বস্তাবন্দি নারীর মাথা-হাত বিহীন মরদেহ উদ্ধার, ৭ দিনেও মেলেনি পরিচয়
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি :
১২ জুন, ২০২৫, 4:26 PM
বস্তাবন্দি নারীর মাথা-হাত বিহীন মরদেহ উদ্ধার, ৭ দিনেও মেলেনি পরিচয়
জামালপুরের মেলান্দহ উপজেলার মামাভাগিনা বেইলি ব্রিজের নিচে ডুবা থেকে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মাথা-হাত বিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনার ৭দিন অতিবাহিত হলেও পরিচয় মেলেনি মরদেহটির।
মরদেহের মাথা ও হাত কাটা থাকায় প্রযুক্তি ব্যবহার করে শনাক্ত করতে পারছে না পুলিশ। পরিচয় না থাকায় মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
পুলিশ জানায়, ৪ জুন বিকালে মামাভাগিনা বেইলি ব্রিজের নিচে ডুবা থেকে উদ্ধার করা হয় এক অজ্ঞাত নারীর মরদেহ। তার শরীরে কাপড় থাকলেও মাথা-হাত কাটা ছিলো। হাত না থাকায় বিশেষজ্ঞ টিম তার পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে তার শরীর থেকে ডিএনএ স্যাম্পল ঢাকায় প্রেরণ করা হয়। পরদিন সুরতহাল রিপোর্ট এবং ময়নাতদন্ত শেষে মরদেহ আঞ্জমান মফিদুলের মাধ্যমে দাফন করা হয়।
মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতেই এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন হবে।
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি :
১২ জুন, ২০২৫, 4:26 PM
জামালপুরের মেলান্দহ উপজেলার মামাভাগিনা বেইলি ব্রিজের নিচে ডুবা থেকে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মাথা-হাত বিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনার ৭দিন অতিবাহিত হলেও পরিচয় মেলেনি মরদেহটির।
মরদেহের মাথা ও হাত কাটা থাকায় প্রযুক্তি ব্যবহার করে শনাক্ত করতে পারছে না পুলিশ। পরিচয় না থাকায় মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
পুলিশ জানায়, ৪ জুন বিকালে মামাভাগিনা বেইলি ব্রিজের নিচে ডুবা থেকে উদ্ধার করা হয় এক অজ্ঞাত নারীর মরদেহ। তার শরীরে কাপড় থাকলেও মাথা-হাত কাটা ছিলো। হাত না থাকায় বিশেষজ্ঞ টিম তার পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে তার শরীর থেকে ডিএনএ স্যাম্পল ঢাকায় প্রেরণ করা হয়। পরদিন সুরতহাল রিপোর্ট এবং ময়নাতদন্ত শেষে মরদেহ আঞ্জমান মফিদুলের মাধ্যমে দাফন করা হয়।
মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতেই এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন হবে।