ঢাকা ০৩ ডিসেম্বর, ২০২৫
শিরোনামঃ
সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গাজীপুরে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  পিরোজপুরে  সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের উপর অতর্কিত হামলা বাগেরহাট যুবদলের কোরান খতম ও দোয়া মাহফিল বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে সরকার সহায়তা করবে : পররাষ্ট্র উপদেষ্টা দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া : জাহিদ হোসেন এলপিজি দাম সমন্বয় করেছে সরকার

আদালতের রায় অমান্য  করে গাজীপুরে জমি দখলের অভিযোগ

#
news image

গাজীপুর জেলার গাছা থানার বাদে কলমেশ্বর মৌজায় এক অসহায় পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালী ও ভূমি দস্যু মোঃ শাহ আলম ও মোসাঃ জাহেরা খাতুনের বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ শহিদুল ইসলাম আইনি লড়াই চালিয়ে একাধিক মামলায় ন্যায়বিচার পেলেও বারবার হয়রানি ও বেদখলের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

জমির তথ্য অনুযায়ী, শহিদুল ইসলামের মালিকানাধীন জমিটির  আর.এস খতিয়ান নং ৭ ও আর.এস দাগ নং ১১৭ এর অন্তর্ভুক্ত। পৈত্রিক সূত্রে এবং ১৩৩৫০ ও ১৯৯৪৬ নং দলিল মূলে মালিক হয়ে নিজ নামে পৃথক নামজারি ও জমাভাগ  করে ২৩৪৫ ও ১৯৪০ জোত খুলে দুই তলা পাকা ভবন নির্মাণ করে দীর্ঘদিন যাবত ভোগ দখলে আছেন। উক্ত সম্পত্তি দখলের উদ্দেশ্যে শাহ আলম গং কর্তৃক একাধিক মামলা দায়ের করেন। তারমধ্যে শাহ আলমের দায়েরকৃত দখল উচ্ছেদ মোকদ্দমা নং ৬৩৪/২০১৩ তদবিরের অভাবে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। 

ভুক্তভোগী শহিদুল ইসলাম তার সম্পত্তি রক্ষার্থে বিজ্ঞ আদালতে ১৪৪ ধারায় পিটিশন মোকদ্দমা নং ১৮৫৬/২০১২ দায়ের করেন, শাহ আলম গং বারবার বেদখলের চেষ্টা করলে পরবর্তীতে আরও আইনগত পদক্ষেপ হিসেবে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন নং ৩১৬/১৯ দায়ের করেন। পরবর্তীতে আদালত প্রসেডিং মোকদ্দমা নং ১০৯/২০  এর মাধ্যমে আদালত শাহ আলম গংদের উক্ত জমিতে প্রবেশে বারিত করা হোক মর্মে নিষেধাজ্ঞা জারি করেন।

ভুক্তভোগী মোঃ শহিদুল ইসলাম বলেন, "আমি ওয়ারিশ ও দলিল মুলে মালিক হইয়া সিটি কর্পোরেশন হইতে আমার নামে হোল্ডিং নাম্বার ১৪১ ও গ্যাস ও বিদ্যু সংযোগ  ও প্লান পাশ করে দুইতলা বাড়ি বানিয়ে দীর্ঘদিন ধরে এই জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি।  আদালতের একাধিক রায় আমার পক্ষে এসেছে। তবুও শাহ আলম ও জাহেরা গং আমার সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সম্পত্তির রেশ দরে আমার ভাগিনাকে হত্যার উদ্দেশ্যে তিনবার আক্রমন করে হাত পা ভেঙ্গে দিয়েছে। ভাগিনার স্ত্রী রুমা বাদী হয়ে গাছা থানায় তিনটি মামলা করেছে, মামলা গুলো এখনো চলমান। আমার ছোট মেয়ে মাদ্রাসায় পড়াশুনা করে। শাহ আলম, জাহেরা, আহমদ, মাহমদ, সজীব এদের ভয়ে মাদ্রাসায় নিয়ে যেতে পারি না। তাদের এইসব কর্মকান্ড সেনাবাহিনী ও গাছা থানায় একাধিক অভিযোগ দিয়েছি। 

