন, সেই পালংখালী ৭নং ওয়ার্ডের বাসিন্দা, সরোয়ার আলম, পিতা: মৃত শামশুল আলম,পালংখালী পশ্চিম ফারির বিল, ৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।

মো: সাহাব উদ্দিনের কাছ থেকে ৮৭,৯৯৩ পিস ইয়াবা এবং সরোয়ার আলমের কাছ থেকে ৬,৬৫৭ পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বমোট ৯৪,৬৫০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করে মামলা করা হয়।

ঘটনার সূত্র ধরে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি উখিয়া থানায় মামলা নম্বর-৩৮ হিসেবে একটি মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে এটি জি.আর মামলা নং-১৭৩/২০২২ এবং এস.টি মামলা নং-২৯৩/২০২৪ হিসেবে আদালতে বিচারাধীন ছিল।

১নং আসামি সাহাব উদ্দিন ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। অন্যদিকে ২নং আসামি সরোয়ার আলম জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক।

রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায় সমাজে মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে।”