ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা.করলেন ছাত্রলীগ সভাপতির স্ত্রী তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী ‎আজমিরীগঞ্জে শতাধিক মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত বড়লেখায় পতিত জমিতে সরিষার সমাহার, কৃষকের মুখে হাসি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫ মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড আইনি সহায়তা দিয়েছে ২৮,৯৬৫ জনকে

#
news image

জাতীয় আইনগত সহায়তা সংস্থার আওতাধীন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ৯৬৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, লিগ্যাল এইড কার্যক্রম শুরু হয় জেলা পর্যায়ে অসচ্ছল জনগণের জন্য আইনি সেবা প্রদানের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে তা বিস্তৃত হয় সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতে। ২০১৫ সালে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রম শুরু হয়।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত মোট ২৫ হাজার ৭০৪ জন বিচারপ্রার্থী আইনি পরামর্শ পেয়েছেন এবং ৩ হাজার ২৬১টি মামলায় সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে ২ হাজার ২৮৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সরকারি খরচায় আইনি সহায়তা পেয়েছেন মোট ১২ লাখ ৭ হাজার ৯৯৩ জন। এর মধ্যে কারাবন্দি রয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯৩ জন।

এই সেবাগুলো দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টার (টোল-ফ্রি নম্বর ‘১৬৪৩০’) থেকে দেওয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে উপকারভোগী ২৮ হাজার ৯৬৫ জন, ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস থেকে উপকারভোগী ৯ লাখ ৬২ হাজার ৩৮৫ জন, শ্রমিক আইনগত সহায়তা সেল (ঢাকা ও চট্টগ্রাম) থেকে ২৯ হাজার ২৭৪ জন এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টার (১৬৪৩০) থেকে ১ লাখ ৮৭ হাজার ৩৬৯ জন।

দেশের আর্থিকভাবে অস্বচ্ছল ও আইনগত সহায়তা পেতে অসমর্থ জনগণের জন্য ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ অনুযায়ী এই সেবা চালু রয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে থাকে।

নিজস্ব প্রতিবেদক :

০৯ জুন, ২০২৫,  3:50 PM

news image

জাতীয় আইনগত সহায়তা সংস্থার আওতাধীন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ৯৬৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, লিগ্যাল এইড কার্যক্রম শুরু হয় জেলা পর্যায়ে অসচ্ছল জনগণের জন্য আইনি সেবা প্রদানের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে তা বিস্তৃত হয় সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতে। ২০১৫ সালে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রম শুরু হয়।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত মোট ২৫ হাজার ৭০৪ জন বিচারপ্রার্থী আইনি পরামর্শ পেয়েছেন এবং ৩ হাজার ২৬১টি মামলায় সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে ২ হাজার ২৮৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সরকারি খরচায় আইনি সহায়তা পেয়েছেন মোট ১২ লাখ ৭ হাজার ৯৯৩ জন। এর মধ্যে কারাবন্দি রয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯৩ জন।

এই সেবাগুলো দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টার (টোল-ফ্রি নম্বর ‘১৬৪৩০’) থেকে দেওয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে উপকারভোগী ২৮ হাজার ৯৬৫ জন, ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস থেকে উপকারভোগী ৯ লাখ ৬২ হাজার ৩৮৫ জন, শ্রমিক আইনগত সহায়তা সেল (ঢাকা ও চট্টগ্রাম) থেকে ২৯ হাজার ২৭৪ জন এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টার (১৬৪৩০) থেকে ১ লাখ ৮৭ হাজার ৩৬৯ জন।

দেশের আর্থিকভাবে অস্বচ্ছল ও আইনগত সহায়তা পেতে অসমর্থ জনগণের জন্য ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ অনুযায়ী এই সেবা চালু রয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে থাকে।