আমার সম্পত্তি হইতে আমাকে বেদখল করতে একের পর এক মামলা দিয়ে আমাকে বাড়ী ছাড়া করে রাখতেছে। আমাকে বাড়ীর বাহিরে রাখার সুযোগে যে কোন সময় আমার বাড়িটি তারা দখল করে নিয়ে যেতে পারে। তাদের মামলা হামলার ভয়ে আমি আজ দিশেহারা। আমি দেশের আইন ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।"

গাজীপুর প্রতিনিধি :

০৪ জুন, ২০২৫,  9:27 AM

news image

গাজীপুর জেলার গাছা থানার বাদে কলমেশ্বর মৌজায় এক অসহায় পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালী ও ভূমি দস্যু মোঃ শাহ আলম ও মোসাঃ জাহেরা খাতুনের বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ শহিদুল ইসলাম আইনি লড়াই চালিয়ে একাধিক মামলায় ন্যায়বিচার পেলেও বারবার হয়রানি ও বেদখলের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

জমির তথ্য অনুযায়ী, শহিদুল ইসলামের মালিকানাধীন জমিটির  আর.এস খতিয়ান নং ৭ ও আর.এস দাগ নং ১১৭ এর অন্তর্ভুক্ত। পৈত্রিক সূত্রে এবং ১৩৩৫০ ও ১৯৯৪৬ নং দলিল মূলে মালিক হয়ে নিজ নামে পৃথক নামজারি ও জমাভাগ  করে ২৩৪৫ ও ১৯৪০ জোত খুলে দুই তলা পাকা ভবন নির্মাণ করে দীর্ঘদিন যাবত ভোগ দখলে আছেন। উক্ত সম্পত্তি দখলের উদ্দেশ্যে শাহ আলম গং কর্তৃক একাধিক মামলা দায়ের করেন। তারমধ্যে শাহ আলমের দায়েরকৃত দখল উচ্ছেদ মোকদ্দমা নং ৬৩৪/২০১৩ তদবিরের অভাবে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। 

ভুক্তভোগী শহিদুল ইসলাম তার সম্পত্তি রক্ষার্থে বিজ্ঞ আদালতে ১৪৪ ধারায় পিটিশন মোকদ্দমা নং ১৮৫৬/২০১২ দায়ের করেন, শাহ আলম গং বারবার বেদখলের চেষ্টা করলে পরবর্তীতে আরও আইনগত পদক্ষেপ হিসেবে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন নং ৩১৬/১৯ দায়ের করেন। পরবর্তীতে আদালত প্রসেডিং মোকদ্দমা নং ১০৯/২০  এর মাধ্যমে আদালত শাহ আলম গংদের উক্ত জমিতে প্রবেশে বারিত করা হোক মর্মে নিষেধাজ্ঞা জারি করেন।

ভুক্তভোগী মোঃ শহিদুল ইসলাম বলেন, "আমি ওয়ারিশ ও দলিল মুলে মালিক হইয়া সিটি কর্পোরেশন হইতে আমার নামে হোল্ডিং নাম্বার ১৪১ ও গ্যাস ও বিদ্যু সংযোগ  ও প্লান পাশ করে দুইতলা বাড়ি বানিয়ে দীর্ঘদিন ধরে এই জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি।  আদালতের একাধিক রায় আমার পক্ষে এসেছে। তবুও শাহ আলম ও জাহেরা গং আমার সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সম্পত্তির রেশ দরে আমার ভাগিনাকে হত্যার উদ্দেশ্যে তিনবার আক্রমন করে হাত পা ভেঙ্গে দিয়েছে। ভাগিনার স্ত্রী রুমা বাদী হয়ে গাছা থানায় তিনটি মামলা করেছে, মামলা গুলো এখনো চলমান। আমার ছোট মেয়ে মাদ্রাসায় পড়াশুনা করে। শাহ আলম, জাহেরা, আহমদ, মাহমদ, সজীব এদের ভয়ে মাদ্রাসায় নিয়ে যেতে পারি না। তাদের এইসব কর্মকান্ড সেনাবাহিনী ও গাছা থানায় একাধিক অভিযোগ দিয়েছি। 

আমার সম্পত্তি হইতে আমাকে বেদখল করতে একের পর এক মামলা দিয়ে আমাকে বাড়ী ছাড়া করে রাখতেছে। আমাকে বাড়ীর বাহিরে রাখার সুযোগে যে কোন সময় আমার বাড়িটি তারা দখল করে নিয়ে যেতে পারে। তাদের মামলা হামলার ভয়ে আমি আজ দিশেহারা। আমি দেশের আইন ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।